বাংলাদেশ কি আরও আগে ইনিংস ঘোষণা করতে পারত

ইনিংস ঘোষণা করতে কি দেরি করে ফেলেছেন নাজমুল হোসেন?এএফপি

৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ১৮৭ রানে। সকালে ঘণ্টাখানেক খেলা হওয়ার পর রান আউট হয়ে যান হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা মুশফিকুর রহিম। এরপরই গল স্টেডিয়ামে নেমে আসে বৃষ্টি। প্রায় ঘণ্টা তিনেক খেলা বন্ধ থাকে এতে।

খেলা বন্ধের সময় বাংলাদেশ দল এগিয়ে ছিল ২৪৭ রানে। বৃষ্টি থামার পর আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন করেন সেঞ্চুরি। ৬ উইকেটে ২৮৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে শেষদিনের খেলা বাকি আর ৩৭ ওভার। জয়ের জন্য এ সময়ের মধ্যেই শ্রীলঙ্কাকে অলআউট করতে হতো বাংলাদেশের।

তবে ৩২ ওভার পর্যন্ত বাংলাদেশের বোলাররা নিতে পেরেছেন ৪ উইকেট। বাকি কয়েক ওভারে শ্রীলঙ্কাকে অলআউট করা যাবে না ধরে নিয়ে ম্যাচে অমীমাংসিত ফল মেনে নেয় বাংলাদেশ, সম্মতি দেয় শ্রীলঙ্কাও। গলে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়েছে ড্র-তে।

বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা
এএফপি

অনেকেরই জিজ্ঞাসা, বাংলাদেশ যদি নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আরও আগেই ছেড়ে দিত, তাহলে কি শ্রীলঙ্কাকে অলআউট করা সম্ভব হতো? ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্নটা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেই। শ্রীলঙ্কার সামনে ৩৭ ওভারে ২৬৭ রানের লক্ষ্য দেওয়ার পথে অধিনায়ক নিজেই ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

বৃষ্টিটা হুট করে চলে আসায় পরিকল্পনা হঠাৎ বদলাতে হয়েছে। এ সব তো আমাদের নিয়ন্ত্রণে নেই।
নাজমুল হোসেন, অধিনায়ক, বাংলাদেশ

বৃষ্টি না হলে বাংলাদেশ দল আরও আগেই ইনিংস ঘোষণা করত কি না প্রশ্নে নাজমুল বলেছেন, ‘হ্যাঁ। কিন্তু বৃষ্টিটা হুট করে চলে আসায় পরিকল্পনা হঠাৎ বদলাতে হয়েছে। এ সব তো আমাদের নিয়ন্ত্রণে নেই।’

ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন
এএফপি

ম্যাচে ফল না হলেও বোলারদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে দুই স্পিনার প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে যেভাবে ৩২ ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নিয়েছেন, ‘যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে (ইনিংস ঘোষণার পর) খুবই ভালো। এই কন্ডিশনে প্রথম ইনিংসে নাঈম যেভাবে বল করেছে, অসাধারণ। সে খুব বেশি সুযোগ পায়নি কিন্তু তাঁর বোলিং ছিল দুর্দান্ত, আজ আবার সে দেখিয়েছে কতটা ভালো।’

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে নতুন করে কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন নাজমুল। ক্যারিয়ারে দ্বিতীয়বার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। তাঁর আগে অধিনায়ক হিসেবে বাংলাদেশের কারও একবারও এমন কীর্তি ছিল না। সঞ্চালক বিষয়টি মনে করিয়ে দিলে নাজমুল বলেছেন, ‘আমি এটা জানতাম না। তবে দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

আরও পড়ুন