নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ

শামারাহ ব্রুকসের ইনিংসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজছবি: এএফপি

সেই ম্যাচে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, সুনীল নারাইনরা ছিলেন। কির্ক এডয়ার্ডসের শতকের সাড়ে তিন শ-র বেশি সংগ্রহ দাঁড় করিয়ে পরে জয়ও তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে হ্যামিল্টনে সেই জয়ের পর ওয়ানডেতে নিউজিল্যান্ডকে কি হারাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ?

ব্রিজটাউনে কাল রাতের ম্যাচটি না দেখে থাকলে কিংবা ফল না জানলে উত্তর হবে—না।

হ্যামিল্টন থেকে ব্রিজটাউন—মাঝের এই ৮ বছরে ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত জয় মিলেছে কাল রাতে। ব্রিজটাউনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।

আরও পড়ুন

টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক পুরান। হয়তো বুঝতে পেরেছিলেন কেনসিংটন ওভালের উইকেট ব্যাটিংয়ের জন্য অত সহায়ক হয়ে উঠবে না। পুরান এমন কিছু ভেবে থাকলে ভুল করেননি। যে নিউজিল্যান্ড ২০২০ সালের ১৩ মার্চের পর থেকে ওয়ানডেতে কখনো অলআউট হয়নি, সেই দল-ই ৪৫.২ ওভারে ১৯০ রানে অলআউট!

দুই বছর আগে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৭ রানে অলআউট হওয়ার পর টানা ১০ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে কোনো দল অলআউট করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ পেরেছে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং সম্ভবত কঠিন হয়ে ওঠা উইকেটের কারণে। ভালো বাউন্স পেয়েছেন স্পিনাররা।

ভালো বল করতে পারেনি। সেই হতাশায় বসে পড়লেন কিউই পেসার সাউদি
ছবি: এএফপি

আকিল হোসেন ও আলজারি জোসেফ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট জেসন হোল্ডারের। দুই অভিষিক্ত স্পিনার ইয়ানিক ক্যারিয়াহ ও কেভিন সিনক্লেয়ারও উইকেটের দেখা পান। তবে আশ্চর্যের বিষয় হলো, নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতক দূরে থাক, চল্লিশ রানের ইনিংসও কেউ খেলতে পারেননি! সর্বোচ্চ ৫০ বলে ৩৪ রান এসেছে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩১ রান করেন মাইকেল ব্রেসওয়েল।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বৃষ্টির উৎপাত ছিল। তাতে অবশ্য জয় তুলে নিতে অসুবিধা হয়নি। শামারাহ ব্রুকস একাই খেলেছেন ৯১ বলে ৭৯ রানের ইনিংস। দুই দল মিলিয়ে বাকি ব্যাটসম্যানদের কেউ যেখানে ৩৫ রানও করতে পারেননি, সেই একই উইকেটে ব্রুকসের এই ইনিংসটি তাঁর ব্যাটিং সামর্থ্যের পরিচায়ক। অধিনায়ক পুরানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন ব্রুকস। ৪৭ বলে ২৮ রান করেন পুরান। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

চলতি বছর ওয়ানডে এটাই প্রথম হার নিউজিল্যান্ডের। এই সংস্করণে টানা নয় হারের পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। ৬৬ বল হাতে রেখে জয়ের পর ম্যাচসেরা ব্রুকস বলেছেন, ‘ ভালো একটা শুরু গুরুত্বপূর্ণ ছিল, কারণ উইকেট ব্যাট করার জন্য খুব সহজ ছিল না। অধিনায়কের সঙ্গে জুটিটা কাজে দিয়েছে, তবে সে নিজের স্বভাবের বিপরীতে ধীরে-সুস্থে খেলেছে।’

ব্রিজটাউনে কাল দ্বিতীয় ওয়ানডে।

আরও পড়ুন