বাবর-রিজওয়ানদের ব্যাটিংয়ের ‘গিয়ার’ বদলাতে বললেন ইউনিস

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ইনিংস উদ্বোধন করেছেন বাবর ও রিজওয়ানএএফপি

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে ব্যাটিংয়ে আরও আক্রমণাত্মক হতে বলেছেন ইউনিস খান। পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ২০ ওভারের ক্রিকেট এখন অনেক বদলে গেছে। টি–টোয়েন্টি জিততে এখন ২০০ বা এর চেয়ে বেশি রান লাগে। বাবর–রিজওয়ানের মতো ব্যাটসম্যানদের তাই রান তোলার গতি বাড়াতে হবে বলে মনে করেন ইউনিস।

করাচির এক অনুষ্ঠানে পাকিস্তান দলের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে এই মন্তব্য করেন ইউনিস। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে মোট ৭ টি–টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ।

পাকিস্তান দল সাধারণত উইকেট ধরে রেখে শেষ দিকে রান তোলায় বেশি মনোযোগ দিয়ে থাকে। আর এই ধারার ব্যাটিংয়ে অধিনায়ক বাবর এবং উইকেটকিপার–ব্যাটসম্যান রিজওয়ানকে একপ্রান্ত আগলে রাখতে দেখা যায়।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান
এএফপি ফাইল ছবি

জিওনিউজের খবরে বলা হয়, ইউনিস পাকিস্তান দলকে পাওয়ার প্লের পরে ইনিংসের মাঝের ওভারগুলোতেও ৮–৯ রান করে তুলতে বলেছেন ইউনিস, ‘একটি দল ২০০ রান করতে পারলে তবে ম্যাচ বাঁচানোর অবস্থায় যেতে পারে। এখনকার দিনে ১৭০ রান যথেষ্ট নয়।’

স্কোরবোর্ডে দুই শর মতো রান তুলতে বাবর–রিজওয়ানদেরই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘বাবর আজম, ফখর জামান ও রিজওয়ানকে (ব্যাটিংয়ে) গিয়ার বদলাতে হবে। এখনকার দিনে রান তুলতে হয় আগের চেয়ে বেশি গতিতে। আক্রমণাত্মকভাবে খেলার দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে।’

আরও পড়ুন

দলের প্রয়োজনে ব্যাটসম্যানদের যেকোনো পজিশনে ব্যাটিং এবং বোলারদের যেকোনো পজিশনে বোলিংয়ের জন্য প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন ইউনিস, ‘অধিনায়ককে গতানুগতিকের বাইরে ভাবতে হবে। আর খেলোয়াড়দেরও নিজেদের পছন্দের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই অধিনায়ককে সহযোগিতা করবে। একজনের ওপর সব চাপিয়ে দেওয়া যাবে না। কারণ, একটা পরিকল্পনা একজন দিয়ে বাস্তবায়িত হয় না।’

অনুষ্ঠানে ইউনিসের সঙ্গে তাঁর সাবেক সতীর্থ শহিদ আফ্রিদিও ছিলেন। অধিনায়ক বাবরের উন্নতি কামনা করে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘একজন ভালো অধিনায়ক কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আমরা চাই, বাবর সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা অধিনায়কও হয়ে উঠুক। বর্তমান দলের খেলোয়াড়েরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এখন তাদের বিশ্বকাপে ভালো করার পালা।’

পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আরও আছে ভারত, আয়ারল্যান্ড ও কানাডা।

আরও পড়ুন