সংঘাতের পর আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে কোথায়

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের বাড়তি উন্মাদনাছবি: এএফপি

নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ভারতের ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, পাকিস্তানের ক্রিকেট দল ভারতে যাবে না—এমনটা ঠিকঠাক হয়েছে গত বছরের ডিসেম্বরেই। তবে এ বছরের মে মাসে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পর অন্য কোনো দেশেও দুই দল মুখোমুখি হবে কি না সংশয় দেখা দিয়েছিল।

সংশয়ের সেই মেঘ কেটে গেছে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে যথা নিয়মেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগামী ৫ অক্টোবর ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৮ দলের এই টুর্নামেন্টে পাকিস্তান সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের মূল আয়োজন ভারত হলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানের সঙ্গে খেলার জন্য শ্রীলঙ্কায় যাবে।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর।

গত এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের পর মে মাসে পাকিস্তানে হামলা করে ভারত। পাল্টা হামলা করে পাকিস্তান। এ ঘটনার জেরে দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট (আইপিএল ও পিএসএল) বন্ধ হয়ে যায়। ভারতের মধ্যে পাকিস্তানের সঙ্গে আর কোনো মঞ্চে না খেলার আওয়াজও ওঠে। অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপ ও বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও। দুই দলকে একই গ্রুপে না রাখারও দাবি ওঠে।

তবে নারী বিশ্বকাপের ফরমেটে প্রতিটি দলকেই অংশগ্রহণকারী বাকি দলগুলোর বিপক্ষে খেলতে হয়। সে অনুসারে ভারত–পাকিস্তানও মুখোমুখি হতে যাচ্ছে।

মেয়েদের বিশ্বকাপে আবার মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। ছবিটি ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে তোলা।
এএফপি

পাকিস্তানে যেতে ভারতের অনীহার কারণে গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে সফর নিয়ে একটি সমঝোতা হয়। ২০২৫–২৭ চক্রে ভারত ও পাকিস্তান যে চারটি আইসিসি টুর্নামেন্টের আয়োজক, তাতে এক দেশ আরেক দেশে খেলতে যাবে না।

এই সমঝোতা অনুসরণ করে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত, ফাইনালসহ নিজেদের সব ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।

এবার মেয়েদের বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে না গিয়ে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ দল কলম্বোয় গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলবে ২ অক্টোবর। আর ভারতের সঙ্গে বেঙ্গালুরুতে খেলবে ২৬ অক্টোবর। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হবে ২০ অক্টোবর কলম্বোতে।

১৩তম নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া বাকি চারটি দল হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালে সর্বশেষ আসরে জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন