আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ‘স্থায়ী’ নয়, তবে...

বিসিসিআই সচিব জয় শাহএএফপি

এবার আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক হচ্ছে। রেকর্ডভাঙা সব স্কোরের জন্য বেশ কিছু তারকা খেলোয়াড় এই নিয়মকে কাঠগড়ায় তুলেছেন। ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন, এই নিয়ম ‘স্থায়ী’ নয়। আইপিএলের পরবর্তী সংস্করণগুলোয় এই নিয়ম ব্যবহার করা হবে কি না, সেটি এই টুর্নামেন্টের অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। আর এই আলোচনা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের পর।

আরও পড়ুন

মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে সচিব জয় শাহ বলেন, ‘ইমপ্যাক্ট খেলোয়াড় পরীক্ষামূলক। আমরা এটা ধীরে ধীরে বাস্তবায়ন করেছি। এই নিয়মের সবচেয়ে বড় সুবিধা হলো ভারতের দুজন খেলোয়াড় সুযোগ পাচ্ছেন (প্রতি ম্যাচে), যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাহ আরও বলেন, ‘খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকদের সঙ্গে কথা বলব (সিদ্ধান্ত নিতে)। এটা স্থায়ী নয়, তবে এটাও বলছি না যে (নিয়মটি) তুলে নেওয়া হবে।’
বিসিসিআই সচিব জানিয়েছেন, ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের বিপক্ষে কেউই তাঁদের কাছে এখনো কিছু বলেননি, ‘খেলাকে (নিয়মটি) আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করছে কি না, সেটি দেখব আমরা। যদি কোনো খেলোয়াড় মনে করেন এটা ঠিক হচ্ছে না, তবে আমরা তাঁদের সঙ্গে কথা বলব। কিন্তু কেউই এখন পর্যন্ত আমাদের কিছু বলেননি। তাই বিশ্বকাপের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় মাঠে নামানোর সিগন্যাল দিচ্ছেন আম্পায়ার
বিসিসিআই

ভারতের অধিনায়ক ও মুম্বাই ইন্ডিয়ানসের ওপেনার রোহিত শর্মা এর আগে ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের বিপক্ষে মুখ খুলেছিলেন। এই নিয়ম দেশের অলরাউন্ডারদের বেড়ে ওঠাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছিলেন রোহিত। ভারতের প্রথম হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে এই নিয়মের সমালোচনা করেছিলেন রোহিত। ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম পরীক্ষামূলকভাবে চালানোর পর গত বছর আইপিএলে এটি প্রথম কার্যকর করা হয়।

আরও পড়ুন

দিল্লি ক্যাপিটালসের স্পিনার অক্ষর প্যাটেল ও পেসার মুকেশ কুমার ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের সমালোচনা করেছেন। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি মনে করেন, আইপিএলে এই নিয়ম ম্যাচগুলোকে ‘মজার’ করে তুললেও ব্যাপারটি বোলারদের জন্য ‘ভয়ানক’। কারণ, এই নিয়মে ব্যাটিং অর্ডার আরেকটু লম্বা হয়। অক্ষর এর আগে বলেছিলেন, ‘নিয়মগুলো যে বা যাঁরাই বানাচ্ছেন, তাঁরা ভাবছেন, সবকিছু হবে ব্যাটসম্যানদের সুবিধা অনুযায়ী।’ কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও এর আগে বলেছেন, ‘ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের কারণে এবার আইপিএলে বোলারদের পরিসংখ্যান বাজে হচ্ছে।’

আরব আমিরাতের আইএলটি২০ এবং আবু ধাবি টি১০ লিগে ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম চালু আছে। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এই নিয়ম ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে লিগ কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, ‘এখনো কিছুই আলোচনা হয়নি। প্রি–সিজন থ্রি সামনে রেখে ক্রিকেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন