রান তাড়ায় ফখর জামানই যেখানে সবার ওপরে

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৮০ রানে অপরাজিত থেকেছেন ফখর জামানএএফপি

বাবর আজমের চোখে এটিই ফখর জামানের সেরা ইনিংস।

৩৩ বছর বয়সী ফখর এমন বড় ইনিংস এই প্রথম খেলেননি। প্রায় ৫২ বছরের ওয়ানডে ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের তালিকাটা খুব ছোট—মাত্র ৮ জন। সেই তালিকায় ফখর জামানের নাম আছে। আছে অপরাজিত ১৯৩ রানের একটা ইনিংসও।

তবু শনিবার রাতে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফখরের অপরাজিত ১৮০ রানের ইনিংসটিকেই কেন এগিয়ে রাখছেন পাকিস্তানের অধিনায়ক?

সেই ব্যাখ্যা কিছুটা পাওয়া যায় ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বাবর আজমের মন্তব্য থেকেই, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাচের পরিস্থিতি পড়তে পারা, সে অনুযায়ী রানরেটটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। (৩৩৬ রান তাড়ায়) ফখর ইনিংসটাকে সুন্দরভাবে তৈরি করেছে। ওভারপ্রতি ৭ রান তোলার চেষ্টা করে গেছে। সে যেভাবে খেলেছে, দেখে আমি অবাক হয়েছি। আমার চোখে এটিই ফখরের ক্যারিয়ার-সেরা ইনিংস।’

ওয়ানডেতে ফখরের ১৮০ বা তার বেশি রানের ইনিংস ৩টি
এএফপি

নিউজিল্যান্ডের তিন শর বেশি রানের লক্ষ্যটা যে পাকিস্তান ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে টপকে গেল, তা ফখরের ১৪৪ বলে অপরাজিত ১৮০ রানের ইনিংসটির কারণেই। ১৭ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটির সুবাদে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান, আর ফখর জামান উঠে গেছেন রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ের এমন উচ্চতায়, যেখানে আর কেউ নেই।

পরশু রাতে ফখরের কীর্তিসহ হিসাব করলে ওয়ানডেতে ১৮০ বা এর চেয়ে বেশি রানের ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ২৯। এর মধ্যে সর্বোচ্চ তিনটি করে ইনিংস আছে তিনজনের। ভারতের রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের সঙ্গে নতুন যোগ হয়েছেন ফখর জামান। দুটি করে ইনিংস আছে শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডসের।

ফখর জামানের ওয়ানডে সেঞ্চুরি এখন ১০টি
এএফপি

রোহিতের তিনটি ১৮০-ঊর্ধ্ব ইনিংসের সবই ডাবল সেঞ্চুরি। এখন পর্যন্ত একাধিক ডাবল সেঞ্চুরির একমাত্র কীর্তিও ভারত অধিনায়কেরই। গাপটিলের ইনিংস তিনটির মধ্যে ডাবল একটি, ফখরেরও তা-ই।

তবে একটা জায়গায় রোহিত, গাপটিল, শচীন, রিচার্ডস—সবাইকে ছাড়িয়ে গেছেন ফখর। কোথায়?

রান তাড়া করতে নেমে ১৮০ বা এর চেয়ে বেশি রানের ২টি ইনিংস খেলায়। ১৮০ থেকে যদি একটু নেমেও আসেন, রান তাড়ায় ১৭৫‍-এর বেশি রানের ইনিংসও কারও দুটি নেই।

রোহিতের তিন ডাবল সেঞ্চুরির তিনটিই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে। গাপটিলের তিন ইনিংসের মধ্যে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ ও ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রানের ইনিংস দুটি প্রথমে ব্যাটিং করে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ১৮০ রানের অপরাজিত ইনিংসটিই শুধু রান তাড়ায়। সেদিন সেডন পার্কে প্রোটিয়াদের ২৭৯ রান তাড়া করতে নেমেছিল নিউজিল্যান্ড। এ ছাড়া টেন্ডুলকার ও ভিভ রিচার্ডসের ১৮০-ঊর্ধ্ব দুটি ইনিংসই ম্যাচের প্রথমে ব্যাটিং করে।

ফখরের সর্বোচ্চ রানের ইনিংসটিও আগে ব্যাট করে। ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে করেছিলেন ২১০ রান। ১৮০ আর এর বেশি রানের বাকি দুটি ইনিংসই রান তাড়ায়। ২০২১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১৫৫ বলে ১৯৩ রানের ইনিংস। সেদিন পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য ছিল ৩৪২ রান। রান তাড়ায় ২০৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান ফখরের জন্যই ৩২৪ পর্যন্ত যেতে পেরেছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে জিতিয়ে ফিরতে পারেননি। এবার পিন্ডিতে আর সেই আক্ষেপ রাখলেন না। ৪৯তম ওভারে জয় নিয়েই মাঠ ছাড়লেন। নিজেকেও নিয়ে গেলেন রান তাড়ার ব্যাটিংয়ে অন্য উচ্চতায়।