ভারতের জয়ের পর শোয়েব আখতারের টুইটের জবাব দিলেন টেন্ডুলকার

এক ফ্রেমে শচীন টেন্ডুলকার ও শোয়েব আখতারছবি: এএফপি

শোয়েব আখতার টুইটটি করেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচের আগে। সেই টুইটে তিনি খোঁচা দিয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। তাঁর জবাবে টেন্ডুলকার চুপ করেই ছিলেন। কিন্তু খোঁচাটা যে তিনি সেভাবে হজম করতে পারেননি, তা বোঝা গেছে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তানকে হারানোর পর শোয়েব আখতারের টুইটের জবাব দিয়েছেন টেন্ডুলকার। সেই জবাবে ছিল পাল্টা খোঁচা।

ম্যাচের আগে দুই দলের সাবেকরাই জড়িয়ে পড়েছিলেন কথার লড়াইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যেই পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার টুইট করেছিলেন টেন্ডুলকারকে নিয়ে।

আরও পড়ুন

ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন টেন্ডুলকারকে আউট করার একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার লিখেছিলেন, ‘তোমরা যদি আগামীকাল এমন কিছু করতে চাও, ঠান্ডা থাকো।’ শোয়েবের এই টুইট ভালোভাবে নেয়নি ভারতের ক্রিকেটপ্রেমীরা। শোয়েবকে নিয়ে হাসিঠাট্টাও করেছে অনেকে। কিন্তু টেন্ডুলকার ছিলেন নিশ্চুপ।

টেন্ডুলকার সরব হয়েছেন কাল ম্যাচ শেষে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ভারতের সাবেক ব্যাটসম্যান শোয়েব আখতারের টুইটটি শেয়ার করে লিখেছেন, ‘বন্ধু আমার, আমি তোমার পরামর্শটা মেনেছি এবং সবকিছু ঠান্ডা রেখেছি।’

শোয়েব আখতার অবশ্য এরপর আবার টুইট করে টেন্ডুলকারকে ঠাণ্ডা করার চেষ্টা করেন, ‘বন্ধু, তুমি সর্বকালের সেরা খেলোয়াড় এবং এই খেলাটির সবচেয়ে বড় দূত। আমাদের বন্ধুত্বপূর্ণ (কথার) লড়াই এটা বদলাতে পারবে না।’ টেন্ডুলকার শোয়েবের এই টুইটেরও উত্তর দিয়েছেন, ‘তুমি আর তোমার পরিবারের জন্য আমার শুভেচ্ছা।’

আরও পড়ুন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাবর আজমের ৫৮ বলে ৫০ ও মোহাম্মদ রিজওয়ানের ৬৯ বলে ৪৯ রানের ইনিংসের পরও ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান।

রোহিত শর্মার ৬৩ বলে ৮৬ রানের ইনিংসে এই রান ৩০.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ভারত। এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৮টিতেই হারল পাকিস্তান।

আরও পড়ুন