হাত শুকিয়ে জরিমানা দিলেন মঈন আলী

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীছবি: রয়টার্স

অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মঈন আলী। আর সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জরিমানা গুনতে হলো ইংলিশ অলরাউন্ডারকে। চলমান এজবাস্টন টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মঈনকে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর হিসাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল লেভেল ওয়ান মাত্রার আচরণবিধি ভেঙেছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

কী করেছিলেন প্রায় দুই বছর পর টেস্টে ফেরা মঈন? ঘটনাটা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারের। বাউন্ডারিতে ফিল্ডিং করা মঈন ডান হাতের তালু শুকনো রাখতে একধরনের স্প্রে ব্যবহার করেন। এর ঠিক পরের ওভারেই বোলিং করতে যান এই অফ স্পিনার।

আরও পড়ুন

আম্পায়ারদের আগেভাগে না জানিয়ে স্প্রে করেই বিপদে পড়েছেন মঈন। অ্যাশেজ শুরুর আগেই দুই দলের খেলোয়াড়দের আম্পায়াররা জানিয়ে দিয়েছিলেন, পূর্বানুমতি ছাড়া খেলোয়াড়েরা হাতে কিছু দিতে পারবেন না।

টেস্ট প্রত্যাবর্তনে প্রথম ইনিংসে ২ উইকেট পেয়েছেন মঈন
রয়টার্স

মাঠের দুই আম্পায়ার এহসান রাজা ও ম্যারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মঈনের বিরুদ্ধে। এরপর আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আচরণবিধির ২.২০ বিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন মঈনকে। এই বিধিতে খেলোয়াড়ি চেতনাবিরোধী কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। ৬৫তম টেস্ট খেলা মঈন দোষ শিকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

আরও পড়ুন

শাস্তির ঘোষণা দিতে গিয়ে অবশ্য ম্যাচ রেফারি বলেছেন, মঈন শুধু হাত শুকনো রাখতেই স্প্রে ব্যবহার করেছেন। এতে ম্যাচের বলে কোনো প্রভাব পড়েনি বলেই মনে করেছেন পাইক্রফট।

লেভেল ওয়ান মাত্রার আচরণবিধি ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ও একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করতে পারেন ম্যাচ রেফারি। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে পয়েন্টগুলো সাসপেনসন পয়েন্টে পরিণত হয় এবং খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন