সম্প্রচার শেষ ১৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ

ভারত–পাকিস্তান মহারণ: ২৫ বল হাতে রেখেই জিতে গেল ভারত

১৭: ৫০ , সেপ্টেম্বর ১৪

২৫ বল হাতে রেখেই জিতে গেল ভারত

ভারতের জয়ের পর শিবম দুবের সঙ্গে সূর্যকুমার যাদব
রয়টার্স

২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ১২৭ রান পেরিয়ে গেল ভারত। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয়, সমান ম্যাচে পাকিস্তান হারল প্রথমবার।

৩৭ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই সূর্যর সর্বোচ্চ ইনিংস। ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান শিবম দুবে।

টানা দ্বিতীয় জয়ে সুপার ফোর খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। আগামীকাল সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে পুরোপুরি নিশ্চিত হবে ভারতের পরের পর্বে উত্তরণ।

প্রথম পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। পাকিস্তানের শেষ ম্যাচ বুধবার আরব আমিরাতের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (ফারহান ৪০, আফ্রিদি ৩৩*, ফখর ১৭; কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরা ২/২৮, বরুণ ১/২৪, পান্ডিয়া ১/৩৪)।
ভারত: ১৫.৫ ওভারে ১৩১/৩ (সূর্যকুমার ৪৭*, অভিষেক ৩১, তিলক ৩১; সাইম ৩/৩৫)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব
১৭: ৪২ , সেপ্টেম্বর ১৪

সূর্যের হাসি

ভারত: ১৫ ওভারে ১২৩/৩

পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ টি–টোয়েন্টিতে একবারও ২০ ছুঁতে পারেননি সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক আজ করে ফেলেছেন ৪০ রান। ফিফটি অবশ্য পাবেন না সূর্য। ১৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই সেই সম্ভাবনা নষ্ট করেছেন শিবম দুবে। ভারতের যে আর মাত্র ৫ রানই দরকার।

১৭: ৩২ , সেপ্টেম্বর ১৪

তিলককে ফেরালেন সাইম, ভারত হারাল তৃতীয় উইকেট

ভারত: ১৩ ওভারে ১০০/৩

আগের ওভারে মোহাম্মদ নেওয়াজের সৌজন্যে জীবন পাওয়া তিলক বর্মা টিকলেন না বেশিক্ষণ। সাইম আইয়ুবের করা পরের ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। ৯৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। উইকেটে এসেছেন শিবম দুবে।

৭ ওভারে ২৮ রান দরকার ভারতের।

৩১ বলে ৩১ রান করেছেন তিলক বর্মা
এএফপি
১৭: ২৮ , সেপ্টেম্বর ১৪

তিলকের ক্যাচ ছাড়লেন নেওয়াজ

ভারত: ১২ ওভারে ৯৭/২

১২তম ওভারে চতুর্থ বলে ক্যাচ তুলেছিলেন তিলক বর্মা। কিন্তু সহজ ফিরতি ক্যাচটি নিতে পারেননি বোলার মোহাম্মদ নেওয়াজ। নেওয়াজ ক্যাচটি ফেলে না দিলে ৩০ রানে আউট হতেন তিলক। ওভারের শেষ বলে রিভিউ নিয়েও নেওয়াজ ফেরাতে পারেননি ভারত অধিনায়ক সূর্যকে।

১৭: ১৯ , সেপ্টেম্বর ১৪

১০ ওভারে ৪০ রান দরকার ভারতের

সূর্যকুমার যাদবকে নিয়ে ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তিলক বর্মা
রয়টার্স

১২৮ রানের লক্ষ্য। প্রথম ১০ ওভারেই ৮৮ রান তুলে ফেলেছে ভারত। যার অর্থ শেষ ১০ ওভারে ৪০ রান দরকার ভারতের, দলটির হাতে আছে ৮ উইকেট। সূর্যকুমার যাদব ১৫ বলে ১৭ ও তিলক বর্মা ২৫ বলে ২৮ রান করে অপরাজিত আছেন।

১৭: ০৮ , সেপ্টেম্বর ১৪

পাওয়ারপ্লেতেই ভারতের নিয়ন্ত্রণে ম্যাচ

ভারত: ৬ ওভারে ৬১/২

পাওয়ারপ্লে শেষ। প্রথম ৬ ওভার যেভাবে কাজে লাগানো দরকার, তাতে অনেকটাই সফল ভারত। দুই ওপেনার গিল ও অভিষেককে হারালেও ওভারপ্রতি ১০–এর ওপর রানরেট তাদের। তিলক বর্মা ও সূর্যকুমার যাদব দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টায়।

১৬: ৫৪ , সেপ্টেম্বর ১৪

ঝড় তুলে আউট অভিষেক

ভারত: ৪ ওভারে ৪২/২

আফ্রিদির পর আইয়ুবের ওপরও চড়াও হয়েছিলেন অভিষেক। ওভারের প্রথম তিন বলে মেরেছিলেন দুই চার। তবে অতিমাত্রায় আক্রমণাত্মক হতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলেন অভিষেক। লং অফে ধরা পড়লেন ফাহিম আশরাফের হাতে। আউট হওয়ার আগে করলেন ১৩ বলে ৩১ রান।

ভারতের দুই ওপেনারকেই আউট করেছেন সাইম আইয়ুব
ছবি: এএফপি
১৬: ৫০ , সেপ্টেম্বর ১৪

নেমেই অভিষেকের ঝড়

ভারত: ৩ ওভারে ৩৩/১

তিনি কেন আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান, তা ব্যাটিংয়ে নেমেই বুঝিয়ে দিচ্ছেন অভিষেক শর্মা। উদ্বোধনী সঙ্গী শুবমান গিলকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়েই যাচ্ছেন অভিষেক। আফ্রিদির প্রথম ওভারে একটি করে চার–ছক্কার পর তাঁর দ্বিতীয় ওভারেই একটি করে চার–ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার।

ভারতকে ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন অভিষেক শর্মা
ছবি: রয়টার্স
১৬: ৫০ , সেপ্টেম্বর ১৪

গিলকে ফেরালেন আইয়ুব

ভারত: ২ ওভারে ২২/১

দারুণ শুরুর আভাস দিয়েও বেশিদূর এগোতে পারলেন না শুবমান গিল। সাইম আইয়ুবের টানা দুই বলে চার মারার পর ক্যারম বলে স্টাম্পড হয়ে গেলেন।

১৬: ১৯ , সেপ্টেম্বর ১৪

শেষ ওভারে আফ্রিদির ২ ছক্কা

ইনিংসের শেষ ওভার করতে এসে পান্ডিয়া দিয়েছেন ১৬ রান। শাহিন আফ্রিদি টানা দুই ছক্কা মারার পর নিয়েছেন আরও দুটি ডাবল।

২০ ওভার খেলতে পারবে কি না, এ নিয়ে শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত পুরো ওভার টিকেছে পাকিস্তান। ৯ উইকেট তারা হারিয়ে তুলেছে ১২৭ রান।

ইনিংসে ৬৩টি ডট বলে রান নিতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। মানে অর্ধেকেরও বেশি!

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (ফারহান ৪০, আফ্রিদি ৩৩*, ফখর ১৭; কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরা ২/২৮, বরুণ ১/২৪, পান্ডিয়া ১/৩৪)।
১৬: ১৭ , সেপ্টেম্বর ১৪

বুমরার ইয়র্কারে বোল্ড মুকিম

নিজের শেষ বলটা ইয়র্কার করবেন, তা সহজেই অনুমেয় ছিল। বুমরা ইয়র্কারই মেরেছেন। টেলএন্ডার মুকিম প্রত্যাশিতভাবেই তা সামলাতে পারেননি। ফিরলেন বোল্ড হয়ে।

বুমরার ইয়র্কার সামলাতে পারেননি মুকিম
ছবি: রয়টার্স
১৬: ০৯ , সেপ্টেম্বর ১৪

‘টেনেটুনে’ পাকিস্তানের ১০০

ইনিংসের ১৯তম ওভারে নিজের বোলিং কোটা পূরণ করতে এসেছেন বুমরা। তাঁর প্রথম বলটা হয়েছে ‘নো’। সেই বলে সিঙ্গেলও নিয়েছেন শাহিন আফ্রিদি। অবশেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ ১০০ ছুঁয়েছে।

১৬: ০৩ , সেপ্টেম্বর ১৪

১০০–এর আগেই ৮ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তান: ১৮ ওভারে ৯৯/৮

পাকিস্তানের উইকেট পতন থামছেই না। এবার আউট হলেন ফাহিম আশরাফ। বরুণ চক্রবর্তীর শেষ ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়লেন আশরাফ।

১৫: ৫৪ , সেপ্টেম্বর ১৪

টিকলেন ১৬ ওভার, করলেন ৪০ রান

পাকিস্তান: ১৭ ওভারে ৯০/৭

সতীর্থদের আসা–যাওয়ার মিছিল আরেক প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন সাহিবজাদা ফারহান। অবশেষে পাকিস্তানের এই ওপেনার নিজেই আউট হলেন।

১৬ ওভার টিকলেও ফারহান ৪৪ বল খেলে করতে পেরেছেন মাত্র ৪০ রান। ১৭তম ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে পান্ডিয়ার হাতে ধরা পড়েছেন। এই উইকেটও নিয়েছেন কুলদীপ। বাঁহাতি এই স্পিনারের বোলিং ফিগার—৪ ওভার–১৫ ডট–১৮ রান–৩ উইকেট।

৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব
ছবি: রয়টার্স
১৫: ৩৭ , সেপ্টেম্বর ১৪

কুলদীপের দুই বলে আউট দুই নেওয়াজ

পাকিস্তান: ১৩ ওভারে ৬৬/৬

টানা দুই বলে আউট হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ। দুজনেরই ‘ঘাতক’ চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। হাসান নেওয়াজ স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন অক্ষর প্যাটেলকে আর মোহাম্মদ নেওয়াজ এলবিডব্লুর ফাঁদে পড়েছেন।

হাসান নেওয়াজকে আউট করার পর ভারতীয়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স
১৫: ৩১ , সেপ্টেম্বর ১৪

৬০ বলের ৩৭টিই ডট 

টি–টোয়েন্টিকে যেন টেস্ট বানিয়ে ফেলেছে পাকিস্তান। দলটির ব্যাটসম্যানরা প্রথম ১০ ওভারে ৩৭ বলে রান নিতে পারেননি।

পিচ শুষ্ক হওয়ায় ভারত অধিনায়ক সূর্যকুমার স্পিনারদের দিয়ে টানা বোলিং করাচ্ছেন। বরুণ, কুলদীপ, অক্ষরের পর চতুর্থ স্পিনার হিসেবে বোলিংয়ে এসেছেন অভিষেক।

১৫: ২৭ , সেপ্টেম্বর ১৪

টিকতে পারলেন না সালমান

পাকিস্তান: ১০ ওভারে ৪৯/৪

বরুণ চক্রবর্তী ওভারে বেঁচে গেলেও অক্ষরের সামনে টিকতে পারলেন না আগা সালমান। কচ্ছপ গতির ইনিংস খেলে (১২ বলে ৩ রান) ফিরলেন তিনি। স্কয়ার লেগে ক্যাচ দিলেন অভিষেক শর্মার হাতে।

সালমানকে আউট করার পর অক্ষর ও সূর্যকুমারের উদ্‌যাপন
ছবি: এএফপি
১৫: ২৪ , সেপ্টেম্বর ১৪

রিভিউ নিয়ে বাঁচলেন সালমান

এবার ভুল সিদ্ধান্ত দিলেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বরুণ চক্রবর্তীর গুগলিটা প্যাডল স্কুপ করেছিলেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। তবে বল তাঁর প্যাডে লাগলে ভারতীয়দের আবেদনে এলবিডব্লু দেন মাসুদুর। সালমান সঙ্গে সঙ্গে রিভিউ নেন। হক–আই প্রযুক্তিতে দেখা গেল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে গেছে।

১৫: ১৭ , সেপ্টেম্বর ১৪

অক্ষর ফেরালেন ফখরকে

পাকিস্তান: ৮ ওভারে ৪৫/৩

নিজের প্রথম ওভারেই বড় শিকার অক্ষর প্যাটেলের। বাঁহাতি স্পিনার ফেরালেন ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে চেয়েছিলেন ফখর। তবে ব্যাটে–বলে হয়ে ওঠেনি। লং অনে ধরা পড়েছেন তিলক বর্মার হাতে।

১৫: ০৯ , সেপ্টেম্বর ১৪

বুমরাকে দুই ছক্কা ফারহানের

পাকিস্তান: ৬ ওভারে ৪২/২

পাওয়ারপ্লে শেষ। সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান। ওপেনার ফারহান বুমরাকে দুটি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার বলে এই প্রথম ছক্কা মারলেন পাকিস্তানের ব্যাটসম্যান। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১২ ম্যাচ খেলে কোনো ছক্কা খাননি বুমরা।

পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি–টোয়েন্টিতে বুমরাকে ছক্কা মেরেছেন ফারহান
ছবি: পিসিবি
১৪: ৫৪ , সেপ্টেম্বর ১৪

পান্ডিয়ার ওপর চড়াও ফখর

পাকিস্তান: ৩ ওভারে ২০/২

শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। পান্ডিয়ার ওপর চড়াও হয়েছেন ফখর জামান। এই ওভার থেকে এসেছে ১৩ রান। ফখর মেরেছেন দুটি চার।

পান্ডিয়ার ওভারে দুটি চার মেরেছেন ফখর
ছবি: রয়টার্স
১৪: ৫১ , সেপ্টেম্বর ১৪

রিভিউ নিয়ে বাঁচলেন ফখর

পাকিস্তান: ২ ওভারে ৭/২

বুমরার চতুর্থ বলটা করেছিলেন ইয়র্কার। তা ফখর জামানের পায়ে লাগলে সঙ্গে সঙ্গে এলবিডব্লুর আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। ফখরও সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছেন এবং সফল হয়েছেন। টিভি রিপ্লেতে দেখা গেল, বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছিল।

১৪: ৪৩ , সেপ্টেম্বর ১৪

বুমরা এসেই নিলেন উইকেট

উইকেট নেওয়া তাঁর নেশা! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পেয়ে ‘নেশাটা’ যে আরও পেয়ে বসেছে। নিজের দ্বিতীয় বলেই মোহাম্মদ হারিসকে ফেরালেন যশপ্রীত বুমরা। তাঁর ব্যাক অব লেংথের বলে লেগ সাইডে বাউন্ডারি মারতে চেয়েছিলেন হারিস। কিন্তু ব্যাটের কিনারে লেগে ক্যাচ উঠে যায়। ফাইন লেগ থেকে দৌড়ে এসে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দারুণ এক ক্যাচ নিয়েছেন হার্দিক পান্ডিয়া।

ভারতীয়দের উইকেট উদ্‌যাপন
ছবি: রয়টার্স
১৪: ৩৬ , সেপ্টেম্বর ১৪

প্রথম বলেই আউট আইয়ুব

পাকিস্তান: ১ ওভারে ৫/১

শুরুতে বোলিংয়ে এসেছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের প্রথম বলটা তিনি করেছেন ওয়াইড। তবে ম্যাচের প্রথম বৈধ বলে ভারতকে আনন্দে ভাসিয়েছেন পান্ডিয়া। সাইম আইয়ুব পয়েন্টে ধরা পড়েছেন যশপ্রীত বুমরার হাতে।

তিনে নেমেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইতে দাঁড়িয়েছে দুই দল
রয়টার্স
১৪: ০৯ , সেপ্টেম্বর ১৪

একাদশে পরিবর্তন নেই

নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ভারত এবং ওমানকে পাকিস্তান বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচের একাদশ নিয়েই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।
১৪: ০৭ , সেপ্টেম্বর ১৪

ব্যাটিংয়ে পাকিস্তান

নিজের ৩৫তম জন্মদিনে টসে হারলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর দলকে বোলিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান।

ভারত–পাকিস্তান ম্যাচে টসের মুহূর্ত
ছবি: পিসিবি
১৩: ৫৭ , সেপ্টেম্বর ১৪

ইতিহাস ভারতের পক্ষে

টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। দুই দলের ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।

১৩: ৫৬ , সেপ্টেম্বর ১৪

স্বাগত!

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের সরাসরি ধারাভাষ্যে স্বাগত সবাইকে।

দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে।

নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল। সেই রান তারা তাড়া করে মাত্র ৪.৩ ওভারে। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৬০ রান করে এবং ওমানকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয়।

এশিয়া কাপের রেপ্লিকা ট্রফি হাতে ভারত ও পাকিস্তানের সমর্থক
ছবি: এএফপি