রোহিতের ৫০০

ভারত অধিনায়ক রোহিত শর্মাছবি: এএফপি

দল বিপদে না পড়লে হয়তো ব্যাটিংয়েই নামতেন না। নেমেছেন, ঝোড়ো এক ইনিংসও খেলেছেন। যদিও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। তবে আঙুলের চোট নিয়ে ভারতকে জেতাতে না পারলেও বিরল এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।

ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। ৫০০ ছক্কায় রোহিতের ওপরে আছেন শুধু স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোহিত যখন ব্যাটিংয়ে নামেন, ভারতের তখনো ৪৪ বলে ৬৫ রান দরকার। হাতে মাত্র ৩ উইকেট। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়ে যাওয়া রোহিত ২৮ বলে অপরাজিত ছিলেন ৫১ রানে।

ফিফটির পথে ৫টি ছয় হাঁকান রোহিত শর্মা
ছবি: এএফপি

ঝোড়ো ইনিংসটিতে ৩টি চারের সঙ্গে ছিল ৫টি ছয়। এর মধ্যে ৪৯তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে মিড উইকেট দিয়ে যে ছয়টি মারেন, সেটি ছিল ওয়ানডেতে তাঁর ২৫৪তম ছয়। টেস্টের ৬৪ আর টি-টোয়েন্টির ১৮২ ছয় মিলিয়ে তাঁর মোট ছয়ের সংখ্যা পৌঁছায় পাঁচ শ-তে। পরে আরও দুটি ছয় মিলিয়ে রোহিতের মোট ছয় এখন ৫০২টি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করা গেইলের মোট ছয় ৫৩৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্রথম নয়জনের মধ্যে রোহিত ছাড়া আর কেউ নেই।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের মালিক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল—৩৮৩টি। ২৬৬টি ছয় আছে বিরাট কোহলির।

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ছয় তামিম ইকবালের। ওয়ানডের অধিনায়কের মোট ছক্কা ১৮৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬৩ ছয় মাহমুদউল্লাহ রিয়াদের। ১৫৩ ছয় নিয়ে তিনে মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ছয় ১১৩টি।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা

ক্রিস গেইল: ৫৩৩
রোহিত শর্মা: ৫০২
শহিদ আফ্রিদি: ৪৭৬
ব্রেন্ডন ম্যাককালাম: ৩৯৮
মার্টিন গাপটিল: ৩৮৩
এমএস ধোনি: ৩৫৯
সনাত জয়াসুরিয়া: ৩৫২
এউইন মরগান: ৩৪৬
এবি ডি ভিলিয়ার্স: ৩২৮
জস বাটলার: ৩৮৭