বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা

অ্যালান ডোনাল্ডের বোলিং ক্লাসে বাংলাদেশের পেসাররাছবি: প্রথম আলো

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো হবে তিনটি ভেন্যুতে। আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু তিনটির নাম নিশ্চিত করেছে—গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সারবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলে।

দুটি ম্যাচের ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। ২৯ সেপ্টেম্বর আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের পরের প্রস্তুতি ম্যাচটি ২ অক্টোবর, প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। বিশ্বকাপের দলে থাকা ১৫ জনই প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন।

দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি ৯ দলও। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ।

আরও পড়ুন

গুয়াহাটিতে পরদিনই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। একই দিন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস খেলবে তিরুবনন্তপুরমে। এই ভেন্যুতেই ২ অক্টোবর খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি
ছবি: প্রথম আলো

পরদিন তিরুবনন্তপুরমে ভারত-নেদারল্যান্ডস, হায়দরাবাদে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও গুয়াহাটিতে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পর্ব। এক দিন পর ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে।

আরও পড়ুন