১৫ ইনিংস পর টেস্টে কোহলির ফিফটি, সেঞ্চুরি করেই চলেছেন গিল

ফিফটির পর বিরাট কোহলিছবি: রয়টার্স

ভারতের জার্সিতে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা সর্বশেষ এশিয়া কাপেই পেয়েছেন বিরাট কোহলি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের প্রায় তিন বছরের সেঞ্চুরি-খরা ঘুচেছে। সেই কোহলি এরপর ওয়ানডেতে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। কিন্তু খেলাটা যখন সাদা পোশাকের, কোহলি পড়ে আছেন সেঞ্চুরি-খরার সময়েই। ২০২২ সালে জানুয়ারির কেপটাউন টেস্টের পর তো টেস্টে পঞ্চাশের দেখাই পাচ্ছিলেন না কোহলি।

সেই কোহলি ১৫ ইনিংস পর আজ ফিফটির দেখা পেলেন টেস্ট ক্রিকেটে। আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে সাবেক অধিনায়ক অপরাজিত ৫৯ রানে। ফিফটির খরা ঘোচানোর পর আগামীকাল কি কোহলির টেস্টের সেঞ্চুরি খরাও ঘুচবে! টেস্টে কোহলি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালে নভেম্বরে। ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ১৩৬ রান করেছিলেন কোহলি।

সেই কোহলি আজ ১৪ মাসের টেস্ট ফিফটির খরা ঘোচানোর পর ঠিকমতো উদ্‌যাপনও করতে পারেননি। ২ রান নিয়ে ফিফটি পূর্ণ করলেও দ্বিতীয় রানটা ঠিকমতো হয়েছে কি না সেটিই যে আগে নিশ্চিত করতে হয়েছে টেলিভিশন আম্পায়ারকে। সেটি নিশ্চিত হতেই অবশ্য একটু হেসেই উদ্‌যাপন সেরেছেন কোহলি।

টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির পর শুবমান গিল
ছবি: রয়টার্স

দিনটা অবশ্য কোহলির নয়, শুবমান গিলের। সেঞ্চুরি করাটাকে ডালভাত বানিয়ে ফেলা ভারতীয় ওপেনার এবার করেছেন ১২৮ রান। টেস্টে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি, ২০২৩ সালে দিন সংস্করণ মিলিয়ে পঞ্চম।

গিল-কোহলির সেঞ্চুরি-ফিফটিতে তৃতীয় দিনটা ৩ উইকেটে ২৮৯ রান তুলে শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চেয়ে এখনো ১৯১ রানে পিছিয়ে স্বাগতিক দল।

আরও পড়ুন

ভারত দিন শুরু করেছিল বিনা উইকেটে ৩৬ রান নিয়ে। দিনের দশম ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে হারায় দলটি। বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানের বলে শর্ট একস্ট্রা কাভারে মারনাস লাবুশেনের হাতে ক্যাচ দেন ৩৫ রান করা রোহিত। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন গিল। টড মার্ফির বলে এলবিডব্লু হওয়ার আগে ৪২ রান করেছেন পূজারা। এরপর ক্রিজে আসা কোহলি গিলকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৮ রান। ১৯৪ বলে তিন অঙ্ক ছোঁয়া গিল ফিরেছেন নাথান লায়নের বলে এলবিডব্লু হয়ে। ২৩৫ বলের ইনিংসে ১২টি চার মেরেছেন গিল, ছক্কা মেরেছেন ১টি।

আরও পড়ুন