৩৬৭ রানের ইনিংসে যত রেকর্ডে মুল্ডারের নাম
লারার রেকর্ড ভাঙার চেষ্টা করেননি উইয়ান মুল্ডার। তবে অপরাজিত ৩৬৭ রান করার পথে আরও অনেক রেকর্ডই ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
বুলাওয়ে টেস্টে চোখ রাখুন, লারার রেকর্ড ভেঙে দিচ্ছেন উইয়ান মুল্ডার—ক্রিকেটপ্রেমীরা আজ এমন বার্তা না পেয়ে পারেন না। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩৬৭ রানে অপরাজিত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তবে সব উত্তেজনায় জল ঢেলে দিলেন মুল্ডার নিজেই। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে মুল্ডারকে নয়, ব্যাটিংয়ে নামতে দেখা গেল জিম্বাবুয়ের দুই ওপেনারকে। নিজেকে ৩৬৭ রানে থামিয়েই যে ইনিংস ঘোষণা করে দিয়েছেন মুল্ডার।
সবচেয়ে বড় রেকর্ড তাতে বেঁচে গেল। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ৩৩৪ বল অপরাজিত ৩৬৭ রান করার পথে আরও অনেক রেকর্ডই ভেঙেছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।
৩৬৭*
টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন মুল্ডারের।
১
• মুল্ডারের ইনিংস টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ। আগের রেকর্ড হাশিম আমলার, ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১।
• টেস্টে দেশের বাইরে ব্যক্তিগত সর্বোচ্চ। আগের রেকর্ড পাকিস্তানের হানিফ মোহাম্মদের। ১৯৫৮ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রান করেছিলেন লিটল মাস্টার।
• মুল্ডারের ৩৬৭ টেস্টে আফ্রিকা মহাদেশে প্রথম ট্রিপল সেঞ্চুরি। আফ্রিকায় আগের সর্বোচ্চ ২৭৫, ১৯৯৯ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন।
• টেস্টে তো বটেই প্রথম শ্রেণির ক্রিকেটেও জিম্বাবুয়েতে ব্যক্তিগত সর্বোচ্চ এখন মুল্ডারের। আগের রেকর্ড মার্ক রিচার্ডসনের। ২০০০ সালে কোয়েকোয়েতে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩০৬ রান করেছিলেন রিচার্ডসন।
• অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান মুল্ডার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে আগের সর্বোচ্চ গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক।
২
• জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৮০ ম্যাথু হেইডেনের। ২০০৩ সালে পার্থে লারার ৩৭৫ রানের বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন অস্ট্রেলীয় ওপেনার।
• প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের দ্বিতীয় সর্বোচ্চ। মুল্ডারের চেয়ে বড় ইনিংস আছে শুধু স্টিভেন কুকের। ২০০৯ সালে ইস্ট লন্ডনে লায়নসের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৯০ রান করেছিলেন কুক।
৩
টেস্টে অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ। মুল্ডারের চেয়ে বড় ইনিংস আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৪০০*) ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের।
৪৯
মুল্ডারের ইনিংসে চারের সংখ্যা। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি চার মেরেছেন শুধু একজনই। ১৯৬৫ সালে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১০ রান করার পথে ৫২টি চার মেরেছিলেন ইংল্যান্ডের জন এডরিচ।
১০৯.৮৮
৩৩৪ বলে খেলা ৩৬৭ রানের ইনিংসে মুল্ডারের স্ট্রাইক রেট। যা টেস্টে ট্রিপল সেঞ্চুরি সর্বোচ্চ। আগের রেকর্ড ১০৪.৯৩। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ বলে ৩১৯ রান করেছিলেন ভারতের বীরেন্দর শেবাগ।
২৯৭
বলের হিসাবে টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি মুল্ডারের। দ্রুততম বীরেন্দর শেবাগ, ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ৩০০ করেছিলেন ভারত ওপেনার।
২৬৪*
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মুল্ডারের রান। যা টেস্টের প্রথম দিনে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ৩০৯*, ১৯৩০ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্যার ডন ব্র্যাডম্যানের। সব দিন মিলিয়ে এক দিনে ষষ্ঠ সর্বোচ্চ মুল্ডারের ২৬৪।