প্রথম সেশনেই ম্যাচ শেষ করার চেষ্টা করবে বাংলাদেশ, বললেন হাসান মাহমুদ
রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে বাংলাদেশ। জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আগামীকাল পঞ্চম ও শেষ দিনে চাই আরও ১৪৩ রান। বাংলাদেশ অবশ্য চেয়েছিল আজকেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে। দুই ওপেনারের শুরুটাও ছিল তেমন।
আজ সাদমান ইসলাম একপ্রান্ত আগলে খেললেও জাকির হাসান ছিলেন আগ্রাসী। ২৩ বলে ২ চার ও ২ ছয়ে করেন ৩১ রান। আর ৭ ওভার শেষে বাংলাদেশ করে ৪২ রান। রান তোলার এ গতিই বলে দিচ্ছে, বাংলাদেশের লক্ষ্য ছিল চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার।
ম্যাচ শেষে একই কথা বলেছেন পেসার হাসান মাহমুদও। তবে আজ বৃষ্টির কারণে না পারলেও আগামীকাল প্রথম সেশনেই ম্যাচ শেষ করার ইচ্ছের কথা জানিয়েছেন এই পেসার। তবে বাংলাদেশের এই চাওয়ার সামনে আবার বাধা হয়ে দাঁড়াতে পারে বজ্রবৃষ্টি। এমন সম্ভাবনার কথা বলছে আবহাওয়া পূর্বাভাস। তবে প্রকৃতি যদি বিরূপ না হয়, ম্যাচটা আগেভাগে শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
আজ সংবাদ সম্মেলনে হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, যে রান বাকি, তাতে জিততে কত ওভার লাগতে পারে? জবাবে আগামীকালের লক্ষ্য নিয়ে এই পেসার বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে শেষ করা যায়।’
আজ বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হয়েছে, তাঁরা বৃষ্টি-ভাবনা মাথায় রেখেই ব্যাটিং করছেন। হাসান অবশ্য এ প্রসঙ্গে ভিন্ন কথা বললেন, ‘আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে। বাজে বলকে আক্রমণ করেছে এবং সেভাবেই প্রতিটি বলকে তারা খেলতে চেয়েছে।’