লিটনের আরেকটি শূন্য, ২০২৪ সালে ‘হ্যাটট্রিক’
ছবিটি লিটন দাসের, আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছেন। ক্যাপশনে লেখা—‘ওয়েস্ট ইন্ডিজের দ্বাদশ খেলোয়াড়’!
লিটন মাঠে নামছেন, আর দ্রুতই আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের সুবিধা করে দিচ্ছেন—এক, দুই করে টানা তিন ম্যাচে এমন কিছু দেখলে কতটা আর সহ্য হয়! ক্ষুব্ধ সমর্থকের ফেসবুক পোস্টে তাই অমন তির্যক মন্তব্য।
শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই নয়, লিটনের রানখরা চলছে অনেক দিন ধরেই। ম্যাচের হিসাবে বললে সর্বশেষ ৭ ওয়ানডেতেই লিটনের রান দুই অঙ্কে পৌঁছায়নি (একটিতে অবশ্য অপরাজিত)। আর সময়ের গত ১৭ ডিসেম্বরের পর দশ রানের ঘরে যেতে পারেননি লিটন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন ৭ বলে ২ রান করে, দ্বিতীয় ওয়ানডেতে ১৯ বলে ৪ করে। আজ তৃতীয় ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন ২ বলে শূন্য রানে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই সিরিজে অসুস্থতার কারণে স্কোয়াডে ছিলেন না লিটন। তার আগে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুটি ওয়ানডে। চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচের দল থেকে তাঁকে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা।
সব মিলিয়ে ২০২৪ সালে ৫টি ওয়ানডে খেলেছেন লিটন। এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তিনটিতেই। চলতি বছর ওয়ানডেতে ‘ডাক’–এর সংখ্যায় লিটন যৌথভাবে দ্বিতীয়। সর্বোচ্চ ৫টি শূন্য সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকীর, তবে এ জন্য ১০ ইনিংস ব্যাট করেছেন তিনি।
লিটনের মতো হ্যাটট্রিক শূন্য আছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার আভিস্কার ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিটের। তবে এঁদের সবাই লিটনের চেয়ে বেশি ইনিংস ব্যাট করেছেন (যথাক্রমে ৬, ১৮ ও ৯)।
সেন্ট কিটসের আজকের ‘ডাক’ লিটনের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম। বাংলাদেশের জার্সিতে এর চেয়েও বেশি শূন্য আছে। তামিম ইকবাল যেমন ১৯ বার আউট হয়েছেন, হাবিবুল বাশার ১৮বার। এমনকি লিটনের মতো ১৫ বার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর অভিজ্ঞতা আছে মোহাম্মদ রফিক আর মাশরাফি বিন মুর্তজারও। তবে রফিক, মাশরাফি ব্যাটসম্যান নন, মূলত বোলার। আর তামিম (২৪০), বাশার (১০৫) খেলেছেনও লিটনের চেয়ে বেশি ম্যাচ। অন্তত ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন—এমন চার বাংলাদেশির মধ্যে লিটনই সবচেয়ে কম ইনিংসে (৯৩) এত বেশি ‘ডাক’ পেয়েছেন।