‘পার্পল ক্যাপ’ নিয়ে চাহাল–বুমরা–মোস্তাফিজের ত্রিমুখী লড়াই

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে মোস্তাফিজুর রহমানকে। দেশে না ফিরে আইপিএলের শেষ পর্যন্ত খেললে মোস্তাফিজ কী করতেন, সেটা তাই জানা হচ্ছে না। কিন্তু আপাতত ভারতের যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য ত্রিমুখী লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের পেসার।

আইপিএলে কয়েকটি দল ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। কিছু দল আবার খেলেছে পাঁচটি করে ম্যাচ। চাহালের দল রাজস্থান রয়্যালস যেমন খেলে ফেলেছে ছয়টি ম্যাচ। বুমরার মুম্বাই আর মোস্তাফিজের চেন্নাই আবার খেলেছে পাঁচটি করে ম্যাচ। চেন্নাইয়ের পাঁচ ম্যাচের একটিতে খেলতে পারেননি মোস্তাফিজ। ম্যাচ কমবেশি খেললেও জমে উঠেছে এই তিন বোলারের সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল বা বেগুনি ক্যাপ ধরে রাখার লড়াই।

আরও পড়ুন
বেগুনি টুপি মাথায় মোস্তাফিজ
ইনস্টাগ্রাম

৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে চাহাল এই মুহূর্তে সর্বোচ্চ উইকেটশিকারি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন রাজস্থানের ভারতীয় স্পিনার। এর আগে মোস্তাফিজের কাছ থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নেওয়া বুমরার উইকেট ৫ ম্যাচে ১০টি। আর মোস্তাফিজ ৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বুমরার মুম্বাই ও মোস্তাফিজের চেন্নাই। এ ম্যাচে শুরুর একাদশে মোস্তাফিজের জায়গা প্রায় নিশ্চিত। কারণ, দলটির আরেক বিদেশি পেসার মাতিশা পাতিরানা চোটের কারণে খেলতে পারবেন না।  তা এই ম্যাচে একাদশে থাকলে বুমরা ও চাহালকে পেছনে ফেলে কি বেগুনি ক্যাপ আবার নিজের করে নিতে পারবেন মোস্তাফিজ, নাকি আরও পেছন থেকে অন্য কেউ এসে যাবেন লড়াইয়ের মঞ্চে?

আরও পড়ুন
কাল একটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির লড়াইয়ে বুমরাকে পেছনে ফেলেছেন চাহাল
এএফপি

আপাতত সে রকম কিছুর সম্ভাবনা নেই বললেই চলে। ৯টি করে উইকেট নিয়ে এই মুহূর্তে মোস্তাফিজের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি পাঞ্জাবের কাগিসো রাবাদা ও অর্শদীপ সিং এবং দিল্লির খলিল আহমেদ। এ ছাড়া ৮টি করে উইকেট পাঞ্জাবের স্যাম কারেন, মুম্বাইয়ের জেলার্ড কোয়েৎসে ও গুজরাটের মোহিত শর্মার। লক্ষ্ণৌয়ের যশ ঠাকুর, গুজরাটের উমেশ যাদব ও পাঞ্জাবের হার্শাল প্যাটেলের আছে ৭টি করে উইকেট। এই বোলারদের দলগুলোর মধ্যে শুধু লক্ষ্ণৌয়েরই খেলা আছে আজ।

মুম্বাই–চেন্নাইয়ের ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় লক্ষ্ণৌ খেলবে কলকাতার বিপক্ষে। যশ ঠাকুর কি সেই ম্যাচে মোস্তাফিজকে ছাড়িয়ে যেতে পারবেন? যশ ঠাকুর ৪ উইকেট পেলে তো ছুঁয়ে ফেলবেন চাহালকেই! দেখা যাক শেষ পর্যন্ত কী হয়—মোস্তাফিজ বুমরা–চাহালকে ছাড়িয়ে পার্পল ক্যাপ নিজের করে নেন, নাকি যশ ঠাকুরই তাঁকে ছাড়িয়ে যান।

আরও পড়ুন