কোহলির কাছে পাকিস্তানি ভক্তের ভালোবাসা পৌঁছে দিলেন শাহনেওয়াজ

ভক্তের ভালোবাসা পৌঁছে দিলেন শাহনেওয়াজছবি: টুইটার

ক্রিকেট–বিশ্বে তাঁর ভক্তের অভাব নেই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশচুম্বী। এমনকি অনেক পাকিস্তানি ক্রিকেটারও এই ডানহাতি ব্যাটসম্যানের ভক্ত।

পাকিস্তানের পেস বোলার শাহনেওয়াজ দাহানির কথাই ধরুন না! কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তর সইছিল না এ পেসারের। তাই কোহলির জন্মদিন আসার এক দিন আগেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান পাকিস্তানের ফাস্ট বোলার। শাহনেওয়াজ পাকিস্তানের বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে আছেন।

শুক্রবার শুভেচ্ছা জানিয়ে এই ফাস্ট বোলার লিখেছেন, ‘দিনটা আসার জন্য আর অপেক্ষা করে থাকতে পারলাম না। সেই শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, যিনি ক্রিকেটকে এত সুন্দর করে তুলেছেন। শুভ জন্মদিন। আপনি দিনটা উপভোগ করুন। সবাইকে আনন্দ দিতে থাকুন।’ কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পাকিস্তানের কয়েকজন কোহলি ভক্তের ভালোবাসাও পৌঁছে দিয়েছেন এই তরুণ ফাস্ট বোলার।

আরও পড়ুন

গত মাসে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের গাদানি বিচে কোহলির প্রতিকৃতি এঁকেছেন পাকিস্তানের কয়েকজন ভক্ত। যাঁরা পাকিস্তানে ‘রাশিদি আর্টিস্ট দল’ নামে পরিচিত। সেই দলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সেই প্রতিকৃতির ছবি পোস্ট করে মানুষের মন জয় করে নিয়েছেন।

তবে কিছুতেই কোহলি পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না তাঁরা। কোহলি পর্যন্ত পৌঁছে দেওয়ার সেই কাজটাই করলেন শাহনেওয়াজ। যা মুগ্ধ করেছে কোহলিকেও।

আরও পড়ুন

প্রতিকৃতির সেই ছবি কোহলির কাছে পৌঁছে দেওয়ার মুহূর্তের ছবি তুলে টুইটারে দিয়ে শাহনেওয়াজ লিখেছেন, ‘এটা তোমাদের জন্য। কোহলির সত্যিই খুব ভালো লেগেছে, রাশিদি আর্টিস্ট দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’ সেই দলের এক সদস্য শাহনেওয়াজের সেই টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস। এরপর ফিফটির দেখা পেয়েছেন নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষেও।