জিম্বাবুয়ের চাওয়া লক্ষ্যটা যেন ২০০–এর নিচেই থাকে

বাংলাদেশের চেয়ে ১১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনটা শেষ করেছে জিম্বাবুয়েপ্রথম আলো

প্রথম দিনে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অনেকটা। সময়ের সঙ্গে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেনের দল। প্রথম ইনিংসের ৮২ রানের ঘাটতি পুষিয়ে তৃতীয় দিন শেষে এগিয়ে গেছে ১১২ রানে। বাংলাদেশের হাতে আছে আরও ৬ উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাদেশ ৩০০ রানের লক্ষ্য দিতে চায়, সংবাদ সম্মেলনে তা জানিয়ে গেছেন দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক।

জিম্বাবুয়ে স্বাভাবিকভাবেই এত রান তাড়া করতে চাইবে না। দলটির পেসার ব্লেসিং মুজারাবানি সংবাদ সম্মেলনে বলেন, আজ তাঁদের লক্ষ্য থাকবে বাংলাদেশ যেন ২০০ রানের বেশি লক্ষ্য দিতে না পারে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটের ৩টিই নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা বললেন এভাবে, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’

মুশফিকুর রহিমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানির উল্লাস
প্রথম আলো
আরও পড়ুন

২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে ৪৪ ওভার, তাতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৩৭ রান। এখনো অধিনায়ক নাজমুল হোসেন ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে।

তৃতীয় দিনটি জিম্বাবুয়ের জন্য কঠিন ছিল বলে মানছেন মুজারাবানিও, ‘আমাদের জন্য আজ কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’

আরও পড়ুন