আশরাফুল–গ্রায়েম পোলকদের মনে করিয়ে দিয়ে অভিষেকে রেকর্ড–ভাঙা সেঞ্চুরি প্রিটোরিয়াসের

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান লুয়ান–ড্রে প্রিটোরিয়াসসিএসএ

‘আমি আসছি’—আগেই জানান দিয়ে রেখেছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস!

দক্ষিণ আফ্রিকার স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে দ্রুতই পেশাদার ক্রিকেটে পা রাখা প্রিটোরিয়াস টেস্ট অভিষেকে ইতিহাস গড়লেন সেঞ্চুরি করে। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

১৯ বছর ৯৩ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হলো প্রিটোরিয়াসের। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ১৫৩ রানের রেকর্ড–গড়া ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলকের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেটি ছিল গ্রায়েমের তৃতীয় টেস্ট।

সপ্তম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন প্রিটোরিয়াস। তাঁর আগে দলটির হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল জ্যাক রুডলফের। ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ২২২ রানে অপরাজিত ছিলেন রুডলফ। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা এখনো রুডলফেরই। প্রিটোরিয়াসের ১৫৩ তৃতীয় সর্বোচ্চ। রুডলফ ও প্রিটোরিয়াসের মাঝে আছেন ১৯৯২ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ড্রু হাডসনের ১৬৩।

লুয়ান–ড্রে প্রিটোরিয়াসের এই ছবিটা ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের
আইসিসি

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান প্রিটোরিয়াস টেস্ট ইতিহাসে ১০ম সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, অভিষেকে পঞ্চম সর্বকনিষ্ঠ। টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই ১৭ বছর ৬৩ দিন বয়সে সেঞ্চুরি পেয়েছিলেন আশরাফুল।

টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান

আরও পড়ুন

টেস্ট অভিষেকেই রেকর্ড গড়া প্রিটোরিয়াস প্রথম শ্রেণির ক্রিকেটও শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। গত ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেকে টাইটানসের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ রান করেছিলেন। এ বছরের জানুয়ারিতে এসএ টোয়েন্টি অভিষেকে পার্ল রয়্যালসের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৫১ বলে ৯৭ রান করেন।

সেঞ্চুরি পেয়েছেন করবিশ বশও
আইসিসি

১১ বছর পর জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকাকে আজ উদ্ধার করেছেন প্রিটোরিয়াসই। টসে জিতে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৫৫ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। প্রিটোরিয়াস নেমেছিলেন আরও আগে, দল ২৩ রানে ৩ উইকেট হারানোর পর। সেই প্রিটোরিয়াস ফেরেন দলকে ২৮৯ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে।

তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক অভিষিক্ত ডেভাল্ড ব্রেভিস ও করবিন বশ। ব্রেভিস ৫১ রান করে আউট হয়ে গেলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দিন শেষ করেছেন বশ (১০০*)। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১৮/৯।

আরও পড়ুন