‘নো–লুক’ শটে রশিদের ছক্কা, ভিডিও ভাইরাল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১২ বলে ২৫ রান করেন রশিদ খানএক্স/এসিবি

ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতে ১২ বলে ৪ বার সীমানার বাইরে বল পাঠিয়ে তুলেছেন ২৫ রান। রশিদ খানের এমন অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে ১০ রানে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে যা ১-১ সমতাও নিয়ে এসেছে।

তবে কাল রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের সবচেয়ে আলোচিত মুহূর্ত সম্ভবত একটি শট। আরও সুনির্দিষ্টভাবে বললে রশিদ খানের একটি ছক্কা। আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির বলে রশিদ যে ছয়টি মেরেছেন বলের দিকে না তাকিয়েই। ক্রিকেটের ভাষায় ‘নো-লুক শট’।

ঘটনা আফগানিস্তানের ব্যাটিংয়ের ১৮তম ওভারের শেষ বলের। ম্যাকার্থি লো ফুলটস করেছিলেন মিডল-লেগ স্টাম্পে। রশিদ কোনো দিকে না নড়ে, বলের দিকে না তাকিয়ে শুধু ব্যাটটাকে সুইপের জন্য পেতে দেন। বল চলে যায় ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে। বল কোন দিকে গেল, কোথায় পড়ল, দেখার জন্য মুখই ঘোরাননি রশিদ। গ্যালারি থেকে দর্শকদের উল্লাসই তাঁকে বলে দিচ্ছিল বলের গন্তব্য। জায়গায় দাঁড়িয়ে না তাকিয়ে খেলা ‘নো-লুক শট’টিতে ফুটে ওঠে রশিদের প্রবল আত্মবিশ্বাস।

শট খেলার ধরন আর শটের পর রশিদের ‘এ আর এমন কি’ মনোভাবের দৃশ্যটিতে মজা পেয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাই রীতিমতো ভাইরাল রশিদ খানের ‘নো-লুক শট’-এর ছক্কার ভিডিও। ক্রিকেট দর্শক-সমর্থকেরা তো বটেই, রশিদের শটের ভিডিও শেয়ার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ইএসপিএন ক্রিকইনফো, ক্রিকবাজ, ক্রিকেটডটকমসহ প্রাতিষ্ঠানিক এক্স হ্যান্ডলগুলোও।

আরও পড়ুন

আফগান ক্রিকেট বোর্ড রশিদের ‘নো-লুক শটে’র ক্যাপশনে লিখেছে, ‘রশিদ খান রশিদ খানই। এমন কিছু আমরা আগেও দেখেছি।’ রশিদ খান এর আগে এ ধরনের শট খেলেছিলেন ২০২২ পিএসএলে সালমান ইরশাদ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মিচেল স্টার্কের বলে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল রাতের শটটিই ছিল সবচেয়ে দাপুটে।

আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি হবে আজই।

আরও পড়ুন