তামিম-সাকিব নাটক: বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ৫ দিন

যেন বিতর্কের পথেই ছুটে চলেছেন সাকিব ও তামিমশামসুল হক
আজ প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। তবে এর আগে দেশের ক্রিকেটে আলোচনার সবচেয়ে বড় বিষয়—দেশের ক্রিকেটের অন্যতম বড় দুই নাম সাকিব আল হাসান ও তামিম ইকবালের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া। সে ঘটনার দিকে ঘুরে তাকালে যা দেখা যায়—

২৩ সেপ্টেম্বর

চোট নিয়ে অস্বস্তি, তবে ব্যাটিং করে উচ্ছ্বসিত তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান তামিম। ইনিংস বড় করতে পারেননি, থামেন ৪৪ রান করেই। অবশ্য সে ইনিংসেও ছন্দেই ছিলেন। পরে সংবাদ সম্মেলনে বলেন, এখনো পিঠে অনেক অস্বস্তি আছে তাঁর।

সেই ‘শতভাগ ফিট’ প্রসঙ্গ টেনে কাকে খোঁচা দিলেন তামিম
একই সংবাদ সম্মেলনে হাসতে হাসতে তামিম বলেন, স্বাভাবিকভাবেই চোট থেকে ফিরে শতভাগ ফিট থাকবেন না তিনি।

২৪ সেপ্টেম্বর

শেষ ম্যাচে বিশ্রাম চান তামিম ও লিটন
এক দিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলা তামিম বিশ্রাম চান শেষ ম্যাচ থেকে। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বলেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়।

২৫ সেপ্টেম্বর

বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের যা মাথায় রাখতে বললেন তামিম
বিসিবির একটি সূত্র নিশ্চিত করে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে তিনি পুরো ফিট নন তা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তাঁর সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলেও জানান। তবে তাঁর পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে আনেন

২৬ সেপ্টেম্বর

‘আনফিট’ তামিমকে বিশ্বকাপে চান না সাকিব-হাথুরুসিংহে
বিশ্বকাপের দল ঘোষণার আগে জানা যায়, গভীর রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তাঁরা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

নাটকের পর তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল
দল ঘোষণা ঘিরেও হয় অনেক নাটক। শুরুতে যে সময়ে ঘোষণা করার কথা, পিছিয়ে দেওয়া হয় সেটি। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর ঘোষিত দলে দেখা যায়, নেই তামিম ইকবাল।

তাহলে তামিমকে অবসর থেকে ফেরানো হলো কেন
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে তামিম অবসর থেকে ফিরলেন কেন!

মিনহাজুল থেকে তামিম: বাংলাদেশের বিশ্বকাপ দল মানেই বিতর্ক
অবশ্য ইতিহাস বলে, বাংলাদেশের বিশকাপ দল মানেই তাতে জড়িয়ে থাকবে বিতর্ক।

২৭ সেপ্টেম্বর

মাশরাফি বললেন, তামিম দলে থাকতে চাননি কেন, কারণটা তামিমই বলতে পারেন।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, তামিমকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজেই দলে থাকতে চাননি।

ভিডিও বার্তায় কী বলবেন তামিম
বাংলাদেশ সময় বেলা ১১টা ২৩ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা স্ট্যাটাসে তামিম জানান, একটি ভিডিও বার্তার মাধ্যমে বিগত কয়েক দিনের ঘটনার ব্যাপারে কিছু কথা বলবেন। তবে সেটি হবে বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশে ভারত রওনা হওয়ার পর।

‘আমার ব্যথা হয়, আমার অনেক ব্যথা হয়’
এদিকে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ বিমানবন্দরে বলেন, তামিম তাঁকে বলেছেন, ‘আমার আসলে এভাবেই যাবে। ভালো কিছু হবে না। আমার ব্যথা হয়। অনেক ব্যথা হয়।’

স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা
এর মাঝেই ভারতের উদ্দেশে রওনা করে বাংলাদেশ দল।

ভিডিও বার্তায় তামিম: আমি এই নোংরামির মধ্যে থাকতে চাইনি
বিকেল ৫টা ৫ মিনিটের দিকে তামিমের অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। সেখানেই তিনি বলেন, বিশ্বকাপের দলে তাঁর না থাকা চোটের সঙ্গে সম্পর্কিত নয়। ১২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে ‘বোমা’ ফাটান তামিম।

কী ছিল তামিমের মেডিকেল রিপোর্টে
মেডিকেল রিপোর্টে আসলে কী বলা হয়েছিলেন, তামিম ব্যাখ্যা করেন সেটি।

তামিমের অনুরোধ, ‘মনে রাইখেন, ভুলে যায়েন না’
ভিডিও বার্তার শেষে একটু আবেগপ্রবণও হয়ে পড়েন তামিম। সমর্থকদের উদ্দেশে একটা অনুরোধও রাখেন।

তামিমকে ফোন করা সেই ব্যক্তি বিসিবি সভাপতি
ভিডিও বার্তায় তামিম বলেন, তাঁকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিলেন বিসিবির উচ্চপর্যায়ের কেউ। তামিম নাম না বললেও জানা যায়, ফোনটি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানই।

তামিম টিমম্যান কি না, এই প্রশ্নও তুললেন সাকিব
তামিমের ভিডিও বার্তার ঘণ্টা ছয়েক পর টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে প্রচারিত হয় সাকিবের সাক্ষাৎকার। তাতে তামিমের আচরণ ‘বাচ্চাদের মতো’ উল্লেখ করে সাকিব পাল্টা প্রশ্নও তোলেন—তামিম টিমম্যান কি না।

তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব
দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা আছে বেশ কিছুদিন ধরেই। সাকিব মুখ খোলেন সে প্রসঙ্গেও।

‘আনফিট’ তামিমকে বিশ্বকাপ দলে না রাখা প্রসঙ্গে যা বললেন সাকিব
‘আনফিট’ তামিমকে বিশ্বকাপ দলে নাকি তিনি চাননি, এমন প্রশ্নেরও জবাব দেন সাকিব।

২৮ সেপ্টেম্বর
বাংলাদেশের ড্রেসিংরুম ছেড়ে যাওয়ার ব্যাখ্যা দিলেন নাফিস ইকবাল
সাকিবের সাক্ষাৎকারেই আসে দলের ম্যানেজার ও তামিমের ভাই নাফিস ইকবালের ড্রেসিংরুম ছেড়ে দেওয়ার প্রসঙ্গ। পরে ফেসবুক স্ট্যাটাসে সেটি খোলাসা করেন নাফিস নিজেই।

তামিমকে কল বা মেসেজ দিতে পারতেন সাকিব, বলছেন মাশরাফি
এবার নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওবার্তা দেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর মতে, অধিনায়ক হিসেবে যেকোনো বার্তা সাকিব নিজেই দিতে পারতেন তামিমকে। তাহলে এ আলোচনাগুলোর জন্ম হতো না।

‘প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল না’, তামিমকে নিয়ে মাশরাফি

প্রধানমন্ত্রীর কথায় বিশ্বকাপ প্রসঙ্গ উঠে আসার পর তামিম কোথায় কত নম্বরে খেলবেন, সেই সিদ্ধান্ত শুধু ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পরই নেওয়ার ছিল বলে মনে করেন মাশরাফি

আফগানিস্তানের কাছে সিরিজ হারের দায় তামিমকে দিলেন সাকিব

তামিম টিমম্যান নন, আগের দিন এমন অভিযোগ তোলার পর সাকিব এবার সরাসরিই বলেন—আফগানিস্তানের বিপক্ষে গত জুলাইয়ে ওয়ানডে সিরিজ হারের দায় সে সিরিজ শুরুর আগের অধিনায়ক তামিম ইকবালের। দলে তামিমের আচমকা অবসরের রেশ এখনো কাটেনি বলেও মনে করেন তিনি।

বিশ্বকাপে শুধু ইবাদতকেই মিস করবেন সাকিব

স্বাভাবিকভাবেই তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে আলোচনা কম হচ্ছে না। তবে সাকিবের কথা, বিশ্বকাপে তিনি শুধু একজনকেই মিস করবেন—চোটের কারণে ছিটকে যাওয়া পেসার ইবাদত হোসেন। এ ছাড়া এই দলে আর কোনো দুর্বলতা নেই বলেও মত সাকিবের।