বাবর–আফ্রিদিদের এক্স–উপস্থিতি নিয়ে ভাবছে পিসিবি

বাবর–রিজওয়ানদের মানতে হতে পারে নতুন নিয়মএএফপি

‘বাবর, আপনি বিয়ে করছেন কবে’ সম্প্রতি বাবর আজমকে এই প্রশ্নটি করেছিলেন তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান বাবরকে প্রশ্নটি গোপনে করেননি, করেছিলেন ভক্তদের সামনে। সবার সামনে বলতে, এক্স স্পেসে ‘ফ্রম দ্য পিচ টু দ্য মাইক: বাবর আজম’ লাইভ সেশনে। মূলত বাবর এমন আয়োজনটি করেছিলেন তাঁর ভক্তদের জন্য, তাঁদের কৌতূহল মেটাতে।

শুধু বাবর নন, অনেক তারকাই এখন ভক্তদের সঙ্গে এভাবে সরাসরি যোগাযোগ রাখেন। তবে এই সুযোগটা বোধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা আর বেশি দিন পাচ্ছেন না, কিংবা পেলেও পুরো বিষয়টি কোনো একটি নিয়ম মেনে করতে হবে। কারণ, অহেতুক বিতর্ক এড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটাকে একটি নিয়মের মধ্যে আনতে চাইছে। এ বিষয়ে খেলোয়াড় ও তাঁদের এজেন্টদের সঙ্গে পিসিবির গভর্নিং বডি আলোচনায় বসতে পারে বলে জানিয়েছে জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলেছে, ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখ থাকবে। কারণ, খেলোয়াড়েরা অহেতুক কোনো ঝামেলায় পড়তে পারে, এমন আশঙ্কা আছে পিসিবির।

গত ৪ ফেব্রুয়ারি এক্সে ভক্ত–সমর্থকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন আফ্রিদি
এএফপি

সম্প্রতি বিপিএল খেলে গেছেন বাবর। তখন গত ৩০ জানুয়ারি এক্সে ভক্ত–সমর্থকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন তিনি। পরে এ নিয়ে একটি লাইভ সেশনের আয়োজন করেন। উৎসাহীদের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে রিজওয়ানের জিজ্ঞাসার মুখে পড়েন বাবর। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান বাবরকে জিজ্ঞাসা করেন, ‘জনাব, আপনি বিয়ে করছেন কবে?’ রিজওয়ানের এমন প্রশ্নে বাবর ভড়কে না গিয়ে বলেন, ‘আমি জানতাম, আপনি এ প্রশ্নটাই করবেন।’

আরও পড়ুন

বিপিএলে সময়টা কেমন কেটেছে, এমন প্রশ্নও এসেছিল বাবরের সামনে, ‘বিপিএলে আমি দ্বিতীয়বার এলাম। আমি সত্যিই উপভোগ করছি। বাংলাদেশের খাবার একটু মিষ্টি। তবে উপভোগ করছি।’ বাবরের এমন কথায় হয়তো বিতর্কের কিছু নেই। তবে অনেক সময়ই বিতর্কিত কোনো প্রশ্ন করতেই পারেন ভক্তরা।

বাবরের পর ৪ ফেব্রুয়ারি এমন একটি সেশনের আয়োজন করেন শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদি অবসর নেওয়া পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল করতে চান কি না—এই প্রশ্ন করেন এক ভক্ত। আফ্রিদি জবাবে বলেন, ‘মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলব, সে আবার পাকিস্তানের হয়ে খেলতে প্রস্তুত কি না। আমির আর আমি একসঙ্গে ৫ বছর খেলেছি। তার সঙ্গে বোলিং করার অভিজ্ঞতা ভালো ছিল, আমাদের জুটি ছিল দুর্দান্ত।’

আরও পড়ুন