নিউইয়র্কের রাস্তায় স্টয়নিস ও একজন স্ট্রিট ফটোগ্রাফারের গল্প

মার্কাস স্টয়নিসের সঙ্গে তাঁর প্রেমিকা সারা জারনাচছবি: টুইটার

ডেভিড গেরেরো একজন আলোকচিত্রী। রাস্তায় পথচারীদের থামিয়ে ছবি তোলেন। ইনস্টাগ্রামে তাঁর ১১ লাখ অনুসারী। সংখ্যাটাই বলছে, কাজটা মন্দ করেন না। ছবি তোলার হাতযশ ভালোই। তবে দুনিয়াজোড়া খ্যাতি পাননি এখনো। সেই পথে গেরেরোকে ভালোই এগিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। কীভাবে? মজার সেই গল্পই শুনুন।

আরও পড়ুন

নিউইয়র্কের রাস্তায় হেঁটে যাচ্ছিলেন স্টয়নিস ও তাঁর প্রেমিকা সারা জারনাচ। এমন সময় ডেভিড গেরেরো তাঁদের থামিয়ে বলেন, ‘আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমার নাম ডেভিড। আমি একজন আলোকচিত্রী। আপনাদের দুজনকে দেখতেই সুন্দর লাগছে। ভাবছিলাম বিনা মূল্যে আপনাদের ছবি তুলে দিতে পারি কি না?’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, ডেভিডের আবেদনে প্রথম দফায় সাড়া দেননি স্টয়নিস ও জারনাচ। কিন্তু নাছোড়বান্দা ডেভিড অ্যালবাম বের করে নিজের আগের কাজগুলো দেখান। এরপরই রাজি হন স্টয়নিস ও জারনাচ।

রাস্তায় স্টয়নিস ও জারনাচের বেশ কিছু ছবি তোলেন ডেভিড গেরেরো। দুজনের আলাদা আলাদা ছবিও তুলেছেন। স্টয়নিস ছিলেন খোশমেজাজে। শার্টের বোতাম খুলে বিভিন্ন পোজে ছবি তুলেছেন। ছবি তোলার ফাঁকে ডেভিড জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন? দুজনেই জানান অস্ট্রেলিয়া থেকে।

তাঁদের ছবি তোলার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন গেরেরো। ক্যাপশনে লেখেন, ‘স্ট্রিট ফটোগ্রাফি/ এই দারুণ সুন্দর অস্ট্রেলিয়ান জুটির।’

আরও পড়ুন

ঠিকই ধরেছেন, স্টয়নিস যে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, ডেভিড তা জানতেন না। আর তাই গেরেরো ভিডিওটি পোস্ট করার পর তাঁকে স্টয়নিসের সঙ্গে ‘পরিচয়’ করিয়ে দেন ক্রিকেটভক্তরা। অস্ট্রেলিয়ার অভিনেতা ও ক্রিকেট ভক্ত অ্যাডাম জাওয়ার ভিডিওটি পোস্ট করে মন্তব্য করেন, ‘লোকটা জানত না, এটা রাজকীয় ফটোগ্রাফি।’ আরেক ক্রিকেট সমর্থকের মন্তব্য, ‘বিখ্যাত একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যিনি খুব বিনয়ী।’ অন্য এক ভক্ত অবশ্য একদমই রাখঢাক রাখেননি। মন্তব্যে সরাসরি বলেছেন, ‘ওটা মার্কাস স্টয়নিস। সে অস্ট্রেলিয়ার হয়ে (ক্রিকেট) খেলে।’

এমন সব মন্তব্য দেখার পর বসে থাকেননি ডেভিডও। স্টয়নিস এবং তাঁর প্রেমিকার মোট তিনটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘এ জন্যই নিজের কাজটা উপভোগ করি। কার সঙ্গে কখন দেখা হয়ে যায়, ঠিক নেই!’

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলেছেন স্টয়নিস। এখন নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। ছুটির মধ্যে এমন ঘটনায় মজাই পাওয়ার কথা অস্ট্রেলিয়ান তারকার।