যত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। তামিম ইকবালের বিদায়ে তাই শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়। তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখেছেন ভালোভাবেই। অনেকগুলো রেকর্ড নিয়েই বিদায় নিলেন এই ওপেনার।
অধিনায়ক তামিম
তামিমের বিশ্ব রেকর্ড
• ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের—মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।
• টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের জুটি গড়েন তামিম।
তামিমের আরও যত রেকর্ড
৮৩৫৭
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান।
২৫
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।
১৪
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।
১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান।
১১৯
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস।
আরও পড়ুন
• টেস্ট (৪১) ও ওয়ানডেতে (৭০) বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস।
• ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল ১৯ বছর ২ দিন।
• টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে।
• তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান।
• টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, ২০১০ সালে।
• ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান। এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব।
৭
টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে।
৪১
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা।
৩৬
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক বা শূন্য।
১৭৬০
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার।