ভালো জায়গায় বোলিংয়ে পাওয়া জয়ে গর্বিত নাজমুল

ব্যাট হাতে অর্ধশতক তুলে নেন নাজমুল। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েএএফপি

উইকেট নেওয়ার জন্য বোলিং, নাকি ভালো জায়গায় বোলিংয়ের পুরস্কার হিসেবে উইকেট? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে সরাসরি এ প্রশ্ন করা হয়নি। তবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর নাজমুলের কথায় বেরিয়ে এল, ভালো জায়গায় বোলিংয়ের পুরস্কারই পেয়েছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান, সৌম্য সরকাররা।

পুরস্কারটা কী, সেটা অবশ্যই এতক্ষণে সবার জানা। নিউজিল্যান্ড আগে ব্যাট করে মাত্র ৯৮ রানে অলআউট। প্রতিপক্ষের ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। আর বাংলাদেশও জিতেছে হেসেখেলে ২০৯ বল আর ৯ উইকেট হাতে রেখে!

আরও পড়ুন

প্রতিপক্ষের মাটিতে সেটাও দুর্গম নিউজিল্যান্ডে খেলোয়াড়দের এমন পারফরম্যান্সের পর যেকোনো অধিনায়কেরই গর্ব হওয়ার কথা। নাজমুলও এর ব্যতিক্রম নন। দুর্গম—কথাটা বলা হলো এ কারণে, সাদা বলের সংস্করণে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১৮ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। আজ রঙিন পোশাকে বাংলাদেশের প্রথম জয়ে পেসারদের পারফরম্যান্স অবিস্মরণীয় হয়েই থাকবে। তাতে গর্বিত বাংলাদেশ অধিনায়ক নাজমুলও।

ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেলকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ছেলেরা ম্যাচটা যেভাবে খেলেছে, তাতে সত্যিই গর্ব লাগছে। এই সিরিজ শুরুর আগে ভেবেছিলাম সিরিজটা জিততে পারব। কিন্তু প্রথম দুই ম্যাচ জিততে পারিনি, শেষ পর্যন্ত আজ জিতলাম।’

বোলাররা জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন
এএফপি

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও বোলারদের আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট নাজমুল। শরীফুল-তানজিমদের বোলিং নিয়ে অধিনায়ক বলেছেন, ‘বোলাররা অনেক শিখেছে। তারা ভালো জায়গায় বল করেছে। উইকেটের জন্য বোলিং করেনি। আজ বোলাররা যেভাবে বল করেছে তাতে আমি সন্তুষ্ট।’

আরও পড়ুন
আরও পড়ুন

নেপিয়ারে ঐতিহাসিক এ জয়ে পেসারদের অবদান সিংহভাগ হলেও ব্যাট হাতে নাজমুলের অবদানও স্মরণ করতে হবে। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল। ৮টি চারের মারে স্ট্রাইক রেট ১২১.৪২। নাজমুল নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘(বোলারদের) মারার চেষ্টা করিনি। মনোযোগ ধরে রেখে শুধু নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি।’

ওয়ানডের পর এখন সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই নেপিয়ারেই বুধবার শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ জয় থেকে প্রেরণা পেলেও নাজমুল মনে করিয়ে দিলেন টি-টোয়েন্টি আলাদা সংস্করণ, তাই পরিকল্পনাও হবে আলাদা, ‘এই (আজ) ম্যাচ থেকে আমরা অনেক প্রেরণা পেয়েছি। কিন্তু টি-টোয়েন্টি আলাদা সংস্করণ। আমরা সে অনুযায়ীই পরিকল্পনা করব।’

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে এমন দৃশ্য দেখা গেছে বার বার। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে নাজমুলের তা অবশ্যই ভালো লেগেছে
এএফপি

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এ কয় দিনে বিশ্রাম এবং নেপিয়ার একটু ঘুরে দেখারও সুযোগ পাবেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। নাজমুল ঘোরার কথা বললেও সামনে গুরুত্বপূর্ণ ব্যাপারটিও মনে করিয়ে দিলেন, ‘আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে এটা মাথায় রাখতে হবে, কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি খেলতে হবে।’

আরও পড়ুন

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম স্বাভাবিকভাবেই নিজেদের পারফরম্যান্সে হতাশ হয়েছেন। ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে তাঁর কথায় সেটাই ফুটে উঠল, ‘অবশ্যই আমরা স্বাভাবিকের চেয়েও অনেক বাজে খেলেছি। কোনো জুটি গড়তে পারিনি। চাপটা প্রতিপক্ষকে ফিরিয়েও দিতে পারিনি। বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। আমরা সব সময়ই জানতাম ম্যাচের অর্ধেক পথেও তারা কঠিন লড়াই করবে, লেংথে বল করবে এবং সেটাই করেছে। প্রতিটি ম্যাচ থেকেই তো কিছু না কিছু শেখার জায়গা থাকে। খেলোয়াড়েরা অবশ্যই এসব চ্যালেঞ্জ থেকে শিখবে।’

আরও পড়ুন