‘বাবর, আপনার বিয়ে কবে’

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমএএফপি

বাবর আজম বিয়ে করবেন কবে, এ নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। তবে প্রশ্নটা শুধু আমজনতারই নয়, তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ানেরও।

জনসমক্ষে করা রিজওয়ানের এমন প্রশ্নে অবশ্য মজাই পেয়েছেন বাবর। তবে জবাবটা তুলে রেখেছেন ভবিষ্যতের একান্ত আলাপের জন্য।

বাবর, রিজওয়ান দুজনই এখন বাংলাদেশে অবস্থান করছেন। বিপিএলে বাবর খেলছেন রংপুর রাইডার্সে, রিজওয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানসে। ৩০ জানুয়ারির পর দুই দিনের বিরতি ছিল বিপিএলে। ওই সময় বাবর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘোষণা দেন, নেটিজেনদের প্রশ্নের জবাব দেবেন তিনি। যার যা জানার ইচ্ছা, যেন জিজ্ঞাসা করেন।

এরপর টুইটার স্পেসে ‘ফ্রম দ্য পিচ টু দ্য মাইক: বাবর আজম’ লাইভ সেশন শুরু হলে সেখানে হাজির হন রিজওয়ান। বিভিন্নজনের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে রিজওয়ানের জিজ্ঞাসার মুখে পড়েন বাবর। পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান বাবরকে জিজ্ঞাসা করেন, ‘জনাব, আপনি বিয়ে করছেন কবে?’ রিজওয়ানের এমন প্রশ্নে বাবরের সপ্রতিভ উত্তর, ‘আমি জানতাম, আপনি এ প্রশ্নটাই করবেন।’

আরও পড়ুন

রিজওয়ান অবশ্য এটুকু শুনে দমে যাননি। পাল্টা প্রশ্ন করেন, ‘আমি এখন জিজ্ঞাসা করছি। আপনাকে জবাব দিতেই হবে।’ এরপর বাবর জানান, তিনি প্রকাশ্যে উত্তর দেবেন না, ‘আপনাকে আমি আলাদা করে বুঝিয়ে দেব।’

গত অক্টোবরে ২৯ বছর পূর্ণ করা বাবর বিয়ে নিয়ে প্রতিনিয়ত কেমন বিড়ম্বনায় পড়েন, এ নিয়েও কথা বলেন, ‘সকালে উঠেই শুনি, আমি কোনো একজনকে বিয়ে করেছি। মানুষ আমাকে অভিনন্দন জানাতে শুরু করে। তারপর সন্ধ্যায় শুনি, অন্য একজনকে বিয়ে করেছি। মানুষ আবার অভিনন্দন জানাতে শুরু করে। সুতরাং আমি এর মধ্যে বিবাহিতই বলা যায়।’

বিপিএলের অবসরে স্নুকারে ব্যস্ত বাবর আজম
এক্স/বাবর আজম

বাংলাদেশে বিপিএলে সময়টা কেমন কাটছে জিজ্ঞাসা করা হলে বাবর বলেন, ‘বিপিএলে আমি দ্বিতীয়বার এলাম। আমি সত্যিই উপভোগ করছি। বাংলাদেশের খাবার একটু মিষ্টি। তবে উপভোগ করছি।’

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বাবর। এরই মধ্যে তিন সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন, আবার ছেড়েও দিয়েছেন। নানা উত্থান–পতন দেখে ফেলা বাবর ক্যারিয়ারের সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত কোনটিকে মনে করছেন, জিজ্ঞাসা করলে জানান, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের একটি ম্যাচের কথা, ‘অনেক আবেগপ্রবণ মুহূর্ত আছে। যখন অভিষেক হলো, যখন অধিনায়কত্ব পেলাম। তবে বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারটি ছিল হৃদয়বিদারক।’

দৃষ্টিনন্দন কাভার ড্রাইভের জন্য বাবরের ব্যাটিং পছন্দ অনেকেরই। কিন্তু বাবর কার কাভার ড্রাইভ বেশি পছন্দ করেন, জানতে চাইলে এককথায় উত্তর দেন, ‘স্টিভ স্মিথ।’

আরও পড়ুন

কার সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করতে চান, এমন প্রশ্নে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক নাম নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এক অধিনায়কের, ‘এবি ডি ভিলিয়ার্স। তিনি সব সময়ই আমার ড্রিম ব্যাটিং পার্টনার। তাঁর বিপক্ষে খেলেছি, কিন্তু সঙ্গে খেলিনি।’

মজার বিষয় হচ্ছে, লাইভ সেশনের পর বাবর যে পোস্টটি করেন, সেখানে মন্তব্য করেন ডি ভিলিয়ার্স। তাঁর সঙ্গে বাবরের খেলার ইচ্ছা প্রকাশে সাড়া দিয়ে ডি ভিলিয়ার্স লেখেন, ‘আমারও তোমার সঙ্গে ব্যাটিং করতে পারলে ভালো লাগত।’

৫৭ মিনিট স্থায়ী বাবরের লাইভ সেশনটিতে অংশ নেন ১ লাখ ৭৭ হাজার এক্স ব্যবহারকারী।

আরও পড়ুন