আইপিএল: স্টার্ক পান ২৪ কোটি, রিংকু ৫৫ লাখেই সন্তুষ্ট

আইপি্এল শিরোপা হাতে রিংকু সিংইনস্টাগ্রাম

টি-টোয়েন্টিতে রিংকু সিং কী করতে পারেন, তা সবারই জানা। গত আইপিএলেই ৫ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। ভারত জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে গত বছরের আগস্টে। মোটামুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ফিনিশার হিসেবেও বিবেচনা করা হয় রিংকুকে। আইপিএল নিলামে তাঁর দাম কত হতে পারে বলুন তো?

আরও পড়ুন

২০২২ আইপিএল নিলামে কলকাতা তাঁকে ৫৫ লাখ রুপিতে দলে ফিরিয়ে এনেছিল। কিন্তু অঙ্কটি যে তাঁর সামর্থ্যের সুবিচার করে না, সেটিও সবার জানা। রিংকুকে এখন আইপিএল নিলামে তোলা হলে ১০ কোটি রুপিতেও হয়তো হবে না! তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হয়তো এর চেয়েও বেশি টাকা খরচ করতে হবে। তবে এবারের আইপিএল শিরোপা জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স অতটা ভালো ছিল না ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের। ১৪ ম্যাচে ১৮.৬৭ গড়ে করেছেন ১৬৮ রান।

আইপিএল নিলাম ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক
এএফপি

কিন্তু রিংকুর সামর্থ্য জানা বলেই গত বছর আগস্টে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট অভিষিক্ত করেছে বিসিসিআই। আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। কেউ কেউ তাঁর মূল স্কোয়াডে না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। টি-টোয়েন্টিতে যেহেতু তাঁকে ভারতের অন্যতম সেরা ফিনিশার হিসেবে দেখা হয়, তাই আইপিএলে তাকিয়ে একটি বিষয়ে খটকা লাগতেই পারে।

কলকাতায় রিংকুরই সতীর্থ অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের আয় ২৪.৭৫ কোটি রুপি। গত নিলামে তাঁকে এই দামে কিনেছে কলকাতা। অথচ রিংকু পান কিনা মাত্র ৫৫ লাখ রুপি!

আরও পড়ুন

রিংকু নিজে এ নিয়ে কি ভাবেন? ভারতের সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’কে রিংকু এ নিয়ে যা বলেছেন, তা শুনলে চমকে যেতে পারেন, ‘৫০-৫৫ লাখ রুপিই অনেক। শুরুতে কখনো ভাবিনি এত আয় করতে পারব। তখন তো ছোট ছিলাম। এমনকি ৫-১০ রুপি পেলেই বর্তে যেতাম। এখন ৫৫ লাখ পাই, যেটা অনেক। সৃষ্টিকর্তা যা দিচ্ছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।’

রিংকু এরপর সোজাসাপ্টাই বলেছেন, ‘আমার এত পাওয়া উচিত ছিল—কখনো এমন ভাবনা ভাবি না। ৫৫ লাখ রুপি নিয়েই আমি অনেক সন্তুষ্ট। যখন এই টাকাটাও ছিল না, তখন টাকার গুরুত্ব বুঝেছি।’

টাকার পিছু ছোটা নিজের লক্ষ্য নয় বলে জানিয়েছেন রিংকু, ‘সত্যিটা হলো (দুনিয়ার) এ সবকিছুই মায়ার বিভ্রম। আপনি সঙ্গে করে কিছু আনেননি। যাওয়ার সময়ও কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাবেন না। সময় কখন পাল্টে যাবে, সেটা আমরা কেউ জানি না। আমি তো মনে করি, যে পথ দিয়ে এসেছি, সেই পথেই চলে যাব। তাই বিনয়ী থাকাই ভালো।’