পাকিস্তানকে কেন পরে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন রমিজ

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি বাবররাছবি: রয়টার্স

বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর থেকেই সমালোচনার মুখে আছেন বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানরা। বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যেন দলের এ হার মানতেই পারছেন না। কেউ অধিনায়ক বদলাতে বলছেন তো, আবার কেউ একাদশে পরিবর্তন আনতে বলছেন।

এমনকি শাহিন শাহ আফ্রিদিদের বোলিংয়ের মান নিয়েও  প্রশ্ন তুলেছেন অনেকে। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতলে আগে কী করা উচিত, সেই পরামর্শ নিয়ে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

আরও পড়ুন

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপের সময় রান তাড়ার পরামর্শ দিয়ে রমিজ বলেছেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের উচিত রান তাড়া করা। ব্যাটিং–সহায়ক উইকেটে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২০০ রানও করতে পারেনি পাকিস্তান। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের উচিত রান তাড়ার ব্যাপারে চিন্তা করা।’

পাকিস্তানের পরের ম্যাচ বেঙ্গালুরুতে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর উইকেট সাধারণত ব্যাটিং–সহায়ক হয়ে থাকে। যে কারণে একজন অলরাউন্ডার বাদ দিয়ে বাড়তি বোলার খেলানোর পরামর্শও দিয়েছেন পিসিবির সাবেক এই সভাপতি, ‘এখানকার কন্ডিশন ব্যাটিং–সহায়ক হবে। যে কারণে পাকিস্তানের উচিত উইকেটের কথা মাথায় রেখে বোলিংয়ে শক্তি বাড়ানো। বিশেষায়িত বোলার খেলানোর জন্য যদি অলরাউন্ডার বাদ দেওয়া লাগে তবে সেটাই করা উচিত।’

বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রমিজ রাজা
ছবি : আইসিসি

এর আগে ভারতের বিপক্ষে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের সমালোচনা করেছিলেন রমিজ। রমিজ নিজের হতাশা ব্যক্ত করেছিলেন এভাবে, ‘এই হারে (আঘাতের) দাগ লেগে গেছে, এটা ছিল বেধড়ক মার, অনেক বড় আঘাত। ওরা তিন বিভাগের কোনোটিতেও দাঁড়াতে পারেনি। হারটা ওদের যন্ত্রণা দেবে।’

আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ ম্যাচ খেলে সব কটিতে হেরেছে পাকিস্তান। এই ‘অনাকাঙ্ক্ষিত ধারা’র অবসান ঘটাতে পাকিস্তানকে একটা উপায় বের করতে হবে বলেও মন্তব্য করেছিলেন রমিজ, ‘এটাই বাস্তবতা এবং এটা থেকে বেরোতে হলে পাকিস্তানকে কিছু একটা করতে হবে। ভারতের বিপক্ষে ‘চোকার’ তকমা লেগে যাওয়া ভালো ব্যাপার নয়। এটা একধরনের মানসিক অচলাবস্থা, দক্ষতার ক্ষেত্রেও তাই।’