সরিয়ে দেওয়া হচ্ছে রমিজ রাজাকে

পিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রমিজ রাজাকেফাইল ছবি

ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন রমিজ রাজা। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব এখন নেই। পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় শাহবাজ শরিফের দল। রমিজকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এটা অনুমিতই ছিল। তবে শাহবাজ একটু সময় নিলেন। ১৪ মাস পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর অবশেষে বিদায় ঘণ্টা বাজতে চলেছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এরই মধ্যে রমিজ রাজার উত্তরসূরির নাম অনুমোদন করে দিয়েছেন। তাঁর আস্থাভাজন নজম শেঠিই হতে যাচ্ছেন পিসিবির নতুন চেয়ারম্যান।

নজম শেঠিকে আবার দেওয়া হচ্ছে পিসিবির দায়িত্ব
ফাইল ছবি

দায়িত্ব পালনের সময়কালে সফলই ছিলেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এই ক্রিকেটার। এই সময় হওয়া দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে সেমিফাইনাল ও অন্যটিতে ফাইনাল খেলেছে পাকিস্তান। এশিয়া কাপ ক্রিকেটেরও ফাইনালে খেলেছে দলটি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও জিতেছেন বাবর আজমরা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দল পাকিস্তান সফরও করেছে। কিন্তু রাজনীতির খেলার কাছে হার স্বীকার করতে হচ্ছে ইমরান খানের এক সময়ের সতীর্থকে।

আরও পড়ুন

পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য নেশন জানিয়েছে, গতকাল বুধবারই পদাধিকার বলে পিসিবির ‘চিফ প্যাট্রন’ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন চেয়ারম্যান হিসেবে নজম শেঠির নাম অনুমোদন দিয়েছেন। তিনি কবে রমিজের চেয়ারে বসবেন, সে ব্যাপারে খুব শিগগির ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া পিসিবির ২০১৯ সালের নতুন গঠনতন্ত্র বিলুপ্ত করে ২০১৪ সালের গঠনতন্ত্রে ফিরে যাওয়ার ব্যাপারটিও অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শিগগিরই পিসিবির একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। তারাই ২০১৪ সালের গঠনতন্ত্রে ফেরার বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দেবেন। এই পর্ষদে আছেন হারুন রশীদ, শহীদ আফ্রিদি, শাফকাত রানাদের মতো সাবেক ক্রিকেটাররা। আছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীরও।