পাকিস্তান ক্রিকেটের ‘দুর্ভিক্ষ’ দূর করবেন নাজাম শেঠি

পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজাম শেঠিছবি: টুইটার

গুঞ্জনটা আগে থেকেই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারের পরই এল ঘোষণাটা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হওয়ায় রমিজের বিদায়ের সম্ভাবনা ছিল আগে থেকেই। গত এপ্রিলে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর তখনই রমিজের বিদায় দেখতে শুরু করেন অনেকে।

সে সময় তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়তে না হলেও এবার আর ছাড় পেলেন না রমিজ। তাঁর পরিবর্তে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। তাঁর সঙ্গে ১৪ সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটিতে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি ও সাবেক নারী দলের অধিনায়ক সানা মির।

আরও পড়ুন

এর আগে ২০১৩-১৮ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ছিলেন শেঠি। তবে ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন।

দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে কিছু বদলাতে চান না নতুন চেয়ারম্যান শেঠি। আগের কমিটির সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে ২০১৪ সালের সংবিধান পুনরায় কার্যকর এবং ২০১৯ সালের সংবিধান বাতিলের কথা জানিয়েছেন নতুন চেয়ারম্যান। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি চেয়ারম্যান নির্বাচনের জন্য ১২০ দিন সময় পাবে বলেও জানা গেছে।

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পাওয়া নিয়ে এক টুইট বার্তায় নাজাম বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে কমিটি অক্লান্ত পরিশ্রম করে যাবে। হাজারো ক্রিকেটার আবার কাজ ফিরে পাবে। ক্রিকেটের যে দুর্ভিক্ষ, তা আর থাকবে না।’

নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতিমধ্যে ঘোষিত দলেও কোনো পরিবর্তন না আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাজাম। তবে কিছু পরিবর্তন ও নতুন ধারণা যোগ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। নিজের বিদায় নিয়ে রমিজ নিজে অবশ্য কিছু বলেননি। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন রমিজ।