সেই কোহলি আজ ১৪ মাসের টেস্ট ফিফটির খরা ঘোচানোর পর ঠিকমতো উদ্যাপনও করতে পারেননি। ২ রান নিয়ে ফিফটি পূর্ণ করলেও দ্বিতীয় রানটা ঠিকমতো হয়েছে কি না সেটিই যে আগে নিশ্চিত করতে হয়েছে টেলিভিশন আম্পায়ারকে। সেটি নিশ্চিত হতেই অবশ্য একটু হেসেই উদ্যাপন সেরেছেন কোহলি।
দিনটা অবশ্য কোহলির নয়, শুবমান গিলের। সেঞ্চুরি করাটাকে ডালভাত বানিয়ে ফেলা ভারতীয় ওপেনার এবার করেছেন ১২৮ রান। টেস্টে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি, ২০২৩ সালে দিন সংস্করণ মিলিয়ে পঞ্চম।
গিল-কোহলির সেঞ্চুরি-ফিফটিতে তৃতীয় দিনটা ৩ উইকেটে ২৮৯ রান তুলে শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চেয়ে এখনো ১৯১ রানে পিছিয়ে স্বাগতিক দল।
ভারত দিন শুরু করেছিল বিনা উইকেটে ৩৬ রান নিয়ে। দিনের দশম ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে হারায় দলটি। বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানের বলে শর্ট একস্ট্রা কাভারে মারনাস লাবুশেনের হাতে ক্যাচ দেন ৩৫ রান করা রোহিত। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন গিল। টড মার্ফির বলে এলবিডব্লু হওয়ার আগে ৪২ রান করেছেন পূজারা। এরপর ক্রিজে আসা কোহলি গিলকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৮ রান। ১৯৪ বলে তিন অঙ্ক ছোঁয়া গিল ফিরেছেন নাথান লায়নের বলে এলবিডব্লু হয়ে। ২৩৫ বলের ইনিংসে ১২টি চার মেরেছেন গিল, ছক্কা মেরেছেন ১টি।