মোস্তাফিজকে হারিয়ে হতাশ চেন্নাই কোচ ফ্লেমিং

মোস্তাফিজুর এবারের আইপিএলে গতকাল নিজের শেষ ম্যাচটা খেলেছেনবিসিসিআই

বোলিং বিভাগ নিয়ে সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস। দলে আছে চোটের সমস্যা, সঙ্গে মোস্তাফিজুর রহমানের আইপিএল অভিযানও শেষ। সব মিলিয়ে চেন্নাইয়ের বোলিং বিভাগের অবস্থা তেমন ভালো নয়। দারুণ পারফর্ম করতে থাকা মোস্তাফিজ এবারের আইপিএলে গতকাল নিজের শেষ ম্যাচটা খেলার পর হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

আরও পড়ুন

আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হেরেছে চেন্নাই। এ ম্যাচে মাত্র দুটি বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই পেসার দীপক চাহার। চলতি মৌসুমে এর আগেও চোটের কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। চোটের কারণে পেসার মাতিশা পাতিরানাকেও এ ম্যাচে পায়নি চেন্নাই। আর ফ্লুতে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে মাঠেই যাননি আরেক পেসার তুষার দেশপান্ডে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কাজে দ্রুতই শ্রীলঙ্কায় ফিরবেন পাতিরানা ও স্পিনার মহীশ তিকশানা। শ্রীলঙ্কার এই দুই বোলারকে অবশ্য রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে পাওয়ার আশা করছে চেন্নাই। যদিও সেটা এখনো নিশ্চিত নয়। আর গতকালের ম্যাচ দিয়েই চেন্নাইয়ের হয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অভিযানের সমাপ্তি ঘটেছে।

সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং
আইপিএল

শেষ ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে ২২ রান দেওয়ার পাশাপাশি একটি মেডেন পেয়েছেন মোস্তাফিজ। দেশে ফিরে তিনি যোগ দেবেন বাংলাদেশ দলে। আগামীকাল থেকে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্রাম নিয়ে এই সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামার কথা মোস্তাফিজের।

আরও পড়ুন

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ চেন্নাই। লিগ পর্বে আরও ৪ ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজি দলটি। এর মধ্যে যেকোনো কিছুই ঘটতে পারে। পাঞ্জাবের কাছে হারের পর চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং দলের বোলিং বিভাগের সমস্যাটা তুলে ধরেন, ‘শ্রীলঙ্কান ছেলেরা ভিসার জন্য (দেশে) ফিরবে। আশা করি তাদের কাজটা দ্রুত শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের পাব। (পাঞ্জাবের বিপক্ষে গতকাল খেলা) রিচার্ড গ্লেসন ভালো করেছে এবং ব্যাপারটা ইতিবাচক। মোস্তাফিজকে হারানোটা হতাশার। (বোলিং বিভাগে) আসলে অনেক কিছুই ঘটছে।’

চাহারের চোট নিয়ে ফ্লেমিং বলেছেন, ‘দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে ভালো নেই। ফিজিওদের কাছ থেকে আমি তাই ইতিবাচক খবর পাওয়ার অপেক্ষায় আছি।’

৩৬ বছর বয়সী ইংলিশ পেসার গ্লেসন গতকাল অভিষেকে ভালোই করেছেন। চেন্নাইয়ের নেওয়া ৩টি উইকেটের একটি তাঁর। বলও সুইং করিয়েছেন দুই দিকেই। তবে গ্লেসন এবং পাতিরানা ছাড়া চেন্নাইয়ের স্কোয়াডে বিদেশি কোনো বিশেষজ্ঞ পেসার নেই।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাহান ইএসপিএনক্রিকইনফোর ‘টাইম আউট’ শো-তে বলেছেন, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বাঁহাতি ফিঙ্গার স্পিনার মিচেল স্যান্টনারকে ব্যবহার করতে পারে চেন্নাই, ‘মোস্তাফিজুর নেই। পাতিরানাও যদি এক ম্যাচের বেশি বাইরে থাকে তাহলে আমি পাঞ্জাবের বিপক্ষে মিচেল স্যান্টনারকে খেলাতাম। কারণ, তাকে পাওয়ার প্লেতে জনি বেয়ারস্টো এবং প্রবসিমরানের বিপক্ষে বল করানো যাবে। আর যদি রাইলি রুশোকে আউট করা যায়, তাহলে মাঝের ওভারগুলোয় সে ভালোও করবে।’