সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে নেমে রুটের রেকর্ড, লড়াই করছে ভারত
টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পেয়েছেন জো রুট, ফিল্ডিংয়ে নেমে গড়েছেন ক্যাচের রেকর্ড। ইংল্যান্ডের ৩৮৭ রানের পর ভারত দ্বিতীয় দিন পর্যন্ত প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৫ রান করেছে।
‘রাতে ঘুম ভেঙে গেছে, এরপর আর ঘুমাতে পারিনি’—লর্ডসে দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটাই বলেছেন জো রুট। ইংল্যান্ডের ব্যাটসম্যানের ঘুম না হওয়ার কারণ ছিল ১ রানের অপেক্ষা। টেস্ট ক্যারিয়ারে এর আগে ৩৬টি সেঞ্চুরি করেছেন। কিন্তু ৩৭তম সেঞ্চুরিটি পাওয়ার জন্য এক রাত ১ রানের অপেক্ষায় থাকতে হওয়ায় এভাবেই স্নায়ুচাপে ভুগছিলেন রুট।
তাঁর অপেক্ষার অবসানটা ভালোভাবেই হয়েছে। মুখোমুখি হওয়া দিনের প্রথম বলেই যশপ্রীত বুমরাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন। এরপর ফিল্ডিংয়ে নেমেও একটি রেকর্ড গড়েছেন। বেন স্টোকসের বলে করুন নায়ারের ক্যাচটি নিয়েই রেকর্ড বইয়ের একটি পাতা থেকে সরিয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে। এটি ছিল রুটের টেস্ট ক্যারিয়ারের ২১১তম ক্যাচ। দ্রাবিড়ের ২১০ ক্যাচের রেকর্ড ভেঙে টেস্টে রুটই এখন সর্বোচ্চ ক্যাচ নেওয়া ফিল্ডার।
রুটের এমন কীর্তির পরও দিনটি পুরোপুরি ইংল্যান্ডের নয়। আগের দিনের ৪ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড আজ অলআউট হয়েছে ৩৮৭ রানে। রুটের সেঞ্চুরির সঙ্গে এতে অবদান আছে জেমি স্মিথ ও নয় নম্বরে নামা ব্রাইডন কার্সের। দুজনেই করেছেন ফিফটি। স্মিথ ৫১ ও কার্স ৫৬ রান করেছেন। অষ্টম উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ৮৪ রান।
ইংল্যান্ডকে চার শর নিচে অলআউট করতে দারুণ বোলিং করেছেন বুমরা। ভারতের ফাস্ট বোলার লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ৭৪ রানে ৫ উইকেট নিয়ে। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ইনিংসে ১৫তম বারের মতো ৫ উইকেট শিকার।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের পর ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানেই যশস্বী জয়সোয়ালকে হারায় ভারত। করুন নায়ার ফেরেন দলের ৭৪ রানে আর অধিনায়ক গিল ১০৭ রানে।
তবে লড়াই চালিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। ১১৩ বলে ৫ চারে ৫৩ রান করে উইকেটে আছেন তিনি। তাঁর সঙ্গী ঋষভ পন্তের রান ১৯। ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ভারত পিছিয়ে আছে ২৪২ রানে।
সাড়ে চার বছর পর টেস্ট খেলতে নেমে নিজের তৃতীয় বলেই উইকেট পেয়েছেন জফরা আর্চার। বারবাডোজে জন্ম নেওয়া ইংলিশ ফাস্ট বোলার আউট করেছেন জয়সোয়ালকে।