সম্প্রচার শেষ ০৭ আগস্ট ২০২২

জিম্বাবুয়ে-বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে

৫ উইকেটের জয়ে সিরিজ জিম্বাবুয়ের

০৬: ৪৭ , আগস্ট ০৭

স্বাগতম!

হারারে স্পোর্টস ক্লাবে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ।

০৬: ৪৭ , আগস্ট ০৭

টস!

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা। এ নিয়ে সফরে টানা ৫ ম্যাচেই টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক।

০৬: ৪৯ , আগস্ট ০৭

জিম্বাবুয়ে দলে পাঁচ পরিবর্তন!

জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে দলে পাঁচটি পরির্তন এনেছে। ওয়ানডে অভিষেক হচ্ছে দুজনের—ব্র্যাডলি এভান্স ও টনি মুনিয়োঙ্গার।

একাদশ

রেজিস চাকাভা, টানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইয়াতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা

০৬: ৫৭ , আগস্ট ০৭

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

চোটের কারণে এ ম্যাচে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ পাচ্ছে না, সেটি জানা গিয়েছিল গতকালই। সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন লিটন দাস। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে নেই মোসাদ্দেক হোসেনও। এ তিন জনের জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ২০২১ সালের পর এই প্রথম এ সংস্করণে খেলছেন এখন পর্যন্ত ৩টি ওয়ানডে খেলা হাসান।

একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ

০৭: ০৮ , আগস্ট ০৭

ফিটনেস টেস্ট দিয়েই দলে শরীফুল

প্রথম ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে গিয়েছিলেন ৭ ওভার বোলিং করার পর। পরে নেমেছিলেন আবার, তবে সে দফা শরীফুল ইসলামকে উঠে যেতে হয় আর ১.৪ ওভার করে। দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়ে তাই শঙ্কা ছিলই।

তবে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা জানিয়েছিলেন, আঘাতজনিত কারণেই অবশ বোধ করছিলেন শরীফুল। দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে ওঠার কথা তাঁর। গতকাল জানানো হয়, তেমন গুরুতর কিছু ধরা পড়েনি।

হারারে থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েই দলে এসেছে শরীফুল। এ টেস্টে তিনি উতরে যেতে ব্যর্থ হলে খেলানো হতো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

প্রথম ম্যাচে চোট পাওয়া মুশফিকুর রহিমও দলে আছেন।

এদিকে চার জন বোলারের কৌশল থেকে সরে এসেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনকে বাদ দিয়ে দলে আনা হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

শরীফুল ইসলাম
এএফপি
০৭: ২৩ , আগস্ট ০৭

২ ওভারে ৩ চারে শুরু তামিম ও বাংলাদেশের

প্রথম ২ ওভারের ১২টি বলই খেলেছেন তামিম ইকবাল। অভিষিক্ত ব্র্যাডলি এভান্সের করা প্রথম ওভারে তামিম মেরেছেন দুটি চার—প্রথমে প্যাডের ওপর থেকে ফ্লিক করে, পরেরটি কাভার ড্রাইভ করে। পরের ওভারে ভিক্টর নিয়াউচি এসেছেন, তাঁকে কাট করে তামিম মেরেছেন আরেকটি চার।

প্রথম ২ ওভারে উঠেছে ১৩ রান। তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন এনামুল হক।

০৭: ২৬ , আগস্ট ০৭

সিরিজে সমতা ফেরাতে পারবে বাংলাদেশ?

০৭: ৪০ , আগস্ট ০৭

ইতিবাচক শুরু তামিমের

প্রথমে ব্যাটের ফেস ক্লোজ করে মারা স্ট্রেইট ড্রাইভে চার। ব্র্যাডলি এভান্সের ওভারের তামিমের পরের চারটি এল কাট করে। শেষ বলে গিয়ে বাংলাদেশ ও নিজের প্রথম ছক্কাটি মারলেন অধিনায়ক। অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথে করেছিলেন এভান্স, তামিম সেটিতেই করেছেন আপার কাট। এভান্সের করা পঞ্চম ওভারে উঠেছে ১৪ রান।

এভান্স খরুচে হলেও অন্যপ্রান্তে নিয়াউচি অবশ্য করেছেন আরেকটি আঁটসাঁট ওভার, অন্তত প্রথম ৫টি বৈধ ডেলিভারি। শেষ বলে এসে আউটসাইড-এজে আরেকটি চার পেয়েছেন তামিম। ৬ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ৪০ রান, তামিম অপরাজিত ২৮ বলে ৩৩ রান করে।

০৭: ৫৬ , আগস্ট ০৭

বার্লের আশা

আগের ম্যাচে ১.১ ওভার বোলিং করেই উঠে গিয়েছিলেন। পরে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকলেও নামতে হয়নি। আজ অবশ্য খেলছেন না রায়ান বার্ল। তবে তাঁর আশা, এ সফরে আবার ইতিহাস গড়বে জিম্বাবুয়ে।

০৮: ০০ , আগস্ট ০৭

চার মেরে অর্ধশতকে তামিম

আগের ম্যাচে ৪৮ রানে দাঁড়িয়ে তামিম খেলেছিলেন ৯টি ডট বল। এবার ৪৬ রান থেকে চার মেরে পৌঁছে গেলেন অর্ধশতকে। নিয়াউচির অফ স্টাম্পের বাইরের বলে দারুণ এক ড্রাইভে চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক, ইনিংসে যেটি তাঁর দশম চার। অর্ধশতকে যেতে তামিমের লেগেছে ৪৩ বল।

ক্যারিয়ারে এটি ৫৫তম ফিফটি তামিমের। সর্বশেষ ৬ ইনিংসে চতুর্থ।

০৮: ০৩ , আগস্ট ০৭

ফিফটি এবং আউট!

টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়েছিলেন তামিম, পেছনের পায়ে ভর দিয়ে। তবে সেটি গেছে মিডউইকেটে থাকা তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে। ৪৫ বলে ৫০ রান করেই ফিরেছেন তামিম। বাংলাদশ প্রথম উইকেট হারিয়েছে ৭১ রানে, খেলা হয়েছে ১১ ওভার।

০৮: ১০ , আগস্ট ০৭

নাজমুলের শটে এনামুল আউট!

দুর্ভাগ্য! ১৩তম ওভারে জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে স্ট্রেট ড্রাইভ খেলেন নাজমুল হোসেন। বল চিভাঙ্গার হাত ছুয়ে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দেয়। ওই প্রান্তের ব্যাটসম্যান এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। রান আউট!

২৫ বলে ২০ রান করে ফিরলেন এনামুল। বাংলাদেশ ১২.২ ওভারে ২ উইকেটে ৭৭। উইকেটে দুই নতুন ব্যাটসম্যান। ৬ বলে ৫ রান করা নাজমুল ও মুশফিকুর রহিম।

এএফপি
০৮: ২০ , আগস্ট ০৭

১৫ ওভার শেষে বাংলাদেশ ৮৭/২

ওভারপ্রতি গড়ে ৫.৮ করে রান তুলেছে বাংলাদেশ। ১৬ বলে ১১ রানে অপরাজিত নাজমুল হোসেন। অন্য প্রান্তে ৫ বলে ৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক।

০৮: ২৭ , আগস্ট ০৭

বাজে ফিল্ডিং জিম্বাবুয়ের

বাংলাদেশের ইনিংসে প্রথম ওভারেই তামিম ইকবালের ড্রাইভ আটকাতে পারেননি জিম্বাবুয়ের ফিল্ডার। সহজেই বলটি ধরতে পারতেন। পরে ৩০ গজ বৃত্তের ভেতর আরও কিছু ফিল্ডিং মিস করেছে স্বাগতিকেরা। ১৭তম ওভারেও নাজমুল হোসেনের ড্রাইভও জিম্বাবুয়ের ফিল্ডারের হাতের ভেতর দিয়ে বের হয়ে চার হয়। দৃষ্টিকটু!

১৭তম ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ৯৯। শান্ত ২১ বলে ২০ রানে অপরাজিত। ১১ বলে ৬ রান মুশফিকের। পানি পানের বিরতি।

০৮: ৩২ , আগস্ট ০৭

বাংলাদেশের এক শ!

১৮তম ওভারে সিকান্দার রাজাকে স্কয়ার লেগে ঠেলে ১ রান নিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পূর্ণ করেন মুশফিকুর রহিম। রাজা বেশ আটসাঁট বল করছেন। এখন পর্যন্ত ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ১৩ রান দিয়েছেন।

বাংলাদেশ ১৮ ওভার শেষে ২ উইকেটে ১০৪।

০৮: ৪৪ , আগস্ট ০৭

জুটি...

এক প্রান্ত থেকে পেসার এবং অন্য প্রান্ত থেকে স্পিনার দিয়ে বল করাচ্ছে জিম্বাবুয়ে। দেখেশুনে ব্যাট করছেন মুশফিক ও নাজমুল। এ পর্যন্ত ৫০ বলে ৪৪ রানের জুটি গড়েছেন দুজন। বাংলাদেশ ২১ ওভার শেষে ২ উইকেটে ১২২।

০৮: ৪৭ , আগস্ট ০৭

চুল তাঁর... 

জিম্বাবুইয়ান পেসার ভিক্টর নিয়াউচি
এএফপি
০৮: ৫১ , আগস্ট ০৭

ফিফটি জুটি

৬ রানের ব্যবধানে ফিরেছিলেন তামিম ও এনামুল। এরপর বাংলাদেশ এগোচ্ছে মুশফিক ও নাজমুলের জুটি। ৬৩ বলে ৫০ রানের জুটি এখন তাঁদের। ২৩ ওভার শেষে ২ উইকেটে ১২৭ রান তুলেছে বাংলাদেশ।

০৮: ৫৪ , আগস্ট ০৭

মুশফিক, স্লগ সুইপ এবং আউট

মাধেভেরের ঝুলিয়া দেওয়া বলে স্লগ সুইপ করেছেন মুশফিক… ধরা পড়েছেন মিডউইকেটে থাকা মুনিয়োঙ্গার হাতে। ৩১ বলে ২৫ রান করেই ফিরলেন তিনি, আগের ম্যাচে ফিফটি পেলেও এবার থামলেন আগেভাগেই। মাধেভেরে নিয়েছেন ভালো ক্যাচ। ৫০ রানেই থেমেছে নাজমুলের সঙ্গে মুশফিকের জুটি।

আগেভাগেই ফিরেছেন মুশফিক
এএফপি
০৯: ০১ , আগস্ট ০৭

বাঁচলেন মাহমুদউল্লাহ

তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল এনামুলের, যদিও তামিম বেঁচে গিয়েছিলেন তখন। এরপর নাজমুলের বোলারস ব্যাক ড্রাইভে রানআউট হয়ে ফিরতে হয়েছে এনামুলকে। এবার রানআউটের হাত থেকে বাঁচলেন মাহমুদউল্লাহ। লুক জঙ্গুয়ের বলে পয়েন্টে ঠেলেই সিঙ্গেল চুরি করতে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। মাধেভেরের থ্রো সরাসরি স্টাম্প ভাঙলে ফিরতে হতো তাঁকে। আপাতত বেঁচে গেছেন।

ইনিংসের মাঝপথে, ২৫ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ১২৯ রান।

০৯: ০৯ , আগস্ট ০৭

এবার বাঁচলেন নাজমুল

হুট করেই সামনে এসে খেলতে গেলেন নাজমুল। বলের পিচিংয়ের জায়গায় ঠিকঠাক পৌঁছাতে পারেননি, আগবাড়িয়ে খেলা শটটা উঠে যায় আকাশে। মিড অনে থাকা ব্র্যাডলি এভান্স পেছন ছুটেছিলেন, তবে বলের গতিপথে যেতে পারেননি ঠিকঠাক। শেষ মুহুর্তে ডাইভ দিয়েও নাগাল পাননি। তবে একটু এদিক ওদিক হলেই জিম্বাবুয়ে পেতে পারত আরেকটি উইকেট। সর্বশেষ ৩ ওভারের মধ্যে নাজমুল ও মাহমুদউল্লাহ—দুই ব্যাটসম্যানকেই আউট করার সুযোগ হারাল স্বাগতিকেরা।

০৯: ১৮ , আগস্ট ০৭

ফিরতে হলো নাজমুলকে

বেশ খানিকটা সময় ধরেই নড়বড়ে মনে হচ্ছিল নাজমুলকে। এবার মাধেভেরের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি। শরীরের বেশ কাছে ছিল, সেটিতেই কাটের মতো শট খেলতে গিয়ে ধরা পড়েছেন নাজমুল। ৩৮ রান—১২ ওয়ানডের ক্যারিয়ারে এটিই তাঁর সর্বোচ্চ স্কোর।

নাজমুল ফেরার পর মাহমুদউল্লাহর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন আফিফ হোসেন। ৩০ ওভার শেষে ৪ উইকেট বাংলাদেশের স্কোর ১৫১ রান।

০৯: ২৩ , আগস্ট ০৭

আজ কত করবে বাংলাদেশ?

০৯: ৪৭ , আগস্ট ০৭

আফিফের দুই চার, ধুঁকছেন মাহমুদউল্লাহ

প্রথম ম্যাচে ৪৬তম ওভারে নেমে মাহমুদউল্লাহ খেলেছিলেন ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস। আজ আসতে হয়েছে ২৪তম ওভারেই। দুইটি বাউন্ডারি মেরেছেন, তবে এখনো ঠিক ছন্দটা খুঁজে পাননি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ৪৪ বলে করেছেন ২৪ রান।

আগের দিনের উইকেটেই খেলা হচ্ছে, উইকেট একটু ধীরগতির। সেখানে জিম্বাবুইয়ানদের আঁটসাঁট বোলিংয়ে মাহমুদউল্লাহ ঠিক খোলস ছেড়ে বের হতে পারছেন না।

৩৭তম ওভারে লুক জঙ্গুয়েকে টানা দুইটি চার মেরেছেন আফিফ হোসেন। ১৩ ওভার বাকি থাকতে বাংলাদেশের স্কোর ১৮৪ রান।

০৯: ৫২ , আগস্ট ০৭

আক্রমণাত্মক আফিফ

প্রথম ১৭ বলে ছিল ১১ রান। পরের ১০ বলে আফিফ করলেন আরও ২০ রান। এ সময়ে মেরেছেন চারটি চার, যার দুটি এসেছে মাধেভেরের করা সর্বশেষ ওভারে। প্রথমটি স্লগ সুইপ করে কাউ কর্নার দিয়ে, পরেরটি মিড অনের মাথার ওপর দিয়ে। ওভারপ্রতি রান আবার ৫-এর ওপরে উঠেছে বাংলাদেশের।

০৯: ৫৭ , আগস্ট ০৭

তৃতীয় ফিফটি জুটি

তামিম-এনামুল। মুশফিক-নাজমুল। আফিফ-মাহমুদউল্লাহ। বাংলাদেশ পেল তৃতীয় ফিফটি জুটির দেখা। সর্বশেষ অর্ধশতরানের জুটিটি এসেছে ৫৬ বলে।

১০: ০৪ , আগস্ট ০৭

বাকি ১০ ওভার…

১৬২/১।

১৪৪/৪।

দুই ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় পাওয়ারপ্লের (১০-৪০) স্কোর। তৃতীয় পাওয়ারপ্লেতে বাংলাদেশ ঢুকেছে ২০৬ রান নিয়ে। শেষ ১০ ওভারে কত যোগ করতে পারবে তারা?

