পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রানের পুঁজি নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে কি বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। কিন্তু লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে চলমান এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ পায়নি নিগার সুলতানার দল। ৫০ ওভার খেলেও ৯ উইকেটে ১৭৮ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
বাছাইপর্বে এর আগে নিজেদের চার ম্যাচের তিনটিতে আগে ব্যাট করে দুই শ–ঊর্ধ্ব সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৬ তুলে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় সংগ্রহের রেকর্ডও গড়েছে নিগারের দল। কিন্তু আজ ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেননি মেয়েরা। পাঁচে নামা রিতু মনির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৬ বলে ৪৮ রানের ইনিংস। ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬.৪ ওভারের মধ্যে ২১ রানে প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা (৭ বলে ০) ও দিলারা আক্তার (১৩) ৫.১ ওভারের মধ্যে দলীয় ১৯ রানে ফিরে যান। ইনফর্ম অধিনায়ক নিগার পরের ওভারে ব্যক্তিগত ১ রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে রিতু ও শারমিনের ৪৪ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ।
ব্যক্তিগত ২৪ রানে শারমিন ১৮তম ওভারের শেষ বলে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৫। নাহিদাকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৪ রানের আরও একটি জুটি উপহার দেন রিতু মনি। ৩২তম ওভারে নাহিদা ব্যক্তিগত ১৯ রানে আউট হওয়ার প্রায় সাত ওভার পর রিতুও আউট হন। শেষ দিকে ফাহিমা ও জান্নাতুলের ১৬ রানের জুটি এবং শেষ উইকেট জুটিতে মারুফাকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়েন ফাহিমা।
অল্প এই পুঁজি নিয়েও পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগারদের। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে হারলেও বিশ্বকাপের মূল পর্বে ওঠার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আজ বেলা ৩টায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচে। এ ম্যাচে থাইল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজ ছিটকে যাবে, বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ। তবে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারায়, তাহলে সমীকরণ ভিন্ন।
তখন নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, আজ শেষ দিনে বাংলাদেশকে টপকে যেতে পয়েন্ট সমান করার পর জয়ের ব্যবধানও বড় রাখতে হবে ক্যারিবিয়ান মেয়েদের।
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ (+১.০৩৩)। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ওয়েস্ট ইন্ডিজ (–০.২৮৩)। বাছাইপর্বে মোট ছয়টি দলের ম্যাচ ৫টি করে। বিশ্বকাপে মূল পর্বের টিকিট পাবে দুটি দল। নিজেদের প্রথম ৪টি ম্যাচ জিতে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে পাকিস্তান, ছিটকে পড়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। দ্বিতীয় টিকিট পাওয়ার লড়াইটি এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ১৭৮/৯ (রিতু ৪৮, ফাহিমা ৪৪*, শারমিন ২৪, নাহিদা ১৯, দিলারা ১৩, মারুফা ৫* ; সাদিয়া ৩/২৮, ফাতিমা ২/৪৫, ডায়না ২/৪৫)।