আইপিএল নিলামের ড্রাফটে নেই সাকিব–লিটন

সাকিব–লিটন আইপিএলের ড্রাফটে নেইছবি: শামসুল হক

সাকিব আল হাসান ও লিটন দাস—দুই বাংলাদেশি ক্রিকেটারকেই আইপিএলের পরের মৌসুমের আগে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার বাংলাদেশের এই দুই ক্রিকেটার নেই আইপিএলের ড্রাফটেও। সাকিব-লিটন না থাকলেও দুই কোটি রুপি ভিত্তিমূল্যের পুলে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁকেও ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল ড্রাফটে মোস্তাফিজসহ আছেন বাংলাদেশের ছয়জন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে যাঁরা আছেন—মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ ও তাসকিন আহমেদ। তাঁদের মধ্যে সর্বোচ্চ মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। এবারই প্রথমবার আইপিএল নিলাম হতে যাচ্ছে ভারতের বাইরে।

আইপিএল নিলামের অংশ হওয়ার জন্য বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। যেখানে আইসিসির সহযোগী সদস্যদেশের ৪৫ জন ক্রিকেটার আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি, এমন ক্রিকেটার আছেন ৯০৯ জন, যার মধ্যে ৮১২ জনই ভারতের। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন ক্রিকেটার এই তালিকায় আছেন ১৮ জন।

বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা ট্রাভিস হেড আছেন আইপিএল নিলামের ড্রাফটে
রয়টার্স

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেডসহ সাতজন ক্রিকেটার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির পুলে। নিলামে ২৫ ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। সব মিলিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবেন। যাঁদের মধ্যে ৩০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।

আরও পড়ুন