১০: ১৯ , আগস্ট ০৭

এবার বাঁচলেন আফিফ

আফিফের ওই শট থেকে ডাবলস হওয়ার কথা ছিলও না। তবে ক্রিজে ফিরতে বেশ দেরিই করে ফেলেছিলেন।

মিড অনে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়েছিলেন ব্র্যাডলি এভান্স, শেষ পর্যন্ত অবশ্য ফিল্ডিং করেছেন ওয়েসেওলি মাধেভেরে। ছুটে এসে ধরার পর থ্রো করেছিলেন, তবে সেটি যুতসই হয়নি তেমন। থ্রো ঠিকঠাক হলে ৪১ রানেই ফিরতে হতো আফিফকে। এর আগে রানআউটের হাত থেকে বেঁচেছিলেন মাহমুদউল্লাহও।

ওই থ্রো করতে গিয়ে আবার চোট পেয়েছেন মাধেভেরে। ফিজিওর সঙ্গে উঠে গেছেন তিনি।

ওয়েসলি মাধেভেরে
এএফপি
১০: ২২ , আগস্ট ০৭

ফিরলেন আফিফ

৪১ বলে ৪১ রান করেই থামলেন আফিফ। সিকান্দার রাজার বলে রিভার্স সুইপের মতো করতে গিয়েছিলেন, তবে তুলতে পারেননি ঠিকঠাক। বল সরাসরি গেছে শর্ট থার্ডম্যানের হাতে। ১০০ স্ট্রাইক রেটের ইনিংসে আফিফ মেরেছেন ৪টি চার, সে চারগুলো এসেছিল টানা ২ ওভারের মধ্যে।

মাহমুদউল্লাহর সঙ্গে আফিফের জুটিতে উঠেছে ৮২ বলে ৮১ রান।

১০: ৩২ , আগস্ট ০৭

এলবিডব্লু মিরাজ

স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মুশফিক। মিরাজ ব্যাটেই লাগাতে পারলেন না। সিকান্দার রাজার বলটি অবশ্য ছিল ফুললেংথে, ঠিক সুইপ করার লেংথে নয়। লেংথ পড়তে ভুল করে ফেলে এলবিডব্লু হলেন তিনি, ১২ বলে ১৫ রান করে।

৪ ওভার বাকি থাকতে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ, রান ২৪৯।

১০: ৩৭ , আগস্ট ০৭

মাহমুদউল্লাহর ফিফটি

চিভাঙ্গার হাই ফুলটসে তুলে মেরে ধরা পড়েছেন মাহমুদউল্লাহ, তবে সেটি ছিল পরিষ্কার নো। ওই ডাবলসে ক্যারিয়ারের ২৬তম ফিফটি হয়ে গেছে তাঁর। আজ লেগেছে ৬৯ বল।

১০: ৪১ , আগস্ট ০৭

আবার মাঠে স্ট্রেচার

প্রথম ম্যাচে এ দৃশ্য দেখা গেছে দুবার। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন লিটন দাস ও শরীফুল ইসলাম। আজ আবার মাঠে দেখা গেল স্ট্রেচার। এবার উঠে গেলেন তানাকা চিভাঙ্গা। নিজের নবম ওভার করার সময় চোটে পড়েছেন তিনি।

প্রথম আলো
১০: ৪৫ , আগস্ট ০৭

ছাদে বল পাঠালেন মাহমুদউল্লাহ

চিভাঙ্গার অসম্পূর্ণ ওভার করতে এসেছিলেন ব্র্যাড এভান্স। তাঁর প্রথম বলটিই স্লটে পেয়েছিলেন মাহমুদউল্লাহ, সেটিকে মাঠের বাইরে পাঠিয়েছেন তিনি। বল গিয়ে আটকেছে ড্রেসিংরুমের ছাদে।

দেখতে পাচ্ছেন বল?
প্রথম আলো
১০: ৪৮ , আগস্ট ০৭

রাজার তৃতীয় উইকেট

৪৮তম ওভারেও সিকান্দার রাজাকে এনেছেন চাকাভা। তাসকিনকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পেয়েছেন রাজা, তাসকিন হয়েছেন এলবিডব্লু। অন্যপ্রান্তে এখনো অপরাজিত মাহমুদউল্লাহ, ১২ বল বাকি থাকতে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৭৩।

১০: ৫৯ , আগস্ট ০৭

মাহমুদউল্লাহ ৮০*, বাংলাদেশ ২৯০

শেষ ওভারে চতুর্থ বলে এসে প্রথমবারের মতো স্ট্রাইক পেয়েছিলেন মাহমুদউল্লাহ। প্রথম বলে তাইজুল ইসলাম ফেরার পর শরীফুল ইসলাম ২ বলে নিতে পেরেছেন একটি সিঙ্গেল। চতুর্থ বলে নিয়াউচির স্লোয়ার আগেভাগেই পড়ে ফেলে ছক্কা মারলেও পরের ২ বলে কোনো রান আসেনি। পঞ্চম বলটি মাহমুদউল্লাহ মিস করেছেন, শেষ বলে রানআউট হয়েছেন শরীফুল।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ থেমেছে ৯ উইকেটে ২৯০ রান তুলে। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৮৪ বলে ৮০ রানে। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৮৪ রান।

প্রথম ৫০ বলে মাহমুদউল্লাহর রান ছিল মাত্র ২৭। পরের ৩৪ বলে তিনি করেছেন আরও ৫৩ রান। ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন ভালোভাবেই, ওই সময়ে আবার অন্যপ্রান্তে উইকেট পড়ার চাপও সামাল দিতে হয়েছে তাঁকে।

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচের মতো খেলা হচ্ছে একই উইকেটে। ব্যাটিংয়ের জন্য খুব কঠিন নয় এ উইকেট, তবে আগের দিনের তুলনায় একটু ধীরগতির। স্পিনারদের জন্যও কিছু আছে এখানে, রাজা ও মাধেভেরে মিলেই করেছেন ১৯ ওভার। রাজা একাই নিয়েছেন ৫৬ রানে ৩ উইকেট।

এএফপি
১১: ৩০ , আগস্ট ০৭

ইনিংস রিপোর্ট

আরও পড়ুন
১১: ৩৪ , আগস্ট ০৭

তৃতীয় বলেই আঘাত হাসানের

এক বছরেরও বেশি সময় পর হাসান মাহমুদ ফিরলেন ওয়ানডেতে, তৃতীয় বলেই পেয়ে গেলেন উইকেটের দেখা। ওভার দ্য উইকেট থেকে করা বলটা লাইন ধরে রেখেছিল, তাতে ক্রিজে আটকে ছিলেন তাকুদজোয়ানাশে কাইতানো। আউটসাইড-এজড হয়েছেন তিনি, উইকেটের পেছনে ডানদিকে ঝুঁকে ক্যাচ নিতে ভুল করেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে প্রথম উইকেট হারিয়েছে ১ রানেই।

ঠিক পরের বলেই এলবিডব্লু হতে পারতেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া। তবে আম্পায়ার সাড়া দেননি সে আবেদনে, এ সিরিজে আবার নেই রিভিউ। প্রথম ওভারে দারুণ হুমকি তৈরি করেছেন হাসান।

১১: ৩৯ , আগস্ট ০৭

দ্বিতীয় ওভারে স্পিন

ক্রিজে বাঁহাতি তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে যোগ দিয়েছেন কাইয়া। দ্বিতীয় ওভারেই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে এনেছেন তামিম, পঞ্চম বলে অবশ্য রিভার্স সুইপে চার মেরেছেন মারুমানি। ২ ওভার শেষে জিম্বাবুয়ে তুলেছে ৭ রান।

১১: ৪৩ , আগস্ট ০৭

আবার হাসানের আঘাত

হুট করে দেখে মনে হবে, কাইতানোর উইকেটেরই হয়তো রিপ্লে দেখানো হচ্ছে! ইনসেন্ট কাইয়া আউট হলেন তো ওভারেই। বলটা এবার সামান্য নিচু হয়েছিল, তবে ক্রিজে আটকে থাকা কাইয়া খোঁচা দিয়েছেন তাতে। মুশফিক আবারও ডানদিকে ঝুঁকে নিয়েছেন ক্যাচ। ঠিক ১ বল আগে স্কয়ার লেগ দিয়ে একটি চার মেরেছিলেন কাইয়া। তবে হাসান প্রতিশোধ নিতে দেরি করলেন না।

১২: ০৭ , আগস্ট ০৭

অবশেষে এলবিডব্লুর আবেদনে সফল বাংলাদেশ

মিরাজ নিজেই আউট হয়েছিলেন এভাবে—ফুললেংথের বলে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লু। ওয়েসলি মাধেভেরেকে মিরাজের বলে মেনে নিতে হলো একই পরিণতি। আগের বলে রিভার্স সুইপের চেষ্টায় মিস করে গিয়েছিলেন, তবে আম্পায়ার আউট দেননি। পরের বলে সুইপ করতে গিয়ে আবার মিস করে গেলেন মাধেভেরে, এবার আউট দিয়েছেন আম্পায়ার। ইনিংসে তৃতীয়বারের মতো জোরাল আবেদনে অবশেষে সফল বাংলাদেশ।

২৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও একবার পিছিয়ে পড়ল জিম্বাবুয়ে।

১২: ২০ , আগস্ট ০৭

জিম্বাবুয়ে ৩০/৩, ১০ ওভার

প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশ ৬২ রান তুলেছিল বিনা উইকেটে। প্রথম ১০ ওভারে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে শুরুতেই ২ উইকেট হারানোর চাপ সামলে নিয়ে জিতেছিল তারা, তবে আজ কাজটি আরেকটু কঠিনই মনে হচ্ছে তাঁদের জন্য। মারুমানিকে সঙ্গ দিতে এসেছেন সিকান্দার রাজা, এখন পর্যন্ত সতর্ক তিনি।

এএফপি
১২: ৪৯ , আগস্ট ০৭

এসেই আঘাত তাইজুলের

সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া—দুই ডানহাতির রেকর্ড ১৯২ রানের জুটিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ছিটকে দিয়েছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে বাংলাদেশ ইনিংসে বোলিং করেছিলেন তিন জন স্পিনার, সবাই ছিলেন অফ স্পিনার। একজন বাঁহাতি স্পিনারের অভাব বাংলাদেশ টের পেয়েছিল ভালোভাবেই।

দ্বিতীয় ম্যাচের আগেই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, পরের দুই ম্যাচে তাইজুল বা নাসুমকে দলে দেখার আশা তাঁর। আজ তাইজুল দলে এসেছেন। ১৫তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এলেন। এসেই পেলেন উইকেটের দেখা।

ব্যাকফুটে গিয়ে লেগসাইডে খেলার চেষ্টা করেছিলেন মারুমানি, তবে হয়েছেন লিডিং এজড। কাভারে ভালো ক্যাচ নিয়েছেন মিরাজ। ৪২ বলে ২৫ রান করে ফিরছেন মারুমানি, জিম্বাবুয়ে চতুর্থ উইকেট হারিয়েছে ৪৯ রানে।

নিজের খেলা সর্বশেষ ম্যাচে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। যেখান থেকে শেষ করেছিলেন, শুরু করলেন সেখান থেকেই!

১২: ৫৮ , আগস্ট ০৭

তাসকিন ও শর্ট বল

টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডে—বাংলাদেশ পেসাররা শর্ট বলের চেষ্টায় খুব একটা সফল হননি। তবে আজ তাসকিন আহমেদ যেন মিশনে নেমেছেন। বিশেষ করে সিকান্দার রাজাকে তাক করে শর্ট বল করছেন তিনি। এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি অবশ্য।

মাঝে বাউন্ডারির পাশে অ্যালান ডোনাল্ডের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাসকিনকে। পেস বোলিং কোচ কি শর্ট বলের মন্ত্রটাই দিয়ে গেছেন আরেকবার?

১৬ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ৫২।

এএফপি
১৩: ০৭ , আগস্ট ০৭

আগ্রাসী রাজা

তাইজুল আহমেদের বলটা স্লটে পেয়ে লং অন দিয়ে মাঠের বাইরে পাঠালেন প্রথমে। হাসানের বলে এরপর মারলেন চার, ওভারের শেষ বলে শর্ট বলে হুক করে আরেকটি ছয়। বেশ কিছুক্ষণ ধরেই চুপচাপ থাকা রাজা সর্বশেষ ২ ওভারে হয়ে উঠেছেন আগ্রাসী। ২ ওভারে উঠেছে ২০ রান। ২০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৮১।

১৩: ২৬ , আগস্ট ০৭

জিম্বাবুয়ের ১০০

এবার শরীফুলের ওভারে এসেছে তিনটি চার। প্রথম দুটি মেরেছেন রেজিস চাকাভা, পরের দুটি সিকান্দার রাজা। চাকাভার মারা দ্বিতীয় চারে জিম্বাবুয়ে ছুঁয়ে ফেলেছে ১০০ রান। ২৫ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১৮২ রান। চাকাভা ও রাজার জুটি ৫০ পেরিয়েছে আগেই, এখন সেটি ৬০ বলে ৬০ রানে।

১৩: ৩৪ , আগস্ট ০৭

নাটকের পর বাঁচলেন রাজা

উঠেছিল ক্যাচ। সেটির নাগাল পাননি শরীফুল। তবে এর মাঝেই ভুল বোঝাবুঝি হয়ে গেল রাজা ও চাকাভার। ফিল্ডারের দিকে তাকিয়ে ছিলেন রাজা, ততক্ষণে নন-স্ট্রাইক প্রান্ত থেকে ক্রিজের অনেকটাই পেরিয়ে গেছেন চাকাভা! শেষ পর্যন্ত সিঙ্গেলের জন্য দৌড় দিলেন রাজা, শরীফুলের থ্রো-টা খুব ভালো না হলেও ধরে স্টাম্প ভাঙলেন মিরাজ…

এ পর্যন্ত বাংলাদেশের পক্ষেই ছিল সব। তবে ক্রমাগত রিপ্লে দেখার সঙ্গে সঙ্গে বদলে গেছে সব। প্রথমে ঠিক কোন মুহুর্তে বেলস স্টাম্পের গর্ত থেকে উঠেছে, সেটা দেখা হয়েছে—সে সময় ক্রিজের বাইরেই ছিলেন রাজা। ‘অগণিত’ রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে হাত দিয়ে মিরাজ স্টাম্প ভেঙেছেন, বল ছিল তার বিপরীত হাতে। শেষ পর্যন্ত রাজাকে দেওয়া হয়েছে রানআউট।

প্রথম ম্যাচে ৪৩ রানে ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন রাজা। এবার ৪২ রানে দাঁড়িয়ে বাঁচলেন রানআউটের হাত থেকে। প্রথম ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। আজ করতে পারবেন অমন কিছু?

১৩: ৪৭ , আগস্ট ০৭

রাজার ফিফটি

মিরাজকে ইনসাইড আউটে ছয়, ওই শটেই ফিফটি পূর্ণ করলেন রাজা। ৬৭ বলে পূর্ণ করেছেন সেটি। পরের ওভারে তাইজুলকে মেরেছেন আরেকটি বড় ছক্কা। ২৯ ওভার শেষে জিম্বাবুয়ে তুলেছে ৪ উইকেটে ১৩৯ রান। চাকাভার সঙ্গে রাজার জুটি অবিচ্ছিন্ন ৯০ রানে।

১৩: ৫০ , আগস্ট ০৭

তাসকিনের ওভারে ১৮, চাকাভার ফিফটি

চার, চার, চার, চার—তাসকিনের করা ৩০তম ওভারের প্রথম চার বলে চাকাভার স্কোরিং শট। এর মধ্যে তৃতীয় চারটি দিয়ে ফিফটি পূর্ণ হয়েছে চাকাভার। তাসকিন দিয়েছেন ১৮ রান।

চাকাভার সঙ্গে রাজার জুটি পেরিয়ে গেছে ১০০ রান।

১৪: ০৫ , আগস্ট ০৭

রেকর্ড জুটি

৩৩তম ওভারের প্রথম বলে তাইজুল ইসলামকে প্যাডল সুইপে চার মেরেছেন রেজিস চাকাভা। তাতেই রাজার সঙ্গে তাঁর জুটি পৌঁছে গেছে ১২৫ রানে। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের এটি সর্বোচ্চ এখন। এর আগের সর্বোচ্চ ছিল স্টুয়ার্ট কার্লাইল ও গ্রান্ট ফ্লাওয়ারের। ২০০১ সালে বুলাওয়েতে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছিল ১২১ রান, সেবার আগে ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে।

১৪: ০৯ , আগস্ট ০৭

এগিয়ে জিম্বাবুয়েই

২৪তম ওভারে মেহেদী হাসান মিরাজ দিয়েছিলেন ৩ রান। এরপর প্রতিটি ওভারেই উঠেছে কমপক্ষে ৬ রান। অবশেষে ৩৪তম ওভারে এসে হাসান মাহমুদ দিলেন ৪ রান।

জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৮০। এ সময়ে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৬৫।

টুইটার
১৪: ২৬ , আগস্ট ০৭

রাজা ও চাকাভার ১৫০

মাঝে ৩ ওভার বাউন্ডারি আসেনি কোনো। ৩৭তম ওভারে শরীফুলের ফুলটসে কাভার দিয়ে চার মেরেছেন রাজা। ৮০ পেরিয়ে গেছেন তিনি। ওই ওভারের শেষ বলেই চাকাভা ও রাজার জুটি ছুঁয়ে ফেলেছে ১৫০। ৭৮ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ৯২ রান।

১৪: ৪০ , আগস্ট ০৭

রাজা-চাকাভার আরেকটি রেকর্ড

৩৯তম ওভার শেষে রাজা ও চাকাভার জুটি অবিচ্ছিন্ন ১৬৫ রানে। বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলেরই পঞ্চম উইকেট এটি সর্বোচ্চ এখন। এর আগের সর্বোচ্চ ছিল ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের। গত বছর ওয়েলিংটনে তারা যোগ করেছিলেন ১৫৯ রান।

১৪: ৪৩ , আগস্ট ০৭

৬০ বলে ৭১ রান

৪০তম ওভারে তাসকিন দিয়েছেন ৫ রান। জিম্বাবুয়ের প্রয়োজন ৭১ রান।

দ্বিতীয় পাওয়ারপ্লের ৩০ ওভারে জিম্বাবুয়ে তুলল ১ উইকেটে ১৯০ রান। এ সময়ে বাংলাদেশ তুলেছিল ৪ উইকেটে ১৪৪ রান।

১৪: ৫২ , আগস্ট ০৭

এবং আরেকটি রেকর্ড

প্রথমে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ড জুটি হলো। এরপর বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলেরই রেকর্ড। সর্বশেষ জিম্বাবুয়ের জন্য পঞ্চম উইকেটে রেকর্ড জুটি গড়লেন চাকাভা ও রাজা। তাসকিনের ওভারে চাকাভা মেরেছেন দুটি চার, ৪২তম ওভারে উঠেছে ১৩ রান। ৪৮ বলে জিম্বাবুয়ের প্রয়োজন মাত্র ৫৫ রান।

১৪: ৫৫ , আগস্ট ০৭

রাজার শতক

হারারে গর্জন করে উঠল আরেকবার। দর্শকদের অভিবাদনের জবাব জানাতেই বেশ খানিকটা সময় লাগল সিকান্দার রাজার। এরপর রাজা দিলেন সেজদা।

হাসান মাহমুদের ফুললেংথের বলে ফ্লিক করে ডাবলস নিয়ে ওয়ানডেতে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চম শতক পেয়ে গেলেন রাজা। আরেকবার জিম্বাবুয়েকে চাপের মুখ থেকে টেনে তুলে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন রাজা।

বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বশেষ ৬ ইনিংস এখন এমন—১০২*, ১৩৫*, ০, ৬২, ৬৫*!

১৪: ৫৭ , আগস্ট ০৭

চাকাভার শতক

যেন ফিরে এল প্রথম ম্যাচের দৃশ্যটাই! একই ওভারে শতক পূর্ণ করলেন দুজন জিম্বাবুইয়ান। তাঁদের একটি চরিত্রের নাম রাজাই, আরেকটি বদলে গেছে। হাসানকে ছয় মেরে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করলেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা, সেটিও মাত্র ৭২ বলে। জিম্বাবুয়ের ইতিহাসের দ্রুততম শতক এটি।

সিরিজ জিততে ৪২ বলে জিম্বাবুয়ের প্রয়োজন মাত্র ৪১ রান।

ক্যারিয়ারের প্রথম শতকের পর চাকাভা
এএফপি
১৫: ০০ , আগস্ট ০৭

অবশেষে ফিরলেন চাকাভা

মিরাজকে তুলে মারতে গিয়ে টপ-এজড হলেন চাকাভা। এর আগে খেললেন ৭৫ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস। চাকাভার আউটে ভাঙল ২০১ রানের রেকর্ড জুটি। যে কোনো উইকেটেই জিম্বাবুয়ের এটি তৃতীয় সর্বোচ্চ জুটি ওয়ানডেতে।

১৫: ০৯ , আগস্ট ০৭

৩০ বলে প্রয়োজন ৩৩ রান

সর্বশেষ ২ ওভারে উঠেছে ৮ রান, সঙ্গে আছে একটি উইকেট। ৩০ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩ রান।

১৫: ১৫ , আগস্ট ০৭

২৪ বলে প্রয়োজন ২৫ রান

তাসকিন রিভার্স সুইং পেয়েছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন দুই জিম্বাবুইয়ান ব্যাটসম্যানকে উইকেটের দেখা অবশ্য পাননি। তাঁর করা ৪৬তম ওভারে এসেছে ৮ রান।

তাসকিন ও হাসানের বাকি একটি করে ওভার। শরীফুলের বাকি দুটি।

১৫: ২০ , আগস্ট ০৭

জিম্বাবুয়ের প্রয়োজন ৬ রান

লেগ স্টাম্পের বাইরের বল, বড় শটের সুযোগ হারিয়ে উলটো ক্যাচের সুযোগ দিয়েছিলেন মুনিয়োঙ্গা। তবে শর্ট ফাইন লেগে হাত বাড়িয়ে নাগাল পেলেও সেটি ধরতে পারেননি তাসকিন। সে বলে এসেছে ২ রান। পরের বলে অবশ্য মিডউইকেট দিয়ে চার মেরেছেন মুনিয়োঙ্গা।

এরপরের বলে মুনিয়োঙ্গা যা মারলেন, বাংলাদেশের সব আশা শেষ হয়ে যাওয়ার কথা তাতেই! শর্ট বলটিতে টেনিস বল শটে লং অন দিয়ে ছয় মেরেছেন তিনি। পরের বলে স্লটে পেয়েছিলেন, এবার কাউ কর্নার দিয়ে ঘুরিয়ে মেরেছেন আরেকটি ছয়। শেষ বলটি ইয়র্কার করেছিলেন, তাতে এসেছে ১ রান। অবশ্য ক্যাচ উঠেছিল, তবে পড়েছে সেটি।

জয় থেকে মাত্র একটি স্কোরিং শট দূরে জিম্বাবুয়ে!

১৫: ২৩ , আগস্ট ০৭

৫ উইকেটের জয়ে সিরিজ জিম্বাবুয়ের

অভিষেকে দাঁড়িয়ে, চার মেরে দলকে জেতানো!

টনি মুনিয়োঙ্গা করলেন সেটিই। ৪৮তম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে স্লগ সুইপে চার মেরে হারারেকে উল্লাসে মাতিয়েছেন মুনিয়োঙ্গা। ৫ উইকেটে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

অথচ ২৯০ রান তাড়ায় জিম্বাবুয়ের স্কোর এক সময় ছিল ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। সেখান থেকে রেজিস চাকাভা ও সিকান্দার রাজা করলেন শতক, গড়লেন ২০১ রানের রেকর্ড জুটি।

প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা।

আরেকবার উড়লেন রাজা
এএফপি
১৫: ৩০ , আগস্ট ০৭

জিম্বাবুয়ের প্রশংসায় ইয়ান বিশপ

১৫: ৩৫ , আগস্ট ০৭

হারারে স্পোর্টস ক্লাব, যেখানে জিম্বাবুয়ের ইতিহাস

এএফপি
১৫: ৪৪ , আগস্ট ০৭

জিম্বাবুয়ের ছবিটা এখন যেমন...

টুইটার
১৫: ৪৫ , আগস্ট ০৭

অভিনন্দনে ভাসছে জিম্বাবুয়ে