টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সোবার্সকে ছাড়িয়ে ব্রাফেটের রেকর্ড

প্রথম টেস্টের টসের ছবিবিসিবি

আবারও টসে জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তবে ফিল্ডিং নয়, এবার ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন, জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে ঢুকেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই।

খেলা শুরু হবে রাত ২টায়।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ, জেইডেন সিলস

৮৬
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়লেন ক্রেইগ ব্রাফেট। টানা ৮৬তম ম্যাচ খেলতে নেমে কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে পেছনে ফেললেন ব্রাফেট।

ব্রাফেটের টেস্ট অভিষেক ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে কিংস্টন টেস্টটা সেই ব্রাফেটের ৯৬তম ম্যাচ। ২০১৪ সালের ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটি টেস্টও মিস করেননি ব্রাফেট। এর আগে ক্যারিয়ারের প্রথম তিন বছরে ওয়েস্ট ইন্ডিজের সাতটি টেস্টে সুযোগ হয়নি তাঁর।

টানা ৮৬তম টেস্ট খেলছেন ক্রেইগ ব্রাফেট
রয়টার্স

সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স টানা ৮৫ টেস্ট খেলেন ১৯৫৫ থেকে ১৯৭২ সালের মধ্যে। টেস্টে ৫৭.৭৮ গড়ে ৮০৩২ রান করার পাশাপাশি ২৩৫ উইকেট নেওয়া সোবার্স সব মিলিয়ে খেলেছেন ৯৩ টেস্ট।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা টেস্ট খেলায় সোবার্স ও ব্রাফেটের পরে আছেন ডেসমন্ড হেইন্স (৭২), ব্রায়ান লারা (৬৪), রোহান কানহাই (৬১) ও ভিভ রিচার্ডসের (৬১) মতো কিংবদন্তিরা।

ইংল্যান্ডের হয়ে টানা ১৫৯টি টেস্ট খেলে বিশ্ব রেকর্ডের মালিক অ্যালিস্টার কুক
ইসিবি

দেশের হয়ে টানা টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটা অ্যালিস্টার কুকের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ১৬১ টেস্টের ক্যারিয়ারে ১৫৯টি টেস্টই খেলেছেন টানা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের (১৫৩ ম্যাচ) রেকর্ড ভেঙেছিলেন কুক।

এ ছাড়া টানা ১০০-র বেশি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ (১০৭), ভারতের সুনীল গাভাস্কার (১০৬), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০১) ও অস্ট্রেলিয়ার নাথান লায়ন (১০০)।

আরও পড়ুন