সাদা বলের ক্রিকেট তো আছেই, তবে আইরিশদের মধ্যে সবচেয়ে বেশি রোমাঞ্চ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলা নিয়ে। ২০১৯ সালের পর যে আর কোনো টেস্ট খেলেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ আইরিশদের ইতিহাসের চতুর্থ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের পরের বছর আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা।
দেশ ছাড়ার আগে তিন সংস্করণের ক্রিকেটে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি এ প্রসঙ্গে বলছিলেন, ‘দলের মধ্যে অন্য রকম রোমাঞ্চ কাজ করছে। আমরা একেবারেই অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। তবে সে চ্যালেঞ্জ সামলে নিতে সবাই মুখিয়ে আছে। আমাদের খুব দ্রুত ওই ধরনের কন্ডিশনে খেলার উপায় খুঁজে নিতে হবে।’
কদিন আগে বিপিএল খেলে গেছেন বলবার্নি ও আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। সে অভিজ্ঞতা এবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে বলে বিশ্বাস দলটির অধিনায়কের, ‘অভিজ্ঞতাটা ভিন্ন ছিল। তবে উপভোগ্যও। একেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একেক রকম অভিজ্ঞতা। বিপিএলও সে রকমই। আমার জন্য ভালো অভিজ্ঞতা বলতেই হয়। আমার খেলা এতে আরও উন্নত হবে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই এই সিরিজে কাজে লাগবে। আমি আর ক্যাম্ফার ব্যাটিং ও বোলিং গ্রুপের সঙ্গে এ নিয়ে নিশ্চয়ই আলোচনা করব।’