হ্যাটট্রিকবঞ্চিত করার দণ্ডি দিতে অক্ষরকে ডিনার করাবেন রোহিত
ক্রিকেটে হ্যাটট্রিকের সুযোগ কোনো বোলারের প্রতি ম্যাচে আসে না। টানা তিন বলে তিন উইকেট, বিষয়টি এত সহজ তো আর নয়! তাই তো কোনো বোলার যখন টানা দুই বলে দুই উইকেট পান, হ্যাটট্রিক বলের আগে ফিল্ডিংটা নতুন করে সাজিয়ে নেন। চেষ্টা করেন ভালো করে এবং কাছাকাছি বাড়তি ফিল্ডার রেখে উইকেটে আসা নতুন ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিক তুলে নিতে।
এমন সুযোগ আজ এসেছিল অক্ষর প্যাটেলের সামনে। ভারতের স্পিনার টানা দুই বলে বাংলাদেশের তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। যথারীতি পরের বলে স্লিপে ও উইকেটের আশপাশে ফিল্ডার বাড়ান অধিনায়ক রোহিত শর্মা।
উইকেটে নতুন আসা বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী চাপেও পড়েছিলেন। ইনিংসের নবম ওভারে অক্ষরের করা বলটিতে স্লিপে ক্যাচও তোলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু হায়! ক্যাচটি নিতে পারেননি ভারতের অধিনায়ক রোহিতই। কাকে কী বলবেন অক্ষর! অধিনায়কই যে ক্যাচ মিস করেছেন!
হ্যাটট্রিক না পেয়ে নিশ্চয়ই হতাশ হয়েছেন অক্ষর। হতাশ হয়েছেন রোহিতও, সেটা তখনই বোঝা গেছে। ক্যাচ মিস করে কয়েকবার মাটিতে হাত দিয়ে চাপড় মারেন হতাশায়। ম্যাচ শেষে পুরস্কার অনুষ্ঠানে প্রশ্নটি তাঁকে করেছেন উপস্থাপক হার্শা ভোগলে।
ক্যাচ ছাড়া নিয়ে রোহিত বলেছেন, ‘আমি তাকে (অক্ষর প্যাটেল) আগামীকাল ডিনার করাব।’ এরপর যোগ করেন, ‘এটা সহজ ক্যাচ ছিল। স্লিপে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আমি যে মানদণ্ড দাঁড় করিয়েছি, ক্যাচটি আমার নেওয়া উচিত ছিল; কিন্তু এমনটা তো হয়ই।’
২০২৩ সাল থেকে ওয়ানডেতে তাঁর কাছে যাওয়া ২২টি ক্যাচের মধ্যে এই নিয়ে ১০টিই ধরতে ব্যর্থ হয়েছেন রোহিত। এই সময়ে ওয়ানডে যেসব ফিল্ডারদের কাছে অন্তত ২০টি ক্যাচ গেছে, তাঁদের মধ্যে রোহিতের পরিসংখ্যানই সবচেয়ে বাজে।