চোটের পর চোটে জর্জর শ্রীলঙ্কা

চোটে কুশল পেরেরাছবি: এএফপি

চোট যেন শ্রীলঙ্কার পিছু ছাড়ছে না! চোটের কারণে দলের সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দেশে রেখেই ভারতে আসতে হয়েছে তাদের। চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাও। এবার চোটে পড়েছেন অধিনায়ক দাসুন শানাকা ও ওপেনার কুশল পেরেরা।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। সে ম্যাচেই চোটে পড়েছেন শানাকা ও পেরেরা। লঙ্কান অধিনায়ক শানাকা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলছেন না। বাঁ হাতের কনুইয়ে টান লেগেছে তাঁর। এমনিতেই ফর্মে নেই শানাকা। অধিনায়ক হওয়ার পরও দল থেকে বাদ পড়তে পারেন, এমন আলোচনাও আছে। সঙ্গে নতুন করে কনুইয়ের চোট শানাকাকে আরেকটু বিপাকেই ফেলল।

আরও পড়ুন

কুশল পেরেরা বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪ বলে ৩৪ রান করে মাঠ ছেড়েছিলেন। সেদিন ডান কাঁধে ব্যথা অনুভব করার কারণে মাঠ ছেড়েছিলেন পেরেরা। যে ব্যথা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এই দুই ক্রিকেটারের চোটের দিনে অবশ্য লঙ্কান সমর্থকেরা ভালো সংবাদও পাচ্ছেন। চোটের কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারা মহীশ তিকশানা দলের সঙ্গে ২৬ সেপ্টেম্বর ভারতে আসতে পারেননি। এই রহস্য স্পিনার আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

চাপে আছেন অধিনায়ক দাসুন শানাকা
ছবি: এএফপি

অলরাউন্ডার হাসারাঙ্গা বিশ্বকাপ খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোটে। এই চোটের কারণে এশিয়া কাপও মিস করেছিলেন। ২৬ বছর বয়সী অলরাউন্ডার পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকলেও আবার চোটে পড়েছিলেন।

জানা গেছে, সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে। যে কারণে তাঁর জায়গা হয়নি বিশ্বকাপ দলে। চামিরাও অনেক দিন ধরেই চোটে ভুগছেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ২৫৯ রান তুলেছে শ্রীলঙ্কা। ৮৭ বলে ১৫৮ রান করে মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিস।

আরও পড়ুন