রাহুল দ্রাবিড় এমন বিনয়ী, মুগ্ধ পাকিস্তানি পেসার

ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ছবি: টুইটার

গতকাল ছিল ভারতের কোচ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের জন্মদিন। ৫০ বছরে পা দিলেন ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। নিজের ব্যাকরণসিদ্ধ ব্যাটিং আর হার না মানা মানসিকতার জন্য একসময় ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ তকমা পেয়েছিলেন ১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান করা সাবেক এই ব্যাটসম্যান। ৩৩৪ ওয়ানডে খেলে ১০ হাজার ৮৮৯ রান করেছেন। টেস্টে ৫২.৩১ আর ওয়ানডেতে ৩৯.১৬ গড় নিয়ে দ্রাবিড় সর্বকালের অন্যতম সেরাও।

রাহুল দ্রাবিড়ের বিশ্বজুড়ে ভক্তের সংখ্যা কম নয়। ক্রিকেটে ‘ভদ্রলোক’ বলে পরিচিত দ্রাবিড়ের প্রতি ক্রিকেটপ্রেমীদের একধরনের শ্রদ্ধাও আছে। পাকিস্তানের তরুণ পেসার শাহনেওয়াজ দাহানি ছোটবেলায় দ্রাবিড়ের খেলা দেখে বড় হয়েছেন। ভারতের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকের বিনয়ে মুগ্ধ দাহানি।

৫০তম জন্মদিনে পাকিস্তানি এই পেসার দ্রাবিড়কে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে করেছেন টুইট। সেখানে দ্রাবিড়ের সঙ্গে মাত্র দুই মাস আগে তোলা একটি ছবি পোস্ট করে নিবেদন করেছেন জন্মদিনের শ্রদ্ধা।

ছবিটি পোস্ট করে দাহানি টুইটারে লিখেছেন, ‘সবচেয়ে বিনয়ী ব্যক্তি স্যার রাহুল দ্রাবিড়। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। এ ছবির পেছনের গল্প এখানে। আমি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কয়েকজন বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার সারছিলাম। স্যার রাহুল দ্রাবিড় সেই রেস্তোরাঁয় এসেছিলেন। তিনি একটি টেবিল খোঁজার সময় আমার কাছে এসেছিলেন। তিনি আমাদের সবার সঙ্গে অনেক আন্তরিকতার সঙ্গে কথা বলেছিলেন। আমরা সকলেই তাঁর সঙ্গে ছবি তুলেছিলাম।’

আরও পড়ুন

দাহানি অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপের সময়কার এই ঘটনায় মুগ্ধ। রাহুল দ্রাবিড়ের মতো একজন বড় ক্রিকেট তারকা যে এতটা বিনয়ী হতে পারেন, এতটা মাটির মানুষ হতে পারেন, সেটি ধারণার বাইরেই ছিল দাহানির, ‘কল্পনা করুন তো, আপনার প্রতিদ্বন্দ্বী দলের হেড কোচ নিজে এসে আপনার ও আপনার বন্ধুদের সঙ্গে কথা বলছেন। আমি সেদিন শিখেছি, নম্রতাই সাফল্যের চাবিকাঠি।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মূল দলে ছিলেন না দাহানি। তাঁকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রাখা হয়েছিল। এখনো পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন দুটি ওয়ানডে ও ১১টি টি–টোয়েন্টি ম্যাচ। কাল দ্রাবিড় তাঁর ৫০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ভারতের জয় দিয়েই। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত।