টেস্টে রিজার্ভ ডে চালু করা নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে ইসিবি

অ্যাশেজ জেতা হচ্ছে না বেন স্টোকসের ইংল্যান্ডেরএএফপি

ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিততে না পারার দুঃখ ভালোই পোড়াচ্ছে ইংল্যান্ডকে। অ্যাশেজের চতুর্থ টেস্টে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বেন স্টোকসরা। কিন্তু বৃষ্টির কারণে শেষ দিনের খেলা পণ্ড হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। নাগালে থাকা জয় এভাবে হাতছাড়া হওয়ায় অ্যাশেজ জেতার সুযোগও শেষ হয়ে গেছে ইংল্যান্ডের।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মনে হচ্ছে ভবিষ্যতেও যাতে একই দুর্ভোগে না পড়তে হয়, তাই এখনই উদ্যোগ নেওয়া দরকার। আবহাওয়ার ওপর যেহেতু নিয়ন্ত্রণের সুযোগ নেই, টেস্ট খেলার সূচিতেই পরিবর্তন চায় ইসিবি। এ জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

আরও পড়ুন

গত সপ্তাহে শেষ হওয়া ম্যানচেস্টার টেস্টের শেষ দুটি দিনে ছিল বৃষ্টির হানা। চতুর্থ দিনে ৩০ ওভার খেলা চালানো সম্ভব হলেও পঞ্চম দিনে মাঠে নামারই সুযোগ পাননি ক্রিকেটাররা। খেলা বন্ধের আগপর্যন্ত অস্ট্রেলিয়ার চেয়ে ৬১ রানে এগিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলায় স্টোকসরা ইনিংস ব্যবধানে অথবা রান তাড়ায় জেতার সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিলেন।

বৃষ্টির কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হওয়ায় টেস্ট ক্রিকেটে রিজার্ভ ডে রাখার আলোচনা আবার গতি পেয়েছে। আজ বিবিসি রেডিও৪-এর অনুষ্ঠানে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয় ইসিবি–প্রধানকে। জবাবে থম্পসন বলেন, ‘এ নিয়ে বিতর্ক হওয়া দরকার। আমি তো আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নিশ্চিতভাবেই কথা বলব, শুধু এটা বোঝাতে যে টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। ক্রিকেটের এই সংস্করণকে আমরা এগিয়ে নিচ্ছি, বর্তমানে যেভাবে চলছে, সেটা পুনরাবিষ্কার করেছি। এখন টেস্ট ক্রিকেট নিয়ে উত্তেজনা বেড়েছে, আগ্রহ বেড়েছে।’

বৃষ্টির কারণে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড
এএফপি

ইসিবি–প্রধানের মতে, টেস্ট ক্রিকেটে বৃষ্টির ক্ষেত্রে বাড়তি দিন অথবা সূচি নিয়ে ভাবার দরকার, ‘এটা (রিজার্ভ ডে) বৃহৎ আলোচনার অংশ। এ ধরনের (ম্যানচেস্টার টেস্ট) অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে সূচির আরও নমনীয়তা নিশ্চিত করতে হবে। তবে এর জন্য আমাদের আলোচনায় বসা দরকার।’

আরও পড়ুন

বৃষ্টির কারণে খেলা না হলে টিকিট কাটা দর্শকেরাও বঞ্চিত হন উল্লেখ করে ইসিবির চেয়ারম্যান থম্পসন সব টেস্টেই রিজার্ভ ডে রাখার পক্ষে যুক্তি দিয়েছেন, ‘আমরা বিনোদনমূলক ব্যবসায় কাজ করি। মানুষকে আনন্দ দেওয়া আমাদের লক্ষ্য। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রাখাটা ভালো আইডিয়া। তবে সেটা প্রতিটি টেস্টেই রাখা দরকার।’