এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মিনহাজুল

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনফাইল ছবি

অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আরও চার মাস বাকি। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হতে পারে, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে আরও অনেক আগে থেকে। বিশ্বকাপ দল নিয়ে এখনই এত মাতামাতি, তর্কবিতর্ক দেখে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন একটু বিরক্তই।

আজ মোহাম্মদপুরে নিজের বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সেই বিরক্তি লুকাননি মিনহাজুল। তাঁর কথা, ‘চারিদিকে কী কথাবার্তা হচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। এখনো চার মাস বাকি বিশ্বকাপের। সামনে আফগানিস্তান সিরিজ। আমরা এই সিরিজগুলো নিয়েই ভাবছি। আফগানিস্তান সিরিজে আমরা তিন ফরম্যাটে খেলব, সেই সিরিজের দল গোছানোর কাজ করছি আমরা।’

আরও পড়ুন

আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে রশিদ খানের দল। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি–টোয়েন্টি খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে।

এই সিরিজেও বাংলাদেশের সেরা দলটাই খেলাতে চান মিনহাজুল, ‘এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু (ওদের বিপক্ষে) আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট (২০১৯ সেপ্টেম্বরে, চট্টগ্রামে) ম্যাচটা হেরেছি। কোনো কিছু হালকাভাবে নেওয়া হবে না। সেরা দলটাই দেওয়া হবে আফগানিস্তানের বিপক্ষে।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ আফগানিস্তানের বিপক্ষে
ছবি: শামসুল হক

আফগানিস্তান সিরিজ শেষ হলেই বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত যা সূচি, তাতে সেপ্টেম্বরে এশিয়া কাপ শেষ হতে না হতেই বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলতে আসবে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টানা খেলার ব্যস্ততার বিষয়টি উল্লেখ করে প্রধান নির্বাচক বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছুই বলতে পারব না। কারণ, এখনো চার মাস বাকি। আমার মনে হয়, আমরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যারা এখনই বিশ্বকাপ দল নিয়ে কথা বলছে।’

আরও পড়ুন

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, নির্বাচকেরা ব্যস্ত বাংলাদেশ ‘এ’ দল নিয়েও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ক্রিকেটারের লাল বলের সামর্থ্য দেখছেন নির্বাচকেরা।

মিনহাজুল সেটি মনে করিয়ে দিয়ে বললেন, ‘এটাও বেশ গুরুত্বপূর্ণ সিরিজ লাল বলের ক্রিকেটের জন্য। কিছু তরুণ প্লেয়ার পারফর্ম করছে। প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। চার মাস পর কী হবে, তার চেয়ে আগামীকাল কী হবে, সেটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার।’

আরও পড়ুন