এবার দিল্লির মাঠে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন তো

ম্যাচসেরার পুরস্কার হাতে মোস্তাফিজএক্স/চেন্নাই সুপার কিংস

মোস্তাফিজুর রহমান নিজের কাজটা করেছেন। চেন্নাই সুপার কিংসের খেলা নিজের প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। তবে আইপিএলে পারফর্ম করেও দলের সমন্বয় আর কন্ডিশনের কারণে বাদ পড়ার নজির আছে অনেক খেলোয়াড়ের। মোস্তাফিজের বেলায় আজ কি তেমন কিছু ঘটলেও ঘটতে পারে?

চেন্নাই তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের উইকেটে বল গ্রিপ করে। মোস্তাফিজের বোলিংয়ের জন্য যেটাকে অনেকেই বলেন আদর্শ উইকেট। আজ চেন্নাই তাদের তৃতীয় ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচটি হবে দিল্লির মাঠ বিশাখাপট্টনমে। এখানেও চেন্নাই কি মোস্তাফিজের ওপর ভরসা রাখবে?

প্রশ্নটা উঠছে। কারণ, দিল্লির উইকেটের চরিত্র চেন্নাইয়ের চেয়ে কিছুটা ভিন্ন। চেন্নাইয়ের উইকেট মোস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। গতকাল বিকেলে চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস আছে। পেসারদের জন্য শুরুতে থাকবে সুইংও। ভাইজাগে সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও।

বেগুনি টুপি পেয়ে কৃতজ্ঞ মোস্তাফিজ
ইনস্টাগ্রাম

এ ছাড়া দিল্লির বেশ কয়েকজন মূল ব্যাটসম্যানই বাঁহাতি—যেমন ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্ত, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল। তাই চেন্নাই একাদশে মঈন আলীর মতো কোনো অফ স্পিনারকে প্রয়োজনীয় মনে করতে পারে। মঈন দিল্লির বিপক্ষে ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.১৮। তবে দিন শেষে সমীকরণের মারপ্যাঁচ এড়িয়ে চেন্নাই ম্যানেজমেন্ট ফর্মের দিকেই যেতে পারে। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের নামটাই সবার আগে লেখার কথা! আর চেন্নাই তো অতি পরিবর্তনেও বিশ্বাসী নয়।

আরও পড়ুন

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে ম্যাচ প্রিভিউতে বলেছেন, চেন্নাইয়ের একাদশে তিনি পরিবর্তন দেখছেন না। চেন্নাই আগের দুই ম্যাচের কৌশলেই খেলবে। আকাশের ‘প্লেয়ার টু ওয়াচ’–এর তালিকাতেও আছেন মোস্তাফিজ।
দিল্লির বিপক্ষে আইপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৬টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.২১। বোঝাই যাচ্ছে, দিল্লির ব্যাটসম্যানরা মোস্তাফিজের বিপক্ষে হাত খুলে খুব একটা খেলতে পারেননি।

আরও পড়ুন