ওয়াসিম আকরামের রেকর্ডটি এখন ‘মানুষের আয়ে অবদান রাখা’ বুমরারও

লর্ডস টেস্টে গতকাল দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা।

ভারতের পেসার যশপ্রীত বুমরারয়টার্স

লর্ডস টেস্টে প্রথম দিনে শুধু হ্যারি ব্রুকের উইকেটটি নিয়েছিলেন যশপ্রীত বুমরা। কাল দ্বিতীয় দিনে আরও ৪ উইকেট নেওয়ায় ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েন ভারতের এই পেসার।

টেস্টে বিদেশের মাটিতে এ নিয়ে ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিলেন বুমরা। ভারতের বোলারদের মধ্যে টেস্টে বিদেশের মাটিতে সর্বোচ্চবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন এই ডানহাতি পেসারের। বুমরা এ পথে কাল পেছনে ফেলেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি পেস অলরাউন্ডার কপিল দেবকে।

আরও পড়ুন

১৩১ টেস্টের ক্যারিয়ারে ৬৬ ম্যাচ বিদেশের মাটিতে খেলেছেন কপিল। এর মধ্যে ১০৮ ইনিংসে বোলিং করে ১২ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। চলতি লর্ডস টেস্টসহ বুমরা বিদেশের মাটিতে মাত্র ৩৫ টেস্টের ক্যারিয়ারেই তাঁকে টপকে গেলেন। এ পথে তিনি বোলিং করেছেন ৬৬ ইনিংসে। বিদেশের মাটিতে ৬৯ ম্যাচে ১২১ ইনিংস বোলিং করে ১০ বার ৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৭ ওভার বোলিং করে ৭৪ রানে ৫ উইকেট নেন বুমরা। এমন পারফরম্যান্সের মাধ্যমে আরও একটি কীর্তি গড়েন তিনি। এশিয়ার বোলারদের মধ্যে ‘সেনা’ (এসইএনএ—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোয় টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডও এখন যৌথভাবে বুমরার। সেনা দেশগুলোয় ৩২ ম্যাচে ১১ বার ৫ উইকেট নিয়ে এ রেকর্ড এত দিন দখলে রেখেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। বুমরা সেনা দেশগুলোয় নিজের ৩৩তম ম্যাচে এসে ছুঁলেন ওয়াসিম আকরামের এ রেকর্ডকে।

কাল ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেও বুমরা কিন্তু উদ্‌যাপন করেননি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বুমরা এর কারণ ব্যাখ্যায় বলেছেন, ‘ক্লান্ত ছিলাম। ভালো লাগছিল না। দীর্ঘ সময় ধরে বোলিং করেছি, কখনো কখনো ক্লান্তও লাগে। সেই ২১–২২ বছর বয়স তো আর নেই যে লাফাব। আমি আদতে তেমন মানুষও নই। অবদান রাখতে পেরে ভালো লাগছে। এর বাইরে নিজের বোলিং মার্কে ফিরে শুধু পরের বলটি করা নিয়েই ভাবি।’

আরও পড়ুন

ক্লান্তির পাশাপাশি ৩১ বছর বয়সী এই পেসারের চোটপ্রবণতাও আছে। এ কারণে তাঁকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানো হয়। চলতি ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজেও যেমন গুঞ্জন চলছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বুমরা এই সিরিজে তিনটি টেস্ট খেলতে পারেন। এ নিয়ে সমালোচনাও হয়েছে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এই বোলার জানিয়েছেন, লোকের মুখ বন্ধ রাখার ক্ষমতা তাঁর নেই, ‘জানি এ আলোচনা চলবেই। এখানে অনেক ক্যামেরা। এমনকি অনুশীলনের সময়েও অনেক ক্যামেরা থাকে। এই যুগ ভিউ ও সাবস্ক্রিপশনের। আলোচনা হয়, এমন কিছু সবাই বানাতে চায়। তবে এসবে আমার কোনো হাত নেই।’

বুমরা এরপর যোগ করেন, ‘আমার মাধ্যমে লোকে আয় করছে, সেটা তো ভালো কথা। ভিউয়ারশিপ এনে দেওয়ায় তারা অন্তত আমাকে আশীর্বাদ করবে। তবে এসব নিয়ে ভাবি না। যত দিন পর্যন্ত এই জার্সি পরব, তত দিন লোকে বিচার করবে। সব ক্রিকেটারকেই এর মধ্য দিয়ে যেতে হয়।’