‘শিখতে আসিনি, জিততে এসেছি’—নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে নুরুল

টস করছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসানবিসিবি

অভিজ্ঞতার ভারে এগিয়ে ছিল বাংলাদেশই। প্রথম ৫০ ওভারের ম্যাচটিতেও তাদেরই দাপট থাকল। এই ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে যাঁরা খেলেছেন, তাঁদেরই কারোরই তিন সংস্করণেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশের একাদশে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন সংস্করণই খেলা ক্রিকেটার পাঁচজন—এনামুল হক, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

ওয়ানডে সংস্করণের ম্যাচ খেলার অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ১১ ক্রিকেটারের সবাই মিলে যেখানে খেলেছেন ২২ ওয়ানডে, বাংলাদেশের সংখ্যাটা ১৭২। তবে অভিজ্ঞতার ওই দাপটটা মাঠেও দেখিয়েছে বাংলাদেশ, ৭ উইকেটের জয় পেয়েছে তাঁরা।

এমন ম্যাচের পর গতকালের কথাটা আরও একবার মনে করিয়ে দিয়ে ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান বলেছেন, ‘আমরা শিখতে আসিনি। আমরা ম্যাচ জিততে এসেছি। ম্যাচ জেতার জন্য যতটুকু এফোর্ট দেওয়া লাগবে (দেব)। খেলায় হার-জিত থাকবে, তবে সব সময় জেতার মানসিকতা নিয়ে খেলতে আসতে চাই।’

৩ উইকেট নিয়ে ম্যচসেরা খালেদ আহমেদ

ম্যাচের শুরুতেই কিউইদের কোণঠাসা করে দেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। ৭ ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নেন তাঁরা। সব ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে। শেষ পর্যন্ত ১৪৭ রানের বেশি করতে পারেননি সফরকারীরা। শুরুর পাঁচ-ছয় ওভারে উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়েই নাকি সফল হয়েছেন দুই পেসার।

আরও পড়ুন

নুরুল এ নিয়ে বলেছেন, ‘টসের সময় বলেছিলাম, ঠিক চ্যানেলে বল করাটা গুরুত্বপূর্ণ। খালেদ-শরীফুল প্রথম বল থেকেই তা করেছে। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, ওভাবে করার চেষ্টা করেছি।’

আগামী ৭ ও ৯ মে হবে পরের দুটি ৫০ ওভারের ম্যাচ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’। দল হিসেবে ভালো খেলার পর পরের ম্যাচগুলোয় ভুল শুধরানোর তাগিদ দিয়েছেন নুরুল, ‘বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা সহজ করে দিয়েছে। কিন্তু ওভারঅল যদি বলেন, বোলিং-ফিল্ডিং-ব্যাটিং, আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, আমার কাছে মনে হয় যে দল হিসেবে ভালো করেছি। আমাদের যে ভুল আজকে ছিল, এগুলো যেন পরের ম্যাচে আরও গুছিয়ে উঠতে পারি। চেষ্টা থাকবে দল হিসেবে যেন খেলতে পারি।’

আরও পড়ুন