১০ বছর পর টি–টোয়েন্টি বিশ্বকাপে নেপাল, ওমানও সঙ্গী

আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপালছবি: ক্রিকেট নেপাল এক্স (সাবেক টুইটার)

আইসিসি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান। নেপালের কীর্তিপুরে প্রথম সেমিফাইনালে আজ বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। মুলপানিতে অন্য সেমিফাইনালে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক নেপাল।

আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার অংশ নেবে নেপাল। ২০১৪ সালে অংশ নেওয়ার ১০ বছর পর আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট কাটল হিমালয়ের দেশটি। ওমান এর আগে দুবার টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। ২০১৬ ও ২০২১ সালের সংস্করণে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। নেপালও ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

কীর্তিপুরে টস জিতে আগে ব্যাটিং করা বাহরাইন ওমানের স্পিনার আকিব ইলিয়াসের সামনে দাঁড়াতেই পারেনি। ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে ৪ উইকেট নেন আকিব ইলিয়াস। পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে ১০৬ রানে অলআউট হয় বাহরাইন। তিনে নামা ইমরান আলীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩০ রান। তাড়া করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে মাত্র ১৪.২ ওভারে জিতেছে ওমান। ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন কাশ্যপ প্রজাপতি। অন্য প্রান্তে ৪২ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন প্রতীক আথাভেল।

কাঠমান্ডুর মুলপানিতে নেপাল ওমানের মতো এত সহজে জিততে পারেনি। টস হেরে আগে ফিল্ডিং করা নেপালের সামনে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি দাঁড় করায় আরব আমিরাত। ৬৪ রানের ইনিংস খেলেন আরব আমিরাতের হয়ে তিনে নামা ভৃত্য অরবিন্দ। অন্য ব্যাটসম্যানদের কাছ থেকে তেমন সাহায্য পাননি তিনি।

আরও পড়ুন

নেপালের হয়ে ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট নেন স্পিন অলরাউন্ডার কুশল মাল্লা। ১৪ রানে ২ উইকেট সন্দ্বীপ লামিচানের। তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে নেপালের তুলে নেওয়া জয়ে ৬৪ রানের ইনিংস খেলেন নেপালের ওপেনার আসিফ শেখ।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ। মোট ২০টি দল এই বিশ্বকাপে অংশ নেবে। এ পর্যন্ত ১৮টি দল জায়গা চূড়ান্ত করেছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে বাকি দুটি দল চূড়ান্ত হবে। চলতি মাসের শেষেই নিষ্পত্তি হবে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে সরাসরি ২০২৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ আট দলের মধ্যে থাকায় ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি এবং আমেরিকা অঞ্চল থেকে কানাডা জায়গা করে নিয়েছে চূড়ান্ত পর্বে। ১৭ ও ১৮তম দল হিসেবে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল নেপাল ও ওমান।