আরেকটি শূন্যে মুমিনুলের ১৭, তামিম–সৌম্যদের কত

আবারও ব্যর্থ মুমিনুল হকফাইল ছবি

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তাঁর। এবার অন্য একটি তালিকায় নিজের নামটা সবার ওপরে নিলেন মুমিনুল হক। এটা অবশ্য সেঞ্চুরির মতো গৌরবের তালিকায় নয়, বরং আড়ালে রাখার মতো।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এখন মুমিনুলের। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে গতকাল শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি। যা টেস্টে মুমিনুলের ১৭তম শূন্য। তাতে বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক ছাড়িয়ে গেছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

আশরাফুল টেস্ট খেলেছেন ৬১টি। আর মুমিনুল জ্যামাইকায় খেলছেন ৬৯তম টেস্ট। গত সেপ্টেম্বরেও আশরাফুলের চেয়ে বেশ পিছিয়েই ছিলেন মুমিনুল। তবে সেপ্টেম্বরের ভারত সিরিজ থেকে গতকাল পর্যন্ত ১১ ইনিংসের মধ্যে ৪ বার শূন্য হাতে ফিরেছেন মুমিনুল। তাতে ছাড়িয়েছেন আশরাফুলকে।

সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ৩৬ বার শূন্য রানে আউট হয়েছে তামিম
প্রথম আলো

এত দিন মূলত মুমিনুল লড়াই করেছেন পেসার খালেদ আহমেদের সঙ্গে। খালেদের বিষয়টি অবশ্য ভিন্ন। ১৫ টেস্টের ক্যারিয়ারে তিনি ২৬ ইনিংস ব্যাটিং করেছেন। এর মধ্যেই ১৩টি শূন্য তাঁর। তবে পাঁচটিতেই ছিলেন অপরাজিত।

মুমিনুলকে নিয়ে কাটাছেঁড়ার করার পর অন্য দুই সংস্করণেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে ফিরেছেন জানার আগ্রহ তৈরি হতে পারে। আগে থেকেই জানিয়ে রাখা ভালো, অন্য দুই সংস্করণেই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতিরা।

আরও পড়ুন

ওয়ানডেতে ১৯ বার শূন্য রানে ফিরে তামিম ইকবাল আছেন সবার ওপরে। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। সৌম্য অবশ্য শুধু দেশীয় তালিকায় নয়, আছেন টি-টোয়েন্টিতে সব দেশ মিলিয়ে শূন্য রানে আউটের রেকর্ডেও। রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও সৌম্য যৌথভাবে সর্বোচ্চ ১৩ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম আলো

সব দেশ মিলিয়ে টেস্টে সর্বোচ্চ ৪৩ বার শূন্যতে আউট হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট নেওয়া এই পেসার খেলেছেন ১৩২ টেস্ট। তালিকায় তাঁর পরের নামটা ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের। তিনি আউট হয়েছেন ৩৯ বার। ওয়ানডে ক্রিকেটে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন জয়াসুরিয়া, এখানে তিনিই সর্বোচ্চ।

আর তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। ৫৯ বার শূন্য রানে ফিরেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ বার একসময় বাংলাদেশে বোলিং কোচের কাজ করে যাওয়া ওয়ালশের।

তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের
এক্স

মুরালিধরন এবং ওয়ালশ অবশ্য একটা জায়গায় সান্ত্বনা খুঁজতে পারেন। বোলার হিসেবে তাঁরা নিজেরাই তো অনেককে শূন্য হাতে ফিরিয়েছেন। ওয়ালশের পর এই তালিকায় আছেন জয়াসুরিয়া। ৫৩ বার শূন্যতে ফিরেছেন এই ওপেনার। সবচেয়ে বেশি শূন্য করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ পাঁচে তিনিই একমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ৩৬ বার শূন্য রানে আউট হয়েছে তামিম।

আরও পড়ুন