অস্ট্রেলিয়াকে নামিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারতবি: বিসিসিআই

আইসিসির বার্ষিক টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠেছে ভারত। ১৫ মাস ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখার পর সিংহাসন হারাল অস্ট্রেলিয়া। আজ প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া।

২০২০ সালের মে মাস থেকে গত বছর মে মাসের আগপর্যন্ত যেসব সিরিজ অনুষ্ঠিত হয়েছে, সেসব সিরিজের ফল ৫০ শতাংশ এবং গত বছর জুন থেকে এ পর্যন্ত শেষ হওয়া সব সিরিজের ফল ১০০ শতাংশ বিবেচনায় নিয়ে এই র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি।

আরও পড়ুন

টেস্টে ভারত–অস্ট্রেলিয়ার লড়াই অনেক বছর ধরেই ক্রিকেট সমর্থকদের পছন্দের দ্বৈরথ। টেস্ট র‌্যাঙ্কিং তালিকায়ও জমেছে দুটি দলের লড়াই। আর তা তৈরি করে দিয়েছে দারুণ এক মঞ্চও। ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেখানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ভারতকে দেখে নিশ্চয়ই লড়াইয়ের আলাদা তাগিদ পাবেন স্টিভ স্মিথ–মারনাস লাবুশেনরা।

গ্রাফিকস: প্রথম আলো

র‌্যাঙ্কিং প্রকাশের আগে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে ছিল ভারত। ২০১৯–২০ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় এই র‌্যাঙ্কিং তালিকায় কোনো কাজে আসেনি। তবে ২০২১–২২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৪–০ ব্যবধানে জয়ের ফল ৫০ শতাংশ কাজে লেগেছে অস্ট্রেলিয়ার। একইভাবে ২০২০ সালের মার্চে নিউজিল্যান্ডের কাছে ভারতের ২–০ ব্যবধানের হার দলীয় র‌্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেনি। কারণ, ২০২০ সালের মে মাস থেকে সিরিজের ফল বিবেচনা করা হয়েছে।

ভারত এর আগে সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে প্রায় এক মাস টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। আর অস্ট্রেলিয়া ২০২২ সালের জানুয়ারি থেকে আজকের হালনাগাদ র‌্যাঙ্কিং তালিকা প্রকাশের আগপর্যন্ত শীর্ষে ছিল। ইংল্যান্ডকে গত বছর জানুয়ারিতে অ্যাশেজ টেস্ট সিরিজে হারিয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছিল প্যাট কামিন্সের দল। তার প্রায় এক মাস আগে শীর্ষে ছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরে শীর্ষ স্থান খুইয়েছিল ভারত।

আরও পড়ুন
আরও পড়ুন

১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে অন্য দলগুলোর অবস্থানেরও নড়চড় হয়নি। দশম স্থানে থাকা জিম্বাবুয়ে ৫ রেটিং পয়েন্ট অর্জন করেছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান পর্যাপ্ত টেস্ট না খেলায় র‌্যাঙ্কিংয়ে জায়গা পায়নি।

আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষ স্থান আরও শক্ত করেছে ভারত। ২৬৭ রেটিং পয়েন্ট পাওয়া ভারত দুইয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে আগের ৬ পয়েন্টের ব্যবধানে ৮–এ উন্নীত করেছে। পাকিস্তানকে চারে নামিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাঁচে দক্ষিণ আফ্রিকা। হংকং ও যুক্তরাষ্ট্র দলগুলোর এই টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে। দুই দলই তিন ধাপ করে লাফ দিয়েছে—হংকং উঠে এসেছে ১৮তম স্থানে এবং ২২তম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

চলতি পাকিস্তান–নিউজিল্যান্ড সিরিজ শেষে ১০ মে দলগুলোর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে।