আইপিএলের নতুন বিতর্কের নাম পাঞ্জাবের সহ–অধিনায়ক

পাঞ্জাবের সহ–অধিনায়ক কে—স্যাম কারেন, নাকি জিতেশ শর্মা; প্রশ্ন সমর্থকদের

আইপিএল তো এমনই, মাঠের মতো মাঠের বাইরেও চলে নানা রকমের খেলা! মাঠে যা কিছুই ঘটুক, সেটার উত্তাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে মোটেই সময় লাগে না। এই যেমন গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে টসের সময় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কয়েন তোলার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের অনেকেই দাবি করেছেন, শ্রীনাথ কয়েন তোলার সময় সেটি ঘুরিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির নাম হয়ে গেছে—‘টস–টেম্পারিং’।

আইপিএল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার উঠেছে নতুন বিতর্কের ঝড়। সেটা অবশ্য পাঞ্জাব কিংসের সহ–অধিনায়ক নিয়ে। গতকাল চোটের কারণে খেলতে পারেননি পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধের ব্যথার কারণে কমপক্ষে ৭ দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে ধাওয়ান না থাকায় পাঞ্জাবের হয়ে টস করেছেন স্যাম কারেন। এই ইংলিশ অলরাউন্ডার আগেও ধাওয়ানের অবর্তমানে পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই মৌসুমে ধাওয়ান না থাকলে অধিনায়কত্ব করবেন জিতেশ শর্মা, সমর্থকদের পূর্বানুমান ছিল এমনই। বিতর্কের শুরু এখান থেকেই। কাল টসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাব সমর্থকদের প্রশ্ন—তাহলে দলের সহ–অধিনায়ক কে?

আরও পড়ুন
২০২৪ আইপিএলের ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন
এক্স

তাদের এই প্রশ্ন করার কারণও আছে। টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোশুটে থাকতে পারেননি পাঞ্জাবের ধাওয়ান। তাঁর জায়গায় সেখানে ছিলেন জিতেশ শর্মা, সংবাদ সম্মেলনও করেছেন। সেই সময় সবাই ধরেই নিয়েছিল পাঞ্জাবের সহ–অধিনায়ক তিনিই। কারণ, অধিনায়ক না থাকতে পারলে তো যেকোনো কিছুতেই সহ–অধিনায়ক থাকেন।

কিন্তু কাল টসের সময় জিতেশকে না দেখে অবাক হয়েছেন পাঞ্জাবের সমর্থকেরা। বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে দাবানলের মতো। বিষয়টি নজরে এসেছে পাঞ্জাব কর্তৃপক্ষেরও। এ কারণেই ম্যাচ শেষে বিষয়টির ব্যাখ্যা দিতে হয়েছে পাঞ্জাবের কোচদের একজন সঞ্জয় বাঙ্গারকে।

আরও পড়ুন
টস করছেন পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারেন
বিসিসিআই

বাঙ্গার ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জিতেশ দলের সহ–অধিনায়ক নয়। এটা কারও কারও মনে হতে পারে এই কারণে যে সে টুর্নামেন্ট শুরুর আগে সে ফটোশুট, সেমিনার বা মিটিংয়ে অংশ নিয়েছে। আসলে স্যামের যুক্তরাজ্য থেকে আসতে দেরি হয়েছিল। এই কারণে আমরা তাকে চেন্নাইয়ে ফটোসেশনে পাঠাইনি।’

রাজস্থানের বিপক্ষে কাল টসে অবশ্য হেরে গেছেন স্যাম কারেন। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে পাঞ্জাব। ১ বল হাতে রেখে সেই রান রাজস্থান টপকে গেছে ৭ উইকেট হারিয়ে।

আরও পড়ুন