হারের পর লিটন বললেন, ‘এখনো দুটি ম্যাচ আছে’
হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজটা খুইয়ে এসেছিলেন লিটনরা। এখন পাকিস্তানে যাওয়ার পর সিরিজের প্রথম ম্যাচে হারই সঙ্গী হয়েছে তাঁদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ৩৭ রানে।
এরপর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে এসে বলেছেন ঘুরে দাঁড়ানোর কথা, ‘হ্যাঁ অবশ্যই (হতাশাজনক)। ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না...তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো দুটি ম্যাচ আছে।’
আমি নিশ্চিত এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব (ছিল)। কারণ, এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২০২ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ওই রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। এই রান তাড়া কি সম্ভব ছিল? লিটন ‘হ্যাঁ’বোধক উত্তরই দিলেন, ‘আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব (ছিল)। কারণ, এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’
শুধু ব্যাটিং কেন, বোলিং–ফিল্ডিংয়েও খুব ভালো কিছু হচ্ছে না। আর কোনো দিন ব্যাটিং ভালো হলে, বোলিং খারাপ হচ্ছে কিংবা উল্টোটা। কোনো বিভাগেই ধারাবাহিক ভালো করতে পারছে না বাংলাদেশ।
কেন এমন হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।’
এর পেছনে কেবল মাঠের ক্রিকেট নয়, মানসিকতারও উন্নতি করতে হবে বলে মনে করেন লিটন, ‘শুধু অনুশীলন করে নয়; মানসিকতার জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয়, ক্রিকেট শুধু অনুশীলনের ব্যাপার নয়। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে এবং মাঠে বাস্তবায়ন করতে হবে।’
সিরিজের শেষ দুটি ম্যাচে ৩০ মে ও ১ জুন, লাহোরেই